স্পোর্টস ডেস্ক :
শুরুতে যেন বিশ্বাসই হচ্ছিল না তার, পরে ধরেন সাজঘরের পথ। কিন্তু ততক্ষণে কাজের কাজ ঠিকই করে ফেলেছেন কোহলি। চার বছর পর আইপিএলে সেঞ্চুরির স্বাদ পেলেন বিরাট কোহলি। চলতি আইপিএলের ৬৫তম ম্যাচে হায়দরাবাদের মুখোমুখি হয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচে ৬৩ বলে ১০০ রানের দারুণ এক ইনিংস খেলেন বিরাট। যার সুবাদে জয় ছিনিয়ে নেয় তার দল। এ জয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠে এলো বেঙ্গালুরু।
বৃহস্পতিবার (১৮ মে) রাজিব গান্ধী স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শুরুতে ব্যাট করতে নেমে ক্লাসেনের সেঞ্চুরিতে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান করে হায়দরাবাদ। জবাব দিতে নেমে ৪ বল আগে জয় পায় ব্যাঙ্গালোর। এই ম্যাচেই প্রথমবারের মতো দুই ইনিংসেই ব্যাটারের সেঞ্চুরির দেখা মেলে আইপিএলে।
ALL HAIL THE KING! ????@imVkohli gives a perfect riposte to Klaasen's ????, notching up his 6th IPL hundred in a must-win clash!
Exceptional batting, this! ????
Tune-in to #SRHvRCB at #IPLonStar, LIVE now on Star Sports Network#BetterTogether pic.twitter.com/ERhaBHis3b
— Star Sports (@StarSportsIndia) May 18, 2023
টস জিতে হায়দরাবাদকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানায় বেঙ্গালুরু। সানরাইজার্স নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৬ রানের বড়সড় সংগ্রহ গড়ে তোলে। চার নম্বরে ব্যাট করতে নেমে ঝোড়া সেঞ্চুরি হাঁকান এনরিখ ক্লাসেন। তিনি ৮টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৫১ বলে ১০৪ রান করে আউট হন।
হ্যারি ব্রুক ১৯ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন। এছাড়া অভিষেক শর্মা ১৪ বলে ১১, রাহুল ত্রিপাথি ১২ বলে ১৫ ও অধিনায়ক এইডেন মার্করাম ২০ বলে ১৮ রান করে মাঠ ছাড়েন।
বেঙ্গালুরুর হয়ে ২ ওভার বল করে ১৩ রানের বিনিময়ে ২টি উইকেট নেন মাইকেল ব্রেসওয়েল। ৪ ওভারে ১৭ রান খরচ করে ১টি উইকেট নেন মোহাম্মদ সিরাজ। এছাড়া ১টি করে উইকেট পান শাহবাজ আহমেদ ও হর্শল প্যাটেল।
জবাব দিতে নেমে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ধীরে ধীরে লক্ষ্যে পৌঁছে দেন ফাফ ডু প্লেসিস ও বিরাট কোহলি। দুই অভিজ্ঞ ক্রিকেটারের ব্যাটে চড়েই জয়ের খুব কাছাকাছি পৌঁছায় তারা। দুজনের উদ্বোধনী জুটিতে আসে ১৭২ রান, ১৯তম ওভারের পঞ্চম বলে গিয়ে তাদের জুটি ভাঙে।
১২ চার ও ৪ ছক্কায় ৬৩ বলে ১০০ রান করে ভুবনেশ্বর কুমারের বলে গ্লেন ফিলিপসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান কোহলি। তার বিদায়ের পর একই পথ ধরেন ডু প্লেসিসও। ৭ চার ও ২ ছক্কায় ৪৭ বলে ৭১ রান করে নটরাজনের বলে তিনিও হন ক্যাচ আউট। তাতে অবশ্য জিততে কোনো সমস্যা হয়নি ব্যাঙ্গালোরের। গ্নেন ম্যাক্সওয়েল ৫ ও মাইকেল ব্রেসওয়েল ৪ রান করে অপরাজিত থাকেন। সানরাইজার্সের হয়ে একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার ও টি নটরাজন। ম্যাচসেরার পুরস্কার জেতেন কোহলি।
এই জয়ের পর প্লে-অফ খেলার লড়াইয়ে ভালোভাবেই টিকে থাকলো ব্যাঙ্গালোর। ১৩ ম্যাচে ৭টিতে জিতে ১৪ পয়েন্ট নিয়ে চারে ওঠে এসেছে তারা।