Dhaka রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

৪ বছর পর ইংল্যান্ড টেস্ট দলে ফিরলেন আর্চার

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৫৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ২৫৮ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

হেডিংলেতে প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে আছে ইংল্যান্ড। এজবাস্টনে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার সপ্তাহখানেক আগে ১৫ জনের দল ঘোষণা করে দিলো বেন স্টোকসরা। চার বছর পর দলে ফিরেছেন পেসার জোফ্রা আর্চার। দ্বিতীয় সারির পেসারদের নিয়েই প্রথম টেস্ট জিতেছে ইংল্যান্ড। আর্চার ফেরায় চিন্তা বাড়ছে ভারতের।

হেডিংলিতে প্রথম টেস্টে ভারতের বিপক্ষে পাঁচ উইকেটের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। সেই দল থেকে একমাত্র পরিবর্তন হিসেবে দলে জায়গা পেয়েছেন আর্চার। পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী বুধবার।

২০১৯ সালে টেস্টে অভিষেকের পর সর্বশেষ ২০২১ সালে ভারতের বিপক্ষে আহমেদাবাদে খেলেছিলেন আর্চার। এরপর কনুইয়ের চোট ও পরে পিঠে স্ট্রেস ফ্র্যাকচারের কারণে দীর্ঘদিন বাইরে ছিলেন তিনি। ২০২১ সালের মার্চ থেকে ২০২৪ সালের মে পর্যন্ত খেলেছেন মাত্র সাতটি সীমিত ওভারের আন্তর্জাতিক ম্যাচ।

সম্প্রতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্সের হয়ে ডারহামের বিপক্ষে খেলেছেন আর্চার। সেখানে ১৮ ওভার বল করে ৩২ রানে নেন ১ উইকেট। সেটিই ছিল প্রায় তিন বছরের মধ্যে তার প্রথম শ্রেণির ম্যাচ।

সাসেক্স ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে আর্চার বলেন, আজকে ভালোই লাগছে। আমি গত এক বছর ধরে নিয়মিত খেলছি, আর প্রস্তুতির অংশ হিসেবে বল করছি দুই বছর ধরে। শরীর ঠিক আছে। এখন আসল চ্যালেঞ্জ মানসিক দিক থেকে। একটানা অনেক দিন খেলতে হবে, সেটার সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে। তবে আমি প্রস্তুত আছি, এটা একটা নতুন চ্যালেঞ্জ।

এই সিরিজে ইংল্যান্ডের পেস আক্রমণে রোটেশনের সম্ভাবনা থাকছে। দ্বিতীয় ও তৃতীয় টেস্ট পরপর দুই সপ্তাহে- এজবাস্টন ও লর্ডসে অনুষ্ঠিত হবে। হেডিংলিতে সবচেয়ে সফল ছিলেন জশ টাং, ম্যাচে নিয়েছেন ৭ উইকেট। বেন স্টোকস ৫ উইকেট আর ব্রাইডন কার্স ৪ উইকেট নেন। ইনজুরি কাটিয়ে ফিরে আসা ক্রিস ওকস প্রথম টেস্টে ছিলেন কিছুটা ছন্দহীন, ১৪৮ রানে ১ উইকেট পেলেও দ্বিতীয় টেস্টে তার কাছ থেকে আরও ভালো কিছু আশা করছে ইংল্যান্ড শিবির।

দ্বিতীয় টেস্টের জন্য ইংল্যান্ডের দল:

বেন স্টোকস (অধিনায়ক), জোফরা আর্চার, শোয়েব বশির, জেকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, জেমি ওভারটন, ওলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জশ টাং, ক্রিস ওকস।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে-অনলাইনে পরে থাকতে হবে : তারেককে ইঙ্গিত করে পাটওয়ারী

৪ বছর পর ইংল্যান্ড টেস্ট দলে ফিরলেন আর্চার

প্রকাশের সময় : ০৯:৫৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

হেডিংলেতে প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে আছে ইংল্যান্ড। এজবাস্টনে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার সপ্তাহখানেক আগে ১৫ জনের দল ঘোষণা করে দিলো বেন স্টোকসরা। চার বছর পর দলে ফিরেছেন পেসার জোফ্রা আর্চার। দ্বিতীয় সারির পেসারদের নিয়েই প্রথম টেস্ট জিতেছে ইংল্যান্ড। আর্চার ফেরায় চিন্তা বাড়ছে ভারতের।

হেডিংলিতে প্রথম টেস্টে ভারতের বিপক্ষে পাঁচ উইকেটের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। সেই দল থেকে একমাত্র পরিবর্তন হিসেবে দলে জায়গা পেয়েছেন আর্চার। পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী বুধবার।

২০১৯ সালে টেস্টে অভিষেকের পর সর্বশেষ ২০২১ সালে ভারতের বিপক্ষে আহমেদাবাদে খেলেছিলেন আর্চার। এরপর কনুইয়ের চোট ও পরে পিঠে স্ট্রেস ফ্র্যাকচারের কারণে দীর্ঘদিন বাইরে ছিলেন তিনি। ২০২১ সালের মার্চ থেকে ২০২৪ সালের মে পর্যন্ত খেলেছেন মাত্র সাতটি সীমিত ওভারের আন্তর্জাতিক ম্যাচ।

সম্প্রতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্সের হয়ে ডারহামের বিপক্ষে খেলেছেন আর্চার। সেখানে ১৮ ওভার বল করে ৩২ রানে নেন ১ উইকেট। সেটিই ছিল প্রায় তিন বছরের মধ্যে তার প্রথম শ্রেণির ম্যাচ।

সাসেক্স ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে আর্চার বলেন, আজকে ভালোই লাগছে। আমি গত এক বছর ধরে নিয়মিত খেলছি, আর প্রস্তুতির অংশ হিসেবে বল করছি দুই বছর ধরে। শরীর ঠিক আছে। এখন আসল চ্যালেঞ্জ মানসিক দিক থেকে। একটানা অনেক দিন খেলতে হবে, সেটার সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে। তবে আমি প্রস্তুত আছি, এটা একটা নতুন চ্যালেঞ্জ।

এই সিরিজে ইংল্যান্ডের পেস আক্রমণে রোটেশনের সম্ভাবনা থাকছে। দ্বিতীয় ও তৃতীয় টেস্ট পরপর দুই সপ্তাহে- এজবাস্টন ও লর্ডসে অনুষ্ঠিত হবে। হেডিংলিতে সবচেয়ে সফল ছিলেন জশ টাং, ম্যাচে নিয়েছেন ৭ উইকেট। বেন স্টোকস ৫ উইকেট আর ব্রাইডন কার্স ৪ উইকেট নেন। ইনজুরি কাটিয়ে ফিরে আসা ক্রিস ওকস প্রথম টেস্টে ছিলেন কিছুটা ছন্দহীন, ১৪৮ রানে ১ উইকেট পেলেও দ্বিতীয় টেস্টে তার কাছ থেকে আরও ভালো কিছু আশা করছে ইংল্যান্ড শিবির।

দ্বিতীয় টেস্টের জন্য ইংল্যান্ডের দল:

বেন স্টোকস (অধিনায়ক), জোফরা আর্চার, শোয়েব বশির, জেকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, জেমি ওভারটন, ওলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জশ টাং, ক্রিস ওকস।