Dhaka মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

৪ দিনে রাশমিকা-ভিকির সিনেমার আয় ২৭৩ কোটি টাকা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:২০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৯৬ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

সম্ভাজি হয়ে আসছেন ভিকি কৌশল। গেল বছর এসেছিল খবরটি। ‘জয় ভবানী’ ধ্বনিতে কাঁপিয়েছেন ট্রেলার। গেল বড়দিনে মুক্তির কথা থাকলেও সিদ্ধান্ত সরে আসে ‘ছাবা’ কর্তৃপক্ষ।

অপেক্ষার প্রহর কাটিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ছবিটি। দর্শক সিনেমাটি দেখতে লাইন ধরছেদ প্রেক্ষাগৃহে।

স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘ছাবা’ চারদিনে শুধু ভারতে আয় করেছে ১৬৮.৬ কোটি রুপি। বিদেশে আয় করেছে ২৭ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৯৫.৬ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৭৩ কোটি ৬৫ লাখ টাকার বেশি)।

ছত্রপতি সম্ভাজির জীবন নিয়ে তৈরি হয়েছে ‘ছাবা’। ছবিতে দেখা গেছে একা হাতে শত্রু দমনে দক্ষ সম্ভাজিরূপী ভিকিকে। এই ছবি মারাঠি পরিচালক লক্ষ্মণ উতেকারের ড্রিম প্রজেক্ট! দীর্ঘদিন ধরে সযত্নে ছবিটি তৈরি করেছেন তিনি।

পর্দায় সম্ভাজি হয়ে উঠতে কম পরিশ্রম করেননি ভিকিও। ওয়ার্কওয়াট করে নিজের ওজন ১০০ কেজি করে ফেলেছিলেন। ঘোড়দৌড় থেকে লাঠিখেলা সব শিখে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন বীর সম্ভাজির চরিত্র। মারাঠি মহারাজের চরিত্রে ভিকি কৌশল এককথায় দুর্র্ধষ। ছবিতে আরও আছেন রাশমিকা মান্দানা ও অক্ষয় খান্না।

তা ছাড়াও অভিনয় করেছেন— আশুতোষ রানা, ডিয়ানা পেন্টি, দিব্যা দত্ত প্রমুখ। দীনেশ বিজন প্রযোজিত এ সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে ১৪০ কোটি রুপি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

৪ দিনে রাশমিকা-ভিকির সিনেমার আয় ২৭৩ কোটি টাকা

প্রকাশের সময় : ০২:২০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

বিনোদন ডেস্ক : 

সম্ভাজি হয়ে আসছেন ভিকি কৌশল। গেল বছর এসেছিল খবরটি। ‘জয় ভবানী’ ধ্বনিতে কাঁপিয়েছেন ট্রেলার। গেল বড়দিনে মুক্তির কথা থাকলেও সিদ্ধান্ত সরে আসে ‘ছাবা’ কর্তৃপক্ষ।

অপেক্ষার প্রহর কাটিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ছবিটি। দর্শক সিনেমাটি দেখতে লাইন ধরছেদ প্রেক্ষাগৃহে।

স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘ছাবা’ চারদিনে শুধু ভারতে আয় করেছে ১৬৮.৬ কোটি রুপি। বিদেশে আয় করেছে ২৭ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৯৫.৬ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৭৩ কোটি ৬৫ লাখ টাকার বেশি)।

ছত্রপতি সম্ভাজির জীবন নিয়ে তৈরি হয়েছে ‘ছাবা’। ছবিতে দেখা গেছে একা হাতে শত্রু দমনে দক্ষ সম্ভাজিরূপী ভিকিকে। এই ছবি মারাঠি পরিচালক লক্ষ্মণ উতেকারের ড্রিম প্রজেক্ট! দীর্ঘদিন ধরে সযত্নে ছবিটি তৈরি করেছেন তিনি।

পর্দায় সম্ভাজি হয়ে উঠতে কম পরিশ্রম করেননি ভিকিও। ওয়ার্কওয়াট করে নিজের ওজন ১০০ কেজি করে ফেলেছিলেন। ঘোড়দৌড় থেকে লাঠিখেলা সব শিখে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন বীর সম্ভাজির চরিত্র। মারাঠি মহারাজের চরিত্রে ভিকি কৌশল এককথায় দুর্র্ধষ। ছবিতে আরও আছেন রাশমিকা মান্দানা ও অক্ষয় খান্না।

তা ছাড়াও অভিনয় করেছেন— আশুতোষ রানা, ডিয়ানা পেন্টি, দিব্যা দত্ত প্রমুখ। দীনেশ বিজন প্রযোজিত এ সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে ১৪০ কোটি রুপি।