Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

৪ দিনের সফরে সোমবার পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

পাবনা জেলা প্রতিনিধি : 

চারদিনের সরকারি সফরে সোমবার (১৫ জানুয়ারি) পাবনায় আসছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর পাবনায় এটি তাঁর তৃতীয় সফর।

রোববার (১৪ জানুয়ারি) সন্ধায় পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুপুরে রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মামুনুল হক স্বাক্ষরিত সফরসূচি থেকে এসব তথ্য জানা গেছে।

সফরসূচি অনুযায়ী সোমবার দুপুর পৌনে একটায় হেলিকপ্টারে তিনি পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে পৌঁছাবেন। এরপর পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার শেষে বিশ্রাম নেবেন এবং সেখানেই রাত্রিযাপন করবেন।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হক স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সফরকালে পাবনা প্রেস ক্লাব, পাবনা ডায়াবেটিক সমিতি, নিজের বাড়ি, শ্বশুর বাড়ি যাবেন। এছাড়া আরিফপুর কবরস্থানে তাঁর বাবা-মা এর কবর জেয়ারত করবেন।

পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী বলেন, রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সর্বস্তরে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান বলেন, রাষ্ট্রপতির সফরকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তার পাবনা সফর যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয় সে জন্য প্রশাসন তৎপর রয়েছে।

আগামী বৃহস্পতিবার বিকেলে ৩টায় পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে পাবনা স্টেডিয়াম থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

উল্লেখ্য, এর আগে গত ২৭ সেপ্টেম্বর তিনদিনের সফরে রাষ্ট্রপতি পাবনায় আসেন। ওই সফরে তিনি সাঁথিয়ায় নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনালে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন, ৫০০ শয্যার পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তুর স্থাপন, পাবনা ডায়াবেটিস সমিতির অনুষ্ঠানে যোগদানসহ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চাঁদাবাজি নয়, ভাঙারি দোকান দখল দ্বন্দ্বেই মিটফোর্ড হত্যাকাণ্ড: ডিএমপি

৪ দিনের সফরে সোমবার পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রকাশের সময় : ০৯:২৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪

পাবনা জেলা প্রতিনিধি : 

চারদিনের সরকারি সফরে সোমবার (১৫ জানুয়ারি) পাবনায় আসছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর পাবনায় এটি তাঁর তৃতীয় সফর।

রোববার (১৪ জানুয়ারি) সন্ধায় পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুপুরে রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মামুনুল হক স্বাক্ষরিত সফরসূচি থেকে এসব তথ্য জানা গেছে।

সফরসূচি অনুযায়ী সোমবার দুপুর পৌনে একটায় হেলিকপ্টারে তিনি পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে পৌঁছাবেন। এরপর পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার শেষে বিশ্রাম নেবেন এবং সেখানেই রাত্রিযাপন করবেন।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হক স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সফরকালে পাবনা প্রেস ক্লাব, পাবনা ডায়াবেটিক সমিতি, নিজের বাড়ি, শ্বশুর বাড়ি যাবেন। এছাড়া আরিফপুর কবরস্থানে তাঁর বাবা-মা এর কবর জেয়ারত করবেন।

পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী বলেন, রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সর্বস্তরে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান বলেন, রাষ্ট্রপতির সফরকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তার পাবনা সফর যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয় সে জন্য প্রশাসন তৎপর রয়েছে।

আগামী বৃহস্পতিবার বিকেলে ৩টায় পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে পাবনা স্টেডিয়াম থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

উল্লেখ্য, এর আগে গত ২৭ সেপ্টেম্বর তিনদিনের সফরে রাষ্ট্রপতি পাবনায় আসেন। ওই সফরে তিনি সাঁথিয়ায় নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনালে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন, ৫০০ শয্যার পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তুর স্থাপন, পাবনা ডায়াবেটিস সমিতির অনুষ্ঠানে যোগদানসহ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।