Dhaka সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

৪৮ ঘণ্টা পর ভারত ছাড়লেন জাস্টিন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক : 

বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ের ৪৮ ঘণ্টারও বেশি সময় পর অবশেষে ভারত ছাড়লেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। জি-টোয়েন্টি সম্মেলন শেষে রোববার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নির্ধারিত সময়ে নয়াদিল্লি ত্যাগ করার কথা থাকলেও কানাডার এই প্রধানমন্ত্রীকে গত দুদিন ভারতে অব্স্থান করতে হয়। পরে কানাডা থেকে প্রয়োজনীয় যন্ত্র নিয়ে এসে বিমান মেরামতের পর মঙ্গলবার নয়াদিল্লি থেকে কানাডার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি।

সোমবার (১১ সেপ্টেম্বর) আরেকটি বিমানে করে তার ভারত ছাড়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। কিন্তু তাও শেষ মুহূর্তে বাতিল হয়। এ অবস্থায় নির্ধারিত সময়ের চেয়ে প্রায় ৪৮ ঘণ্টা বিলম্বে মঙ্গলবার ভারত ছাড়লেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

এনডিটিভি জানায়, ট্রুডোকে যে বিমানটি নিয়ে যাওয়ার কথা তা সোমবার পর্যন্ত ঠিক করা সম্ভব হয়নি। তাই দ্বিতীয় আরেকটি বিমান ঠিক করা হয়। বিমানটি সোমবার দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে অবতরণ করে। কিন্তু তা ট্রুডোকে না নিয়ে ইতালি হয়ে যুক্তরাজ্যের উদ্দেশে রওয়া দেয়। কেন এমনটি হলো তার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

এ অবস্থায় মঙ্গলবার ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, যান্ত্রিক ক্রটি ঠিক করা হয়েছে। আগের বিমানটিই ট্রুডোকে নিয়ে রওয়ানা দেবে। এ ঘোষণার কয়েক ঘণ্টা পর বিমানটি ট্রুডো ও তার সফরসঙ্গীদের নিয়ে কানাডার উদ্দেশে দিল্লি ছাড়ে। তাকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত হন ভারতের তথ্য প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর।

এর আগেও ২০১৬ সালের অক্টোবরে কানাডার প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান উড্ডয়নের ৩০ মিনিট পর অটোয়ায় ফিরে যেতে বাধ্য হয়। ওই সময় ট্রুডোকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।

দিল্লিতে শনি ও রবিবার (৯ ও ১০ সেপ্টেম্বর) জি-২০ এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছান জাস্টিন ট্রুডো। সূত্র : এনডিটিভি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

প্রতি বছর নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার

৪৮ ঘণ্টা পর ভারত ছাড়লেন জাস্টিন ট্রুডো

প্রকাশের সময় : ১০:২৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ের ৪৮ ঘণ্টারও বেশি সময় পর অবশেষে ভারত ছাড়লেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। জি-টোয়েন্টি সম্মেলন শেষে রোববার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নির্ধারিত সময়ে নয়াদিল্লি ত্যাগ করার কথা থাকলেও কানাডার এই প্রধানমন্ত্রীকে গত দুদিন ভারতে অব্স্থান করতে হয়। পরে কানাডা থেকে প্রয়োজনীয় যন্ত্র নিয়ে এসে বিমান মেরামতের পর মঙ্গলবার নয়াদিল্লি থেকে কানাডার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি।

সোমবার (১১ সেপ্টেম্বর) আরেকটি বিমানে করে তার ভারত ছাড়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। কিন্তু তাও শেষ মুহূর্তে বাতিল হয়। এ অবস্থায় নির্ধারিত সময়ের চেয়ে প্রায় ৪৮ ঘণ্টা বিলম্বে মঙ্গলবার ভারত ছাড়লেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

এনডিটিভি জানায়, ট্রুডোকে যে বিমানটি নিয়ে যাওয়ার কথা তা সোমবার পর্যন্ত ঠিক করা সম্ভব হয়নি। তাই দ্বিতীয় আরেকটি বিমান ঠিক করা হয়। বিমানটি সোমবার দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে অবতরণ করে। কিন্তু তা ট্রুডোকে না নিয়ে ইতালি হয়ে যুক্তরাজ্যের উদ্দেশে রওয়া দেয়। কেন এমনটি হলো তার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

এ অবস্থায় মঙ্গলবার ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, যান্ত্রিক ক্রটি ঠিক করা হয়েছে। আগের বিমানটিই ট্রুডোকে নিয়ে রওয়ানা দেবে। এ ঘোষণার কয়েক ঘণ্টা পর বিমানটি ট্রুডো ও তার সফরসঙ্গীদের নিয়ে কানাডার উদ্দেশে দিল্লি ছাড়ে। তাকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত হন ভারতের তথ্য প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর।

এর আগেও ২০১৬ সালের অক্টোবরে কানাডার প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান উড্ডয়নের ৩০ মিনিট পর অটোয়ায় ফিরে যেতে বাধ্য হয়। ওই সময় ট্রুডোকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।

দিল্লিতে শনি ও রবিবার (৯ ও ১০ সেপ্টেম্বর) জি-২০ এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছান জাস্টিন ট্রুডো। সূত্র : এনডিটিভি।