নিজস্ব প্রতিবেদক :
চিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ৩ হাজার ১২০ জনকে ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে বিশেষ এই বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমান।
তিনি জানান, ৪৮তম বিশেষ বিসিএসের ফলাফল প্রকাশিত হয়েছে। এ বিসিএসে সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। তাদের নিয়োগের সুপারিশ করেছে পিএসসি।
নিয়মিত বিসিএসের বাইরে এসব চিকিৎসক নিয়োগ দিতে এ বছর ২৯ মে ৪৮তম বিসিএসের এ বিজ্ঞপ্তি দিয়েছিল পিএসসি।
ফলাফল কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটকের ওয়েবসাইটে bpsc.teletalk.com.bd দেখা যাবে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে যুক্তিসঙ্গত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।
গত ২০ জুলাই লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে মোট পাঁচ হাজার ২০৬ জন সাময়িকভাবে উত্তীর্ণ হন। পরীক্ষায় সহকারী সার্জন পদে চার হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।
গত ১৮ জুলাই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর গত ৬ অগাস্ট থেকে ভাইভা শুরু হয়েছিল। এ বিসিএসের মাধ্যমে নিয়োগ পেতে আবেদন করেছিলেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী। এর আগে ৩৯তম ও ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে প্রায় ৯ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছিল।
নিজস্ব প্রতিবেদক 




















