কলকাতার নায়িকা রিয়া সেন। মা মুনমুন সেনও বাংলা ছবির বিখ্যাত আবেদনময়ী নায়িকা ছিলেন। মুনমুনের মেয়ে বলেই রিয়ার কদর ছিল শুরু থেকেই। তবে শুধু নায়িকার মেয়ে বলে নয়, রিয়া রুপে গুণেও মায়ের চেয়ে কম নন।
তার ক্ষেত্রে বয়স শুধু একটা নাম্বার মাত্র। তেমনটাই দেখাবে যেমনটা তিনি চাইবেন।
৪০তম জন্মদিনে আবেদনময়ী রিয়া সেন
রোববার (২৪ জানুয়ারি) ছিলো অভিনেত্রী রিয়া সেন দেব বার্মা ৪০তম জন্মদিন।
বিশেষ এই দিনটিতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেশ কয়েকটি বোল্ড ছবি শেয়ার করে এমনটাই ক্যাপশন দিয়েছেন রিয়া।
বিনোদন ডেস্ক 

























