Dhaka মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

৩ ভাইকে নিয়ে বিয়ে সারলেন রাশিদ খান

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৪৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
  • ১৯৭ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

ক্রিকেটের আধুনিক যুগে লেগ স্পিনারদের মধ্যে শীর্ষে আছেন রশিদ খান। আফগান এই স্পিনার যে কোনো মুহূর্তে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন। সন্দেহাতীতভাবেই আফগানিস্তান ক্রিকেটের সবথেকে বড় তারকাও তিনি। একই সঙ্গে তিনি এতদিন ছিলেন কাঙ্ক্ষিত ব্যাচেলরও। তবে রশিদের জীবনের দ্বিতীয় ইনিংসের শুরু হয়েছে গতকাল। ৩ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি, একই সঙ্গে বিয়ে করেছেন তাঁর তিন ভাইও।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) কাবুলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন রশিদ ও তাঁর তিন ভাই। আফগানিস্তানের রাজধানী কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হয়েছে রশিদ ও তাঁর তিন ভাই আমির খলিল, জাকিউল্লাহ ও রাজা খানের বিয়ের আনুষ্ঠানিকতা।

রশিদ খানেরর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আফগানিস্তানের জাতীয় দলের অনেক ক্রিকেটার। মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাইরা ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফ, বোর্ডের প্রধান নির্বাহী নসিব খানসহ আরও অনেকে।

বিয়ের ছবি সামাজিকমাধ্যমে পোস্ট করে রশিদ খানকে শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ নবী। তিনি লিখেছেন, ‘তোমাদের বিয়েতে অনেক অনেক অভিনন্দন। তোমাদের জীবন ভালো ও সমৃদ্ধ হোক।’

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রশিদ খান পশতুন রীতিতে বিয়ে করেছেন। তবে রশিদ ও তাঁর ভাইদের স্ত্রীদের নাম পরিচয় সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। রশিদের বিয়ে উপলক্ষে কাবুলের হোটেলটিতে ছিল কড়া নিরাপত্তা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হলে ব্যবস্থা নেবে দুদক : দুদক চেয়ারম্যান

৩ ভাইকে নিয়ে বিয়ে সারলেন রাশিদ খান

প্রকাশের সময় : ০৯:৪৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

ক্রিকেটের আধুনিক যুগে লেগ স্পিনারদের মধ্যে শীর্ষে আছেন রশিদ খান। আফগান এই স্পিনার যে কোনো মুহূর্তে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন। সন্দেহাতীতভাবেই আফগানিস্তান ক্রিকেটের সবথেকে বড় তারকাও তিনি। একই সঙ্গে তিনি এতদিন ছিলেন কাঙ্ক্ষিত ব্যাচেলরও। তবে রশিদের জীবনের দ্বিতীয় ইনিংসের শুরু হয়েছে গতকাল। ৩ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি, একই সঙ্গে বিয়ে করেছেন তাঁর তিন ভাইও।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) কাবুলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন রশিদ ও তাঁর তিন ভাই। আফগানিস্তানের রাজধানী কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হয়েছে রশিদ ও তাঁর তিন ভাই আমির খলিল, জাকিউল্লাহ ও রাজা খানের বিয়ের আনুষ্ঠানিকতা।

রশিদ খানেরর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আফগানিস্তানের জাতীয় দলের অনেক ক্রিকেটার। মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাইরা ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফ, বোর্ডের প্রধান নির্বাহী নসিব খানসহ আরও অনেকে।

বিয়ের ছবি সামাজিকমাধ্যমে পোস্ট করে রশিদ খানকে শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ নবী। তিনি লিখেছেন, ‘তোমাদের বিয়েতে অনেক অনেক অভিনন্দন। তোমাদের জীবন ভালো ও সমৃদ্ধ হোক।’

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রশিদ খান পশতুন রীতিতে বিয়ে করেছেন। তবে রশিদ ও তাঁর ভাইদের স্ত্রীদের নাম পরিচয় সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। রশিদের বিয়ে উপলক্ষে কাবুলের হোটেলটিতে ছিল কড়া নিরাপত্তা।