স্পোর্টস ডেস্ক :
প্রায় তিন বছর পর আবার শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে ফেরানো হয়েছে অ্যাঞ্জেলো ম্যাথুসকে। সব ঠিক থাকলে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষেই দেখা যাবে অভিজ্ঞ অলরাউন্ডারকে। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান এক দিনের সিরিজে না থাকা কুশাল পেরেরা এবং ধনঞ্জয়া ডি সিলভাকেও ফিরিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। লঙ্কানদের দল ঘোষণার বিষয়টি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো থেকে জানা গেছে।
এই দুই ক্রিকেটারের মতো ওয়ানডে সিরিজে ছিলেন না স্পিনার আকিলা ধনঞ্জয়া, পেসার নুয়ান থুসারা এবং অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস। তবে দলের নিয়মিত এই ত্রয়ীকে শর্টার ফরম্যাটের সিরিজে রাখা হয়েছে। ক্যারিয়ারে প্রথমবারের মতো সিরিজে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে আগের অধিনায়ক দাসুন শানাকাকে বাদ দেয়নি এসএলসি, তিনিও আছেন আসন্ন এই সিরিজে।
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন ওপেনার আভিসকা ফার্নান্দো, টপ অর্ডার ব্যাটার নুয়ানিদু ফার্নান্দো এবং জানিথ লিয়ানাগে। এক দিনের সিরিজের দ্বিতীয় ম্যাচের নায়ক ছিলেন লিয়ানাগে। এছাড়া অলরাউন্ডার দুনিথ ওয়েলালেগে পেসার প্রমদ মাদুশান এবং লেগস্পিনার জফরি ভ্যানডারসেকে রাখা হয়নি টি-টোয়েন্টি সিরিজের জন্য। গত সপ্তাহে ডেঙ্গু জরে আক্রান্ত হওয়ার পর এখনও হাসপাতালে আছেন পাথুম নিশাঙ্কা। ফিট থাকলে তিনিও দলের সঙ্গে যোগ দিতে পারবেন। ঘোষিত দলে তাকেও রেখেছে এসএলসি।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়েই যুক্তরাষ্ট্র, উইন্ডিজে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে মাঠে নামবে শ্রীলঙ্কা। যারা গত বছর মাত্র ৭টি কুড়ি ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। আগামী ১৪, ১৬ এবং ১৮ জানুয়ারি তিনটি ম্যাচ মাঠে গড়াবে।
শ্রীলঙ্কা দল
ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আশালাঙ্কা (সহ-অধিনায়ক), কুশাল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, কুশাল পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, মাহিশ তিকশানা, দুশমন্থ চামিরা, দিলশান মাদুশাঙ্কা, মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা, আকিলা ধনঞ্জয়া।