বিনোদন ডেস্ক :
দীর্ঘ ৩৩ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। বলিউড বাদশা শাহরুখ খান তার ক্যারিয়ারের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করলেন। ২০২৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ব্লকবাস্টার সিনেমা ‘জাওয়ান’ -এ অনবদ্য অভিনয়ের জন্য তিনি এই সম্মানজনক স্বীকৃতিতে ভূষিত হয়েছেন।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এই খবরটি মুহূর্তেই ছড়িয়ে পড়েছে তার কোটি কোটি ভক্তের মাঝে, যার ফলে উচ্ছ্বাসের এক নতুন ঢেউ বইছে।
‘কিং খান’ হিসেবে বিশ্বজুড়ে পরিচিত এই সুপারস্টারের ঝুলিতে অসংখ্য ব্লকবাস্টার হিট সিনেমা থাকলেও, সর্বোচ্চ চলচ্চিত্র সম্মাননা অর্থাৎ জাতীয় পুরস্কার ছিল অধরা। অবশেষে ‘জাওয়ান’ -এ তার অসাধারণ অভিনয় সেই শূন্যতা পূরণ করল।
সিনেমাটিতে অ্যাকশন, রোম্যান্স এবং ড্রামার এক দুর্দান্ত মিশ্রণ ঘটিয়ে শাহরুখ নিজেকে নতুন করে প্রমাণ করেছেন, যা শুধু বক্স অফিসেই বিশাল সাফল্য আনেনি, সমালোচকদেরও মন জয় করেছে।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, ভারতের জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন শুক্রবার (১ আগস্ট) আনুষ্ঠানিকভাবে ২০২৩ সালের পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে। সেখানেই উঠে আসে শাহরুখ খানের নাম। যদিও এবারের ‘সেরা অভিনেতা’ পুরস্কারটি যৌথভাবে প্রদান করা হয়েছে শাহরুখ খানের পাশাপাশি ‘টুয়েলভথ ফেল’ সিনেমার জন্য সেরা অভিনেতা হয়েছেন ভিক্রান্ত মাসে।
একনজরে দেখে নেওয়া যাক জাতীয় পুরস্কার জয়ীদের তালিকা:
সেরা ফিচার ফিল্ম– টুয়েলভথ ফেল
সেরা অভিনেত্রী- রানি মুখার্জি (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)
সেরা অভিনেতা- শাহরুখ খান (জাওয়ান), বিক্রান্ত মাসে (টুয়েলভথ ফেল)
সেরা পরিচালক- সুদীপ্ত সেন (দ্য কেরালা স্টোরি)
সেরা গায়িকা- শিল্পা রাও, ছালেয়া (জাওয়ান)
সেরা গায়ক- পিভিএন এস রোহিত প্রেমিসথুন্না (বেবি)
সেরা পপুলার ফিল্ম– রকি অউর রানি কি প্রেম কাহানি
সেরা সমাজ সচেতনতামূলক সিনেমা- সাম বাহাদুর
সেরা বাংলা সিনেমা- ডিপ ফ্রিজ
সেরা হিন্দি সিনেমা- কাঠাল: আ জ্যাকফ্রুট
সেরা কোরিওগ্রাফি– ঢিন্ডোরা বাজে রে! (রকি অউর রানি)
সেরা লিরিকস- বালাগাম (ওরু পাল্লেতুরু)
সেরা সঙ্গীত পরিচালনা- ভাতি (তামিল)
সেরা আবহ সঙ্গীত- অ্যানিম্যাল
সেরা মেকআপ- শ্রীকান্ত দেশাই (সাম বাহাদুর)
সেরা পোশাকশিল্পী- শচীন লোভালেকর, দিব্যা গম্ভীর, নিধি গম্ভীর (সাম বাহাদুর)
সেরা প্রোডাকশন ডিজাইন- এভরিওয়ান ইজ আ হিরো (মোহনদাস)
সেরা সম্পাদনা- পোক্কালাম
সেরা সাউন্ড ডিজাইন- অ্যানিম্যাল
সেরা চিত্রনাট্য- বেবি (তেলুগু)
সেরা সংলাপ- সির্ফ এক বান্দা কাফি হ্যায়
সেরা সিনেম্যাটোগ্রাফি- দ্য কেরালা স্টোরি
সেরা অ্যাকশন পরিচালক- হনু-মান (তেলুগু, স্টান্ট কোরিওগ্রাফি)