নিজস্ব প্রতিবেদক :
কারিগরি ত্রুটি সারিয়ে সচল মেট্রোরেল। প্রায় প্রায় ২ ঘণ্টা পর রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে ট্রেন চলাচল শুরু হয়েছে। এসময়ে ভোগান্তিতে ছিলেন যাত্রীরা।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, ওভারহেড ক্যাটেনারি সিস্টেমে (ট্রেন চলাচলের জন্য ওপরের বিদ্যুৎ লাইন) বিদ্যুৎ সরবরাহ কম থাকায় উত্তরা থেকে মতিঝিল রুটের মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।
রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে মেট্রোরেল চলাচল শুরু হয়।
এর আগে, দুপুর ২টা ৪০ মিনিটের দিকে ট্রেন চলাচল বন্ধ হয়। ফলে, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিভিন্ন স্টেশনে যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে।
বিষয়টি নিশ্চিত করে এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, দুপুর ২টা ৪০ মিনিটের দিকে হঠাৎ করেই মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। পরে খোঁজ নিয়ে জানা গেছে, পল্লবী সেকশনে ওভারহেড ক্যাটেনারি সিস্টেমে (ওসিএস) ভোল্টেজ জিরো হয়ে গিয়েছিল। দীর্ঘসময় চেষ্টা করে বিষয়টি সমাধান করা হয়েছে।
মেট্রোর এমন পরিস্থিতিতে ভোগান্তিতে পড়েন অসংখ্য যাত্রী। ট্রেনের ভেতরে থাকা যাত্রী থেকে শুরু করে স্টেশনে অপেক্ষমাণ সবাই ছিলেন ধোঁয়াশার মধ্যে। এর মধ্যে অনেককেই সামাজিক মাধ্যমে ক্ষোভ ঝাড়তে দেখা যায়। এছাড়া অনেকে গন্তব্যে নেমে নিজ নিজ ভোগান্তির কথা জানান।
সাগর মাহমুদ নামের এক যাত্রী বলেন, ট্রেনের টিকিট কাটা ছিল। দ্রুত মতিঝিল পৌঁছাতে পারব বলে মেট্রোতে উঠি। কিন্তু এমন বিপাকের কারণে একটা মিটিং মিস করতে হলো।
আরেক যাত্রী মাহমুদুল হাসান বলেন, আজ প্রথম দেখলাম— মেট্রোরেলও ট্রাফিক সিগন্যালের মতো আটকে ছিল। কী হয়েছে, বুঝতে পারছি না। দীর্ঘক্ষণ ভেতরে বসে ছিলাম। প্রায় দুই ঘন্টার মতো, কিছুই বুঝতে পারিনি।
মতিঝিল স্টেশনে অপেক্ষমাণ যাত্রী জাহিদুল ইসলাম বলেন, স্টেশনে এসে লাইন ধরে টিকিট কেটে দেখি যে ট্রেন নেই। ভাবলাম হয়ত চলে আসবে, কিন্তু এই অপেক্ষার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় এক ঘণ্টায়। এরকম হবে জানলে তো আজ আর মেট্রো স্টেশনে ঢুকতামই না।
বাংলাদেশ সচিবালয় স্টেশনে আসা একাধিক যাত্রী জানান, উত্তরা থেকে মতিঝিল আসার পথে পল্লবী স্টেশন থেকেই ট্রেনের ভেতরে বাল্বের আলো কমে আসে। পরে শেওড়াপাড়া-কাজীপাড়ার মধ্যবর্তী স্থানে ট্রেন বন্ধ হয়ে যায়। এদিকে মতিঝিলগামী ট্রেন বন্ধ থাকায় মতিঝিল থেকে উত্তরাগামী ট্রেনটি আগারগাঁও স্টেশনে থেমে ছিল।
ভোগান্তির বিষয়ে লায়েক শেখ নামে এক যাত্রী বলেন, প্রায় দুই ঘণ্টা ট্রেনে আটকা পড়ে ছিলাম। গুলিস্তানে আমার বাসের টিকিট কাটা ছিল বিকাল ৪টার। সেটা তো আর পাওয়া যাবে না।
রাসেল নামে আরেক যাত্রী বলেন, আগারগাঁও স্টেশনে টিকিট কেটে প্ল্যাটফর্মে উঠে দেখি ট্রেন আসছে না। এক ঘণ্টা ধরে অপেক্ষায় ছিলাম। তারপর আসতে পেরেছি। মেট্রোরেল থেকে যদি জানিয়ে দেওয়া হতো যে, এত সময় লাগবে, তাহলে আমরা অন্যভাবে আসতাম। তারা তো জানে ঠিক হয়েছে এবং স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে।
ট্রেন বন্ধ থাকার বিষয়ে জানতে চাইলে রোববার (৪ ফেব্রুয়ারি) বিকাল পৌনে চারটার দিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ বলেন, এই মুহূর্তে কথা বলার সময় নেই। আমাদের আগে ট্রেন চালু করতে হবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।