Dhaka রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

২৪ সেপ্টেম্বর থেকে পূজামণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আসন্ন দুর্গাপূজায় কোনো ধরনের ঝুঁকি নেই। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় আগামী ২৪ সেপ্টেম্বর থেকে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) একটা সংগঠন সংবাদ সম্মেলন করে বলেছে এবার পূজা উদযাপনে ২৯টি জেলা ঝুঁকিপূর্ণ। সেই সব জেলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে কী নির্দেশনা দেওয়া হয়েছে- জানতে চাইলে উপদেষ্টা বলেন, কোন ২৯টি জেলা ঝুঁকিপূর্ণ?

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার দুর্গাপূজা উপলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে ৮০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে। পূজা যেহেতু ধর্মীয় অনুষ্ঠান সেহেতু আমাদের সবার সতর্ক থাকতে হবে। এবার এখন পর্যন্ত প্রতিমা ভাঙার সংখ্যা অনেক কম। বিভিন্ন এলাকায় প্রতিমা যারা ভেঙেছেন তাদের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হচ্ছে। আগামী ২৪ তারিখ থেকে পূজা উপলক্ষ্যে মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবে।

আমার কাছে আছে এবং এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে- জানাতেই তিনি বলেন, ‘তালিকাটা দিলে আমরা সেই ব্যবস্থা নেবো। আমার কাছে তো এই তথ্য দেয়নি। আমাদের কাছে যেগুলো ঝুঁকিপূর্ণ, আমরা তো সেগুলো পূজার আগে বলি। বাংলাদেশের সব জায়গায় এবার পূজা নির্বিঘ্নে হবে। কোনো জায়গা ওই রকম ঝুঁকিপূর্ণ নেই।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙার কিছু ঘটনা ঘটেছে। তবে এবছর এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, যেসব এলাকায় প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে, সেসব স্থানে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের শনাক্ত করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যেই বিষয়টি নিয়ে কাজ করছে।

এ সময় মাদক নিয়ন্ত্রণ ও অন্যান্য প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মাদক সংক্রান্ত এক প্রশ্নে তিনি বলেন, বিভিন্ন রুটে আমাদের দেশে মাদক প্রবেশ করছে কিন্তু এর পরিবর্তে চাল, সার ও ওষুধ চলে যাচ্ছে। শুধু কক্সবাজার ও চট্টগ্রাম রুটেই নয়, বরিশাল ও বরগুনার সমুদ্র নিকটবর্তী নৌ রুটেও চাল ও সার চলে যাচ্ছে। আরাকান আর্মি মাদকের ওপর ভিত্তি করে বেঁচে আছে। বর্তমানে মাদক প্রচুর পরিমাণে ধরা হচ্ছে। ফলে মাদকের দামও বেড়ে গেছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা কৃষকের সংকট নিয়েও কথা বলেন। তিনি বলেন, আলু চাষিরা ন্যায্যমূল্য পাচ্ছেন না। যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে ভবিষ্যতে তারা আলু চাষে আগ্রহ হারাতে পারেন। এর ফলে বাজারে আলুর দাম বাড়তে পারে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বাউফলে গলায় কলা আটকে শিশুর মৃত্যু

২৪ সেপ্টেম্বর থেকে পূজামণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের সময় : ০৩:২৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আসন্ন দুর্গাপূজায় কোনো ধরনের ঝুঁকি নেই। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় আগামী ২৪ সেপ্টেম্বর থেকে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) একটা সংগঠন সংবাদ সম্মেলন করে বলেছে এবার পূজা উদযাপনে ২৯টি জেলা ঝুঁকিপূর্ণ। সেই সব জেলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে কী নির্দেশনা দেওয়া হয়েছে- জানতে চাইলে উপদেষ্টা বলেন, কোন ২৯টি জেলা ঝুঁকিপূর্ণ?

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার দুর্গাপূজা উপলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে ৮০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে। পূজা যেহেতু ধর্মীয় অনুষ্ঠান সেহেতু আমাদের সবার সতর্ক থাকতে হবে। এবার এখন পর্যন্ত প্রতিমা ভাঙার সংখ্যা অনেক কম। বিভিন্ন এলাকায় প্রতিমা যারা ভেঙেছেন তাদের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হচ্ছে। আগামী ২৪ তারিখ থেকে পূজা উপলক্ষ্যে মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবে।

আমার কাছে আছে এবং এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে- জানাতেই তিনি বলেন, ‘তালিকাটা দিলে আমরা সেই ব্যবস্থা নেবো। আমার কাছে তো এই তথ্য দেয়নি। আমাদের কাছে যেগুলো ঝুঁকিপূর্ণ, আমরা তো সেগুলো পূজার আগে বলি। বাংলাদেশের সব জায়গায় এবার পূজা নির্বিঘ্নে হবে। কোনো জায়গা ওই রকম ঝুঁকিপূর্ণ নেই।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙার কিছু ঘটনা ঘটেছে। তবে এবছর এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, যেসব এলাকায় প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে, সেসব স্থানে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের শনাক্ত করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যেই বিষয়টি নিয়ে কাজ করছে।

এ সময় মাদক নিয়ন্ত্রণ ও অন্যান্য প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মাদক সংক্রান্ত এক প্রশ্নে তিনি বলেন, বিভিন্ন রুটে আমাদের দেশে মাদক প্রবেশ করছে কিন্তু এর পরিবর্তে চাল, সার ও ওষুধ চলে যাচ্ছে। শুধু কক্সবাজার ও চট্টগ্রাম রুটেই নয়, বরিশাল ও বরগুনার সমুদ্র নিকটবর্তী নৌ রুটেও চাল ও সার চলে যাচ্ছে। আরাকান আর্মি মাদকের ওপর ভিত্তি করে বেঁচে আছে। বর্তমানে মাদক প্রচুর পরিমাণে ধরা হচ্ছে। ফলে মাদকের দামও বেড়ে গেছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা কৃষকের সংকট নিয়েও কথা বলেন। তিনি বলেন, আলু চাষিরা ন্যায্যমূল্য পাচ্ছেন না। যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে ভবিষ্যতে তারা আলু চাষে আগ্রহ হারাতে পারেন। এর ফলে বাজারে আলুর দাম বাড়তে পারে।