Dhaka রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

২৪ ঘন্টায় করোনায় শনাক্ত ৬

নিজস্ব প্রতিবেদক :

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হিসেবে শনাক্তের হার দাঁড়িয়েছে দশমিক ৪০ শতাংশে। তবে এই সময়ে নতুন করে কারও মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা আগের মতো ২৯ হাজার ৪৪৫ জনে স্থির আছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. রাশেদা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৮৮৫টি পরীক্ষাগারে ১ হাজার ৪৮৫টি নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে ১ হাজার ৪৯২টি নমুনা পরীক্ষা করা হয়। এসব পরীক্ষায় ছয়জনের দেহে করোনা শনাক্ত হয়। সব মিলিয়ে নতুনদের নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৮৯৩ জনে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দাঁড়িয়েছে শতকরা দশমিক ৪০ ভাগ। এনিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩০ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪৫ ভাগ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ ভাগ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪২৬ জন। তাদের নিয়ে ভাইরাসটি থেকে সেরে ওঠা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৬ হাজার ২৮৩ জনে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সময়ের ব্যবধানে পৃথিবীজুড়ে মহামারিতে রূপ নেয়। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। শনাক্তের ১০ দিনের মাথায় ওই বছরের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরমধ্যে গত বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান। তবে দীর্ঘসময় ধরে রীতিমতো তাণ্ডব চালানোর পর করোনা এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

নাশকতা বা অগ্নিসংযোগের বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক পদক্ষেপ নেবে সরকার

২৪ ঘন্টায় করোনায় শনাক্ত ৬

প্রকাশের সময় : ০৮:৩২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক :

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হিসেবে শনাক্তের হার দাঁড়িয়েছে দশমিক ৪০ শতাংশে। তবে এই সময়ে নতুন করে কারও মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা আগের মতো ২৯ হাজার ৪৪৫ জনে স্থির আছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. রাশেদা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৮৮৫টি পরীক্ষাগারে ১ হাজার ৪৮৫টি নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে ১ হাজার ৪৯২টি নমুনা পরীক্ষা করা হয়। এসব পরীক্ষায় ছয়জনের দেহে করোনা শনাক্ত হয়। সব মিলিয়ে নতুনদের নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৮৯৩ জনে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দাঁড়িয়েছে শতকরা দশমিক ৪০ ভাগ। এনিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩০ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪৫ ভাগ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ ভাগ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪২৬ জন। তাদের নিয়ে ভাইরাসটি থেকে সেরে ওঠা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৬ হাজার ২৮৩ জনে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সময়ের ব্যবধানে পৃথিবীজুড়ে মহামারিতে রূপ নেয়। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। শনাক্তের ১০ দিনের মাথায় ওই বছরের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরমধ্যে গত বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান। তবে দীর্ঘসময় ধরে রীতিমতো তাণ্ডব চালানোর পর করোনা এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।