Dhaka সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

২১ বলে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:৫৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৯৩ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

ইতিহাস নতুন করে লিখলেন স্পেনের ৩৫ বছর বয়সী ক্রিকেটার আসজাদ বাট। মাত্র ২১ বলেই সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ক্রিকেটে এত কম বলে সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড নেই অন্য কোনো খেলোয়াড়ের।

ইউরোপিয়ান টি-টেন ক্রিকেট তো বটেই, প্রতিযোগিতামূল ক্রিকেটে এত কম বলে শতকের রেকর্ড নেই আর।

ইসিএস স্পেনের ৮৬তম ম্যাচটি ছিল সোহাল হসপিটালেটের সঙ্গে কাতালুনিয়া ড্রাগন্সের। বার্সোলোনার মন্টজুইক অলিম্পিক গ্রাউন্ডের এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ড্রাগন্স নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৫৫ রান তোলে। দলটির অধিনায়ক আদিল শাহ ওপেন করতে নেমে ২৮ বলে করেন ৭১ রান।

চার নম্বরে ব্যাট করতে নেমে আগ্রাসী হাফসেঞ্চুরি করেন সুফিয়ান ইলাহি। তিনি ৮টি ছক্কার সাহায্যে ২১ বলে ৫৭ রান করেন।

লক্ষ্য তাড়ায় ওপেন করতে নামা আসজাদ সব হিসেব উল্টে দেন। ২১ বলে সেঞ্চুরি করার পাশাপাশি ২৭ বলে ১২৮ করে অপরাজিত থাকেন এই ডানহাতি-ব্যাটার। এই রান করার পথে তিনি ১৮টি ছক্কা ও ৪টি চার হাঁকিয়েছেন। ইনিংসে তার স্ট্রাইকরেট ছিল ৪৭৪।

এর আগে দ্রুততম শতকের রেকর্ড ছিল মার্সটা সিসি’র হয়ে খেলা শের আলির। ২৫ বলে শতক হাঁকিয়েছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি দক্ষিণ আফ্রিকার সাবেক মারকুটে ব্যাটার এবিডি ভিলিয়ার্স। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে মাত্র ৩১ বলে শতক হাঁকিয়েছিলেন তিনি।

টি-টোয়েন্টিতে দ্রুততম শতক নেপালের কুশল মাল্লার। ৩৪ বলে শতরানের দেখা পেয়েছিলেন তিনি। টেস্টে এই কীর্তি নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও বর্তমানে ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালামের। ৫৪ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

২১ বলে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড

প্রকাশের সময় : ০৩:৫৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

ইতিহাস নতুন করে লিখলেন স্পেনের ৩৫ বছর বয়সী ক্রিকেটার আসজাদ বাট। মাত্র ২১ বলেই সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ক্রিকেটে এত কম বলে সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড নেই অন্য কোনো খেলোয়াড়ের।

ইউরোপিয়ান টি-টেন ক্রিকেট তো বটেই, প্রতিযোগিতামূল ক্রিকেটে এত কম বলে শতকের রেকর্ড নেই আর।

ইসিএস স্পেনের ৮৬তম ম্যাচটি ছিল সোহাল হসপিটালেটের সঙ্গে কাতালুনিয়া ড্রাগন্সের। বার্সোলোনার মন্টজুইক অলিম্পিক গ্রাউন্ডের এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ড্রাগন্স নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৫৫ রান তোলে। দলটির অধিনায়ক আদিল শাহ ওপেন করতে নেমে ২৮ বলে করেন ৭১ রান।

চার নম্বরে ব্যাট করতে নেমে আগ্রাসী হাফসেঞ্চুরি করেন সুফিয়ান ইলাহি। তিনি ৮টি ছক্কার সাহায্যে ২১ বলে ৫৭ রান করেন।

লক্ষ্য তাড়ায় ওপেন করতে নামা আসজাদ সব হিসেব উল্টে দেন। ২১ বলে সেঞ্চুরি করার পাশাপাশি ২৭ বলে ১২৮ করে অপরাজিত থাকেন এই ডানহাতি-ব্যাটার। এই রান করার পথে তিনি ১৮টি ছক্কা ও ৪টি চার হাঁকিয়েছেন। ইনিংসে তার স্ট্রাইকরেট ছিল ৪৭৪।

এর আগে দ্রুততম শতকের রেকর্ড ছিল মার্সটা সিসি’র হয়ে খেলা শের আলির। ২৫ বলে শতক হাঁকিয়েছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি দক্ষিণ আফ্রিকার সাবেক মারকুটে ব্যাটার এবিডি ভিলিয়ার্স। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে মাত্র ৩১ বলে শতক হাঁকিয়েছিলেন তিনি।

টি-টোয়েন্টিতে দ্রুততম শতক নেপালের কুশল মাল্লার। ৩৪ বলে শতরানের দেখা পেয়েছিলেন তিনি। টেস্টে এই কীর্তি নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও বর্তমানে ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালামের। ৫৪ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।