Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

২১ নভেম্বর স্মারকলিপি দিবে রিকসা-ভ্যান শ্রমিক লীগ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১২:৫২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০
  • ২০১ জন দেখেছেন

ফাইল ছবি

৫ দফা দাবী পূরণের লক্ষ্যে পূর্ব ঘোষিত কর্মসূচীর ধারাবাহিকতায় ১ অক্টোবর সকালে ২৫ বঙ্গবন্ধু এভিনিউতে সংবাদ সম্মেলন করে জাতীয় রিকসা-ভ্যান শ্রমিক লীগ। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইনসুর আলী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি মোঃ আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম।

লিখিত বক্তব্যে বলা হয় ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে বৈধ রিকসা-ভ্যানের সংখ্যা আছে মোট ৮৭৩৪০ টি। তার মধ্যে উত্তরে রিকসার লাইসেন্সের সংখ্যা ২৬৮১৯টি ও দক্ষিণে ৫২৭২৮টি সহ মোট রিকসা- ৭৯৫৪৭টি এবং উত্তরে ভ্যানের লাইসেন্সের সংখ্যা ১৯৩৩টি ও দক্ষিণে ৫৮৬০টি সহ মোট ভ্যান ৭৭৯৩টি।

এই বৈধ রিকসা-ভ্যানগুলো প্রতি বছর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে ট্যাক্স দিয়ে আসছে। কিন্তু অনুমোদনহীন ব্যাটারীচালিত ও পায়ে চালিত আনুমানিক তিন লক্ষাধিক রিকসা-ভ্যান অবৈধভাবে মহানগরীর বিভিন্ন এলাকায় চলাচল করে প্রতিনিয়ত রাজধানীতে যানজট ও দুর্ঘটনার সৃষ্টি করে চলছে। ব্যাটারী চালিত রিকসা নির্বিঘ্নে চলাচলের কারণে ঢাকা উত্তর-দক্ষিণ সিটি কর্পোরেশনের অনুমোদিত ও ট্যাক্স প্রদানকারী ৮৭৩৪০ টি রিকসা-ভ্যান দিনের পর দিন গ্যারেজে পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় আমাদের জরিপ অনুযায়ী প্রায় ১ লক্ষ ৫০ হাজার রিকসা চলাচল করছে। কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক অনুমোদিত রিকসার লাইসেন্সের সংখ্যা মাত্র ২৬ হাজার ৮১৯টি। পাশাপাশি অনুমোদন বিহীন বিদ্যুৎ অবচয়কারী ব্যাটারী চালিত রিকসা চলাচল করছে লক্ষাধিক।

আরও পড়ুন : ১২ অক্টোবর থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক পণ্যবাহী যানের

লিখিত বক্তব্যে আরো বলা হয়, গত ০৯ই সেপ্টম্বর ২০২০ইং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক বিভিন্ন দৈনিক পত্রিকায় অযান্ত্রিক যানবাহন নিবন্ধন সংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণের বিষয় উল্লেখ করায় জাতীয় রিকসা-ভ্যান শ্রমিক লীগের পক্ষ থেকে অভিনন্দন জানাই।

বিজ্ঞপ্তির আলোকে ফরম সংগ্রহ ও জমাদান প্রক্রিয়া শুরু হলেও অবৈধ রিকসা-ভ্যান উচ্ছেদ, ব্যাটারী চালিত রিকসা-ভ্যান আটক এই সেক্টরের চাঁদাবাজদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চোখে পড়ছে না। তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পক্ষ থেকে গত ২০০১ সালের ০৬ নভেম্বর এর ত্রি-পক্ষীয় চুক্তি বাস্তবায়নে এখনো কোন পদক্ষেপ গ্রহণ করে নাই।

সাংবাদিক সম্মেলনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় যানযট নিরসনকল্পে অবৈধ রিকসা নিয়ন্ত্রণ করার লক্ষে গত ০৬/১১/২০০১ইং তারিখের সমঝোতা চুক্তি মোতাবেক অবৈধ রিকসা উচ্ছেদ করে নতুন লাইসেন্স ইস্যু করা, অনুমোদন বিহীন ব্যাটারী চালিত রিকসা চলাচল বন্ধ ঘোষণা, রিকসা চালক লাইসেন্স ইস্যু করা, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সকল সড়কে বাইলেন স্থাপন করে রিকসা চলাচলের ব্যবস্থা করা এবং যাত্রীদের চলাচলের জন্য আলোচনার মাধ্যমে ভাড়ার চার্ট তৈরি করার দাবী জানানো হয়।

এই ৫ দফা দাবী ১৮ নভেম্বর ২০২০ইং এর মধ্যে বাস্তবায়ন না হলে আগামী ২১ নভেম্বর ২০২০ইং সকাল ১১ ঘটিকায় জাতীয় রিকসা-ভ্যান শ্রমিক লীগের উদ্যোগে মালিক-শ্রমিক জমায়েত ও জমায়েত শেষে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর স্বারকলিপি পেশ করার কর্মসূচী ঘোষণা করা হয়।

 

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

২১ নভেম্বর স্মারকলিপি দিবে রিকসা-ভ্যান শ্রমিক লীগ

প্রকাশের সময় : ১২:৫২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০

৫ দফা দাবী পূরণের লক্ষ্যে পূর্ব ঘোষিত কর্মসূচীর ধারাবাহিকতায় ১ অক্টোবর সকালে ২৫ বঙ্গবন্ধু এভিনিউতে সংবাদ সম্মেলন করে জাতীয় রিকসা-ভ্যান শ্রমিক লীগ। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইনসুর আলী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি মোঃ আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম।

লিখিত বক্তব্যে বলা হয় ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে বৈধ রিকসা-ভ্যানের সংখ্যা আছে মোট ৮৭৩৪০ টি। তার মধ্যে উত্তরে রিকসার লাইসেন্সের সংখ্যা ২৬৮১৯টি ও দক্ষিণে ৫২৭২৮টি সহ মোট রিকসা- ৭৯৫৪৭টি এবং উত্তরে ভ্যানের লাইসেন্সের সংখ্যা ১৯৩৩টি ও দক্ষিণে ৫৮৬০টি সহ মোট ভ্যান ৭৭৯৩টি।

এই বৈধ রিকসা-ভ্যানগুলো প্রতি বছর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে ট্যাক্স দিয়ে আসছে। কিন্তু অনুমোদনহীন ব্যাটারীচালিত ও পায়ে চালিত আনুমানিক তিন লক্ষাধিক রিকসা-ভ্যান অবৈধভাবে মহানগরীর বিভিন্ন এলাকায় চলাচল করে প্রতিনিয়ত রাজধানীতে যানজট ও দুর্ঘটনার সৃষ্টি করে চলছে। ব্যাটারী চালিত রিকসা নির্বিঘ্নে চলাচলের কারণে ঢাকা উত্তর-দক্ষিণ সিটি কর্পোরেশনের অনুমোদিত ও ট্যাক্স প্রদানকারী ৮৭৩৪০ টি রিকসা-ভ্যান দিনের পর দিন গ্যারেজে পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় আমাদের জরিপ অনুযায়ী প্রায় ১ লক্ষ ৫০ হাজার রিকসা চলাচল করছে। কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক অনুমোদিত রিকসার লাইসেন্সের সংখ্যা মাত্র ২৬ হাজার ৮১৯টি। পাশাপাশি অনুমোদন বিহীন বিদ্যুৎ অবচয়কারী ব্যাটারী চালিত রিকসা চলাচল করছে লক্ষাধিক।

আরও পড়ুন : ১২ অক্টোবর থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক পণ্যবাহী যানের

লিখিত বক্তব্যে আরো বলা হয়, গত ০৯ই সেপ্টম্বর ২০২০ইং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক বিভিন্ন দৈনিক পত্রিকায় অযান্ত্রিক যানবাহন নিবন্ধন সংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণের বিষয় উল্লেখ করায় জাতীয় রিকসা-ভ্যান শ্রমিক লীগের পক্ষ থেকে অভিনন্দন জানাই।

বিজ্ঞপ্তির আলোকে ফরম সংগ্রহ ও জমাদান প্রক্রিয়া শুরু হলেও অবৈধ রিকসা-ভ্যান উচ্ছেদ, ব্যাটারী চালিত রিকসা-ভ্যান আটক এই সেক্টরের চাঁদাবাজদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চোখে পড়ছে না। তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পক্ষ থেকে গত ২০০১ সালের ০৬ নভেম্বর এর ত্রি-পক্ষীয় চুক্তি বাস্তবায়নে এখনো কোন পদক্ষেপ গ্রহণ করে নাই।

সাংবাদিক সম্মেলনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় যানযট নিরসনকল্পে অবৈধ রিকসা নিয়ন্ত্রণ করার লক্ষে গত ০৬/১১/২০০১ইং তারিখের সমঝোতা চুক্তি মোতাবেক অবৈধ রিকসা উচ্ছেদ করে নতুন লাইসেন্স ইস্যু করা, অনুমোদন বিহীন ব্যাটারী চালিত রিকসা চলাচল বন্ধ ঘোষণা, রিকসা চালক লাইসেন্স ইস্যু করা, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সকল সড়কে বাইলেন স্থাপন করে রিকসা চলাচলের ব্যবস্থা করা এবং যাত্রীদের চলাচলের জন্য আলোচনার মাধ্যমে ভাড়ার চার্ট তৈরি করার দাবী জানানো হয়।

এই ৫ দফা দাবী ১৮ নভেম্বর ২০২০ইং এর মধ্যে বাস্তবায়ন না হলে আগামী ২১ নভেম্বর ২০২০ইং সকাল ১১ ঘটিকায় জাতীয় রিকসা-ভ্যান শ্রমিক লীগের উদ্যোগে মালিক-শ্রমিক জমায়েত ও জমায়েত শেষে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর স্বারকলিপি পেশ করার কর্মসূচী ঘোষণা করা হয়।