আন্তর্জাতিক ডেস্ক :
জার্মানির ৬২ বছর বয়সি এক ব্যক্তি করোনার ২১৭টি টিকা নিয়েছেন। কিনে ব্যক্তিগতভাবে তিনি এসব টিকা নিজের শরীরে প্রয়োগ করেন। এত বেশি টিকা নেওয়ার পরও বয়স্ক এ ব্যক্তি সুস্থ রয়েছেন।
জার্নাল দ্য ল্যানসেটের এক প্রবন্ধের বরাতে বিবিসি এসব তথ্য জানিয়েছে।
জার্মানির নুরেমবার্গের এরলাগেন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আলোচিত এ ব্যক্তির শরীরে নানা পরীক্ষানিরীক্ষা চালিয়েছেন। তারা বলছেন, এত টিকা নেওয়ার পরও ওই ব্যক্তির কোনো সমস্যা হয়নি। এটা কিছুটা অবাক করার মতো বিষয়।
এরলাগেন বিশ্ববিদ্যালয়ের জীবাণুবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কিলিয়ান শোবের বলেন, ‘এক ব্যক্তির ২১৭টি টিকা নেওয়ার বিষয়টি আমরা সর্বপ্রথম একটি পত্রিকার প্রবন্ধ থেকে জানতে পারি। এরপর আমরা ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করি। বিভিন্ন পরীক্ষার জন্য তাকে রক্ত দিতে বলি। তিনি সহজে রাজি হন। পরীক্ষায় তার তেমন কোনো সমস্যা ধরা পড়েনি।’
আলোচিত ওই ব্যক্তির নাম গোপনীয়তার স্বার্থে প্রকাশ করা হয়নি। তিনি কেনই বা এত টিকা নিতে গেলেন তা-ও জানা যায়নি।
তবে এ ব্যক্তি এত টিকা কীভাবে সংগ্রহ করলেন, খতিয়ে দেখছে জার্মানির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা ইতোমধ্যে ১৩০টি টিকা সংগ্রহের তথ্য জানতে পেরেছে।
করোনার টিকা ভাইরাসের বিরুদ্ধে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এমআরএনএ প্রযুক্তির এ টিকা সাধারণত তিনটি দেওয়ার জন্য পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। কালশিটে পড়াসহ এ টিকার কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে।