Dhaka বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

২০ বছরের পুরনো যানবাহন সরাতে অভিযান শিগগিরই : বিআরটিএ চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক : 

সড়কে শৃঙ্খলা ফেরাতে শিগগিরই পুরোনো, ফিটনেসবিহীন যানবাহন সরাতে অভিযান শুরু হবে বলে জানিয়েছেন বিআরটিএর চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

বুধবার (১৬ জুলাই) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ‘জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে লিফলেট বিতরণে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে সড়কে প্রাণ ঝরছে। এ কারণে ২০ বছরের পুরোনো বাস এবং ট্রাক উঠিয়ে দেওয়ার বিকল্প নেই। এগুলোকে রাস্তায় রেখে আমরা সড়ক নিরাপদ করতে পারব না। এ কারণে মালিক-শ্রমিক কমিটিসহ সবাইকে সঙ্গে নিয়ে আমরা যুগপৎ আন্দোলনে নামছি।

তবে সরকারের একক প্রচেষ্টায় যে এ লক্ষ্য পূরণ সম্ভব নয়, সে কথা তুলে ধরে আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, এটা একদিনে সম্ভব নয়, আমরা কাজটা অন্তত শুরু করেছি। অভিযান কবে শুরু হবে সেটা এখনই না বলি, আপনারা খুব শিগগিরই দেখতে পাবেন।

বিআরটিএ চেয়ারম্যান বলেন, মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ছাড়াও, সড়কে শৃঙ্খলা এবং নিরাপত্তা ফিরিয়ে আনতে কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে। আর এটি একার পক্ষে সম্ভব নয় সংশ্লিষ্ট সবাইকে এক হয়ে এই কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে হবে।

পুরোনো বাস তুলে দেওয়ার উদ্যোগ নিলে মালিক সমিতির পক্ষ থেকে বাধা আসে, এবারও সেরকম কিছু হলে বিআরটিএ কী করবে?

এমন প্রশ্নে চেয়ারম্যান বলেন, আপনারা জেনে খুশি হবেন যে এই কার্যক্রমের সঙ্গে মালিক ও শ্রমিক সমিতির নেতাদেরও সঙ্গে রেখেছি।
এ সময় মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের চালক, শ্রমিক এবং যাত্রীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন বিআরটিএর চেয়ারম্যান।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম, বিআরটিএর পরিচালক (রোড সেফটি) মোহাম্মদ শহীদুল্লাহ এবং ঢাকা বিভাগীয় পরিচালক শফিকুজ্জামান ভূঁইয়াসহ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সাবেক মন্ত্রী দস্তগীরের ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ

২০ বছরের পুরনো যানবাহন সরাতে অভিযান শিগগিরই : বিআরটিএ চেয়ারম্যান

প্রকাশের সময় : ০১:৫২:১৭ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

সড়কে শৃঙ্খলা ফেরাতে শিগগিরই পুরোনো, ফিটনেসবিহীন যানবাহন সরাতে অভিযান শুরু হবে বলে জানিয়েছেন বিআরটিএর চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

বুধবার (১৬ জুলাই) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ‘জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে লিফলেট বিতরণে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে সড়কে প্রাণ ঝরছে। এ কারণে ২০ বছরের পুরোনো বাস এবং ট্রাক উঠিয়ে দেওয়ার বিকল্প নেই। এগুলোকে রাস্তায় রেখে আমরা সড়ক নিরাপদ করতে পারব না। এ কারণে মালিক-শ্রমিক কমিটিসহ সবাইকে সঙ্গে নিয়ে আমরা যুগপৎ আন্দোলনে নামছি।

তবে সরকারের একক প্রচেষ্টায় যে এ লক্ষ্য পূরণ সম্ভব নয়, সে কথা তুলে ধরে আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, এটা একদিনে সম্ভব নয়, আমরা কাজটা অন্তত শুরু করেছি। অভিযান কবে শুরু হবে সেটা এখনই না বলি, আপনারা খুব শিগগিরই দেখতে পাবেন।

বিআরটিএ চেয়ারম্যান বলেন, মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ছাড়াও, সড়কে শৃঙ্খলা এবং নিরাপত্তা ফিরিয়ে আনতে কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে। আর এটি একার পক্ষে সম্ভব নয় সংশ্লিষ্ট সবাইকে এক হয়ে এই কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে হবে।

পুরোনো বাস তুলে দেওয়ার উদ্যোগ নিলে মালিক সমিতির পক্ষ থেকে বাধা আসে, এবারও সেরকম কিছু হলে বিআরটিএ কী করবে?

এমন প্রশ্নে চেয়ারম্যান বলেন, আপনারা জেনে খুশি হবেন যে এই কার্যক্রমের সঙ্গে মালিক ও শ্রমিক সমিতির নেতাদেরও সঙ্গে রেখেছি।
এ সময় মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের চালক, শ্রমিক এবং যাত্রীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন বিআরটিএর চেয়ারম্যান।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম, বিআরটিএর পরিচালক (রোড সেফটি) মোহাম্মদ শহীদুল্লাহ এবং ঢাকা বিভাগীয় পরিচালক শফিকুজ্জামান ভূঁইয়াসহ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।