Dhaka রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

১৮ বছরের সংসার ভাঙছে অভিনেতা ফারদিনের

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:৪৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
  • ১৯৮ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

বলিউড অভিনেতা ফারদিন খানের সংসার ভেঙে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। স্ত্রী নাতাশা মাধবনীর সঙ্গে তার দাম্পত্যে ফাটল ধরেছে বলে বিভিন্ন মাধ্যমে খবর এমনটাই বলছে। তারা বিবাহবিচ্ছেদের দিকে এগোচ্ছেন বলে জোর গুঞ্জন বলিউডজুড়ে।

টাইম অব ইন্ডিয়াকে একটি সূত্র বলেন, এক বছরের বেশি সময় ধরে আলাদা থাকছেন ফারদিন খান ও নাতাশা। দুজনের মধ্যে সমস্যা তৈরি হওয়ার পর তা সামাল দিতে পারেননি। এখন আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

নাতাশা দুই সন্তানকে নিয়ে লন্ডনে রয়েছেন। ফারদিন মায়ের সঙ্গে রয়েছেন মুম্বাইয়েই। তবে ফারদিন এবং নাতাশা বিষয়টি নিয়ে মুখ খোলেননি যদিও। পারস্পরিক সম্মতিতেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন ফারদিন এবং নাতাশা।

২০০৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ফারদিন এবং নাতাশা। তাদের দুই সন্তান রয়েছে, কন্য়া দিয়ানি এবং পুত্র আজারিয়াস। দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য তাদের। ফারদিনের ক্যারিয়ারে মন্দা এলেও, নাতাশার সঙ্গে তার সম্পর্কে ফাটল ধরেনি।

বরং বলিউডের ‘দ্য ইট’ কাপল বলা হতো তাদের। সঙ্কটে স্ত্রীকে স্তম্ভের মতো পাশে পেয়েছেন বলেও একাধিকবার জানান ফারদিন।

কিন্তু ফারদিন এবং নাতাশার বিবাহবিচ্ছেদের খবরেই এখন সরগরম বলিউড। একটি ভারতীয় সংবাদমাধ্যম বিষয়টি সামনে এনেছে। শোনা যাচ্ছে, গত এক বছর ধরে আলাদা থাকছেন ফারদিন এবং নাতাশা।

বেশ কিছু দিন ধরেই বনিবনা হচ্ছিল না ফারদিন এবং নাতাশার। বিয়ে টিকিয়ে রাখার চেষ্টাও করেছিলেন তারা। কিন্তু কিছুতেই সুরাহা হয়নি। তাই পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

এক বছর ধরেই আলাদা থাকছিলেন দুজনে। এবার আইনি প্রক্রিয়ার দিকে এগোচ্ছেন তারা। তবে বিষয়টি ব্যক্তিগত স্তরেই রাখতে চান ফারদিন এবং নাতাশা।

বলিউড অভিনেতা ফিরোজ খানের ছেলে ফারদিন। অভিনেত্রী মুমতাজের মেয়ে নাতাশা। কৈশোর থেকেই তাদের চেনাশোনা বলে জানা যায়। ২০০৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

২০১৩ সালে মেয়ে দিয়ানির জন্ম। ছেলে আজারিয়াসের জন্ম ২০১৭ সালে। ফারদিনের ক্যারিয়ারে মন্দা এলেও, সুখের সংসার ছিল তাদের।

চলচ্চিত্রে ফারদিনের পথচলা শুরু হয়েছিল ১৯৯৮ সালে। সে বছর ‘প্রেম আগন’ছবির মাধ্যমে এ যাত্রা শুরু হয় তার। এরপর ‘ফিদা’, ‘প্যায়ার তুনে কেয়া কিয়া’, ‘নো এন্ট্রি’সহ একাধিক ছবিতে কাজ করেন এ অভিনেতা।

২০১০ সালে শেষ বার, বড়পর্দায় দেখা গিয়েছিল ফারদিনকে। ‘দুলহা মিল গয়া’ সিনেমায় তিনি দারুণ অভিনয় করেছিলেন। তারপর অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন তিনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

১৫ বছর যে বিএনপির জন্য লড়াই করলাম, তারাই এখন ধাক্কা দেয় : রুমিন ফারহানা

১৮ বছরের সংসার ভাঙছে অভিনেতা ফারদিনের

প্রকাশের সময় : ০৬:৪৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩

বিনোদন ডেস্ক : 

বলিউড অভিনেতা ফারদিন খানের সংসার ভেঙে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। স্ত্রী নাতাশা মাধবনীর সঙ্গে তার দাম্পত্যে ফাটল ধরেছে বলে বিভিন্ন মাধ্যমে খবর এমনটাই বলছে। তারা বিবাহবিচ্ছেদের দিকে এগোচ্ছেন বলে জোর গুঞ্জন বলিউডজুড়ে।

টাইম অব ইন্ডিয়াকে একটি সূত্র বলেন, এক বছরের বেশি সময় ধরে আলাদা থাকছেন ফারদিন খান ও নাতাশা। দুজনের মধ্যে সমস্যা তৈরি হওয়ার পর তা সামাল দিতে পারেননি। এখন আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

নাতাশা দুই সন্তানকে নিয়ে লন্ডনে রয়েছেন। ফারদিন মায়ের সঙ্গে রয়েছেন মুম্বাইয়েই। তবে ফারদিন এবং নাতাশা বিষয়টি নিয়ে মুখ খোলেননি যদিও। পারস্পরিক সম্মতিতেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন ফারদিন এবং নাতাশা।

২০০৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ফারদিন এবং নাতাশা। তাদের দুই সন্তান রয়েছে, কন্য়া দিয়ানি এবং পুত্র আজারিয়াস। দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য তাদের। ফারদিনের ক্যারিয়ারে মন্দা এলেও, নাতাশার সঙ্গে তার সম্পর্কে ফাটল ধরেনি।

বরং বলিউডের ‘দ্য ইট’ কাপল বলা হতো তাদের। সঙ্কটে স্ত্রীকে স্তম্ভের মতো পাশে পেয়েছেন বলেও একাধিকবার জানান ফারদিন।

কিন্তু ফারদিন এবং নাতাশার বিবাহবিচ্ছেদের খবরেই এখন সরগরম বলিউড। একটি ভারতীয় সংবাদমাধ্যম বিষয়টি সামনে এনেছে। শোনা যাচ্ছে, গত এক বছর ধরে আলাদা থাকছেন ফারদিন এবং নাতাশা।

বেশ কিছু দিন ধরেই বনিবনা হচ্ছিল না ফারদিন এবং নাতাশার। বিয়ে টিকিয়ে রাখার চেষ্টাও করেছিলেন তারা। কিন্তু কিছুতেই সুরাহা হয়নি। তাই পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

এক বছর ধরেই আলাদা থাকছিলেন দুজনে। এবার আইনি প্রক্রিয়ার দিকে এগোচ্ছেন তারা। তবে বিষয়টি ব্যক্তিগত স্তরেই রাখতে চান ফারদিন এবং নাতাশা।

বলিউড অভিনেতা ফিরোজ খানের ছেলে ফারদিন। অভিনেত্রী মুমতাজের মেয়ে নাতাশা। কৈশোর থেকেই তাদের চেনাশোনা বলে জানা যায়। ২০০৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

২০১৩ সালে মেয়ে দিয়ানির জন্ম। ছেলে আজারিয়াসের জন্ম ২০১৭ সালে। ফারদিনের ক্যারিয়ারে মন্দা এলেও, সুখের সংসার ছিল তাদের।

চলচ্চিত্রে ফারদিনের পথচলা শুরু হয়েছিল ১৯৯৮ সালে। সে বছর ‘প্রেম আগন’ছবির মাধ্যমে এ যাত্রা শুরু হয় তার। এরপর ‘ফিদা’, ‘প্যায়ার তুনে কেয়া কিয়া’, ‘নো এন্ট্রি’সহ একাধিক ছবিতে কাজ করেন এ অভিনেতা।

২০১০ সালে শেষ বার, বড়পর্দায় দেখা গিয়েছিল ফারদিনকে। ‘দুলহা মিল গয়া’ সিনেমায় তিনি দারুণ অভিনয় করেছিলেন। তারপর অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন তিনি।