Dhaka মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

১৮০ কিমি গতিতে চুরমার হলো গাড়ি, অক্ষত অভিনেতা!

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:২৮:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • ২২৫ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা অজিত কুমার। কয়েক দিন পরই অনুষ্ঠিত হবে ‘দুবাই ২৪ আওয়ার রেস’। এতে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন অজিত। মঙ্গলবার (৭ জানুয়ারি) অনুশীলন করতে গিয়ে তার গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে; চুরমার হয়ে গেছে তার গাড়িটি।

জানা গেছে, ঘণ্টায় ১৮০ কিমি বেগে তিনি গাড়ি চালাচ্ছিলেন। অভিনেতার ম্যানেজার সুরেশ চন্দ্র গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, দুর্ঘটনা হলেও অভিনেতা অক্ষতই রয়েছেন।

অজিত কুমারের মুখপাত্র সুরেশ চন্দ্র বলেন, আগামী ১১ জানুয়ারি রেস অনুষ্ঠিত হবে। এতে অংশ নেওয়ার আগে ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করছেন অজিত। প্রথম সেশনে তার গাড়িটি বাউন্ডারিতে গিয়ে আঘাত করে। এতে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আজ আবারো অনুশীলন শুরু করবেন অজিত।

দুবাইয়ের ২৪ ঘণ্টার রেসিং প্রতিযোগিতা ২৪এইচ দুবাই ২০২৫-এ যোগ দিতে সেখানে গিয়েছেন অজিত। প্রথমবার তার রেসিং দল নিয়ে যোগ দিতে এসেছেন এই প্রতিযোগিতায়। আর তারই অনুশীলন চলছিল। এই প্রতিযোগিতার নিয়ম হল, ২৪ ঘণ্টা রিলে রেস। প্রত্যেক চালককে ৬ ঘণ্টা করে গাড়ি চালাতে হবে। সেইমতো এদিন অজিত অনুশীলন করছিলেন। কিন্তু তার অনুশীলন শেষ হওয়ার ঠিক আগে আচমকাই বিপুল বেগে চলতে থাকা গাড়িটি গিয়ে ধাক্কা মারে পথের ধারে।

ভাইরাল হয়েছে সেই ভিডিও। তাতে দেখা যাচ্ছে, কীভাবে ধাক্কা খেয়ে সাতবার দ্রুতবেগে পাক খেতে শুরু করেছে গাড়িটি। পরে অজিতকে বের করে দ্রুত হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

তামিল চলচ্চিত্রে অভিনয় করেন অজিত। তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণসহ মোট ২২টি পুরস্কার পেয়েছেন। চলচ্চিত্রের পাশাপাশি রেসিং কার ও বাইক চালানোও তার প্যাশন। মুম্বাই, চেন্নাই, দিল্লিতে বহু রেসিং প্রতিযোগিতায় তাকে অংশ নিতে দেখা গিয়েছে। জার্মানি এবং মালেয়েশিয়াসহ বিভিন্ন দেশেও রেস প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তিনি।

অজিত কুমার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘থুনিভা’। ২০২৩ সালের ১১ জানুয়ারি মুক্তি পায় এটি। এতে অজিতের বিপরীতে অভিনয় করেন মঞ্জু ওয়ারিয়ার। অজিতের পরবর্তী সিনেমা ‘বিদা মুইয়াচি’। তামিল ভাষার এ সিনেমায় তৃষা কৃষ্ণানের সঙ্গে অর্ধ যুগের বেশি সময় পর জুটি বেঁধে অভিনয় করছেন অজিত। এটি পরিচালনা করছেন মাগের থিরুমেনি। তা ছাড়াও তামিল ভাষার ‘গুড ব্যাড আগলি’ সিনেমায় দেখা যাবে তাকে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

১৮০ কিমি গতিতে চুরমার হলো গাড়ি, অক্ষত অভিনেতা!

প্রকাশের সময় : ০৪:২৮:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

বিনোদন ডেস্ক : 

দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা অজিত কুমার। কয়েক দিন পরই অনুষ্ঠিত হবে ‘দুবাই ২৪ আওয়ার রেস’। এতে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন অজিত। মঙ্গলবার (৭ জানুয়ারি) অনুশীলন করতে গিয়ে তার গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে; চুরমার হয়ে গেছে তার গাড়িটি।

জানা গেছে, ঘণ্টায় ১৮০ কিমি বেগে তিনি গাড়ি চালাচ্ছিলেন। অভিনেতার ম্যানেজার সুরেশ চন্দ্র গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, দুর্ঘটনা হলেও অভিনেতা অক্ষতই রয়েছেন।

অজিত কুমারের মুখপাত্র সুরেশ চন্দ্র বলেন, আগামী ১১ জানুয়ারি রেস অনুষ্ঠিত হবে। এতে অংশ নেওয়ার আগে ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করছেন অজিত। প্রথম সেশনে তার গাড়িটি বাউন্ডারিতে গিয়ে আঘাত করে। এতে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আজ আবারো অনুশীলন শুরু করবেন অজিত।

দুবাইয়ের ২৪ ঘণ্টার রেসিং প্রতিযোগিতা ২৪এইচ দুবাই ২০২৫-এ যোগ দিতে সেখানে গিয়েছেন অজিত। প্রথমবার তার রেসিং দল নিয়ে যোগ দিতে এসেছেন এই প্রতিযোগিতায়। আর তারই অনুশীলন চলছিল। এই প্রতিযোগিতার নিয়ম হল, ২৪ ঘণ্টা রিলে রেস। প্রত্যেক চালককে ৬ ঘণ্টা করে গাড়ি চালাতে হবে। সেইমতো এদিন অজিত অনুশীলন করছিলেন। কিন্তু তার অনুশীলন শেষ হওয়ার ঠিক আগে আচমকাই বিপুল বেগে চলতে থাকা গাড়িটি গিয়ে ধাক্কা মারে পথের ধারে।

ভাইরাল হয়েছে সেই ভিডিও। তাতে দেখা যাচ্ছে, কীভাবে ধাক্কা খেয়ে সাতবার দ্রুতবেগে পাক খেতে শুরু করেছে গাড়িটি। পরে অজিতকে বের করে দ্রুত হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

তামিল চলচ্চিত্রে অভিনয় করেন অজিত। তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণসহ মোট ২২টি পুরস্কার পেয়েছেন। চলচ্চিত্রের পাশাপাশি রেসিং কার ও বাইক চালানোও তার প্যাশন। মুম্বাই, চেন্নাই, দিল্লিতে বহু রেসিং প্রতিযোগিতায় তাকে অংশ নিতে দেখা গিয়েছে। জার্মানি এবং মালেয়েশিয়াসহ বিভিন্ন দেশেও রেস প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তিনি।

অজিত কুমার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘থুনিভা’। ২০২৩ সালের ১১ জানুয়ারি মুক্তি পায় এটি। এতে অজিতের বিপরীতে অভিনয় করেন মঞ্জু ওয়ারিয়ার। অজিতের পরবর্তী সিনেমা ‘বিদা মুইয়াচি’। তামিল ভাষার এ সিনেমায় তৃষা কৃষ্ণানের সঙ্গে অর্ধ যুগের বেশি সময় পর জুটি বেঁধে অভিনয় করছেন অজিত। এটি পরিচালনা করছেন মাগের থিরুমেনি। তা ছাড়াও তামিল ভাষার ‘গুড ব্যাড আগলি’ সিনেমায় দেখা যাবে তাকে।