Dhaka শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

১৭ বছর বয়সে মা হয়েছিলেন রানি!

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:১৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
  • ২৪৫ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

আমির খানের সঙ্গে গুলাম সিনেমা করার পরও সেই সময় তেমনভাবে নজর কাড়তে পারেননি অভিনেত্রী রানি মুখার্জি। বরং যতটা জনপ্রিয়তা করণ জোহরের ‘কুছ কুছ হোতা হ্যায়’ থেকে পেয়েছেন তিনি। ক্যারিয়ারের শুরুতে তা কিন্তু অন্য কোনো সিনেমায় দিতে পারেনি তাকে।

তাই তো নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্রেক ‘কুছ কুছ হোতা হ্যায়’ নিয়ে কথা বলতে গিয়ে এখনও নার্ভাস হয়ে পড়েন রানি। এই যেমন একটি সাক্ষাৎকারের ভিডিও হুট করেই ভাইরাল হয়েছে, যেখানে তিনি ফাঁস করলেন ‘কুছ কুছ হোতা হ্যায়’ নিয়ে গোপন তথ্য। ক্যারিয়ার মাত্র শুরু হয় তখনই মায়ের চরিত্রে অভিনয় করেন রানি। তখন তার বয়স ছিল ১৭ বছর।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে জানানো হয়, সেই সাক্ষাৎকারে রানি বলেন, যখন আমি ‘কুছ কুছ হোতা হ্যায়’ করেছিলাম, তখন আমার বয়স ছিল ১৭ বছর। এত অল্প বয়সে মায়ের চরিত্রে অভিনয় করার সময় খুব নার্ভাস লেগেছিল। তাও ভাগ্যিস পরে টিনা চরিত্রটির মৃত্যু হয়। না হলে পুরো সিনেমা জুড়ে মা হয়ে ঘুরতে হত।

২০১৪ সালে প্রযোজক আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানি। ২০১৫ সালে জন্ম হয় তাদের মেয়ে আদিরার। মেয়ে হওয়ার আগে থেকেই সিনেমার পর্দা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। মেয়ে একটু বড় হতেই আবারও পর্দায় ফিরেছেন অভিনেত্রী।

সবশেষ রানি মুখোপাধ্যায়কে দেখা গেছে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে। এতে এক লড়াকু মায়ের চরিত্রে অভিনয় করেন তিনি। যে তার সন্তানদের ফিরে পেতে নরওয়ে সরকারের বিরুদ্ধে একপ্রকার যুদ্ধে নামেন। ছবিতে রানির বিপরীতে দেখা যায় কলকাতার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

১২ ঘণ্টার ব্যবধানে আবারো বাড়ল সোনার দাম

১৭ বছর বয়সে মা হয়েছিলেন রানি!

প্রকাশের সময় : ০২:১৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩

বিনোদন ডেস্ক : 

আমির খানের সঙ্গে গুলাম সিনেমা করার পরও সেই সময় তেমনভাবে নজর কাড়তে পারেননি অভিনেত্রী রানি মুখার্জি। বরং যতটা জনপ্রিয়তা করণ জোহরের ‘কুছ কুছ হোতা হ্যায়’ থেকে পেয়েছেন তিনি। ক্যারিয়ারের শুরুতে তা কিন্তু অন্য কোনো সিনেমায় দিতে পারেনি তাকে।

তাই তো নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্রেক ‘কুছ কুছ হোতা হ্যায়’ নিয়ে কথা বলতে গিয়ে এখনও নার্ভাস হয়ে পড়েন রানি। এই যেমন একটি সাক্ষাৎকারের ভিডিও হুট করেই ভাইরাল হয়েছে, যেখানে তিনি ফাঁস করলেন ‘কুছ কুছ হোতা হ্যায়’ নিয়ে গোপন তথ্য। ক্যারিয়ার মাত্র শুরু হয় তখনই মায়ের চরিত্রে অভিনয় করেন রানি। তখন তার বয়স ছিল ১৭ বছর।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে জানানো হয়, সেই সাক্ষাৎকারে রানি বলেন, যখন আমি ‘কুছ কুছ হোতা হ্যায়’ করেছিলাম, তখন আমার বয়স ছিল ১৭ বছর। এত অল্প বয়সে মায়ের চরিত্রে অভিনয় করার সময় খুব নার্ভাস লেগেছিল। তাও ভাগ্যিস পরে টিনা চরিত্রটির মৃত্যু হয়। না হলে পুরো সিনেমা জুড়ে মা হয়ে ঘুরতে হত।

২০১৪ সালে প্রযোজক আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানি। ২০১৫ সালে জন্ম হয় তাদের মেয়ে আদিরার। মেয়ে হওয়ার আগে থেকেই সিনেমার পর্দা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। মেয়ে একটু বড় হতেই আবারও পর্দায় ফিরেছেন অভিনেত্রী।

সবশেষ রানি মুখোপাধ্যায়কে দেখা গেছে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে। এতে এক লড়াকু মায়ের চরিত্রে অভিনয় করেন তিনি। যে তার সন্তানদের ফিরে পেতে নরওয়ে সরকারের বিরুদ্ধে একপ্রকার যুদ্ধে নামেন। ছবিতে রানির বিপরীতে দেখা যায় কলকাতার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে।