স্পোর্টস ডেস্ক :
দীনেশ কার্তিক ক্রিকেটের সঙ্গে নেই বেশ অনেকটা সময় ধরেই। পুরোদমে ব্যস্ত ধারাভাষ্যকার হিসেবে। কিন্তু আইপিএলে ঠিকই ব্যাট আর গ্লাভস হাতে নেমেছেন। নিজের চিরায়ত আক্রমণাত্মক ধাঁচের ব্যাটিংও উপহার দিয়েছেন। তবে ইঙ্গিত ছিল পরিস্কার। আইপিএলের এবারের আসরের পর ক্রিকেটকে পুরোদমে বিদায় জানাবেন কার্তিক। গতকাল বুধবার হয়ে গেল সেটাও।
রাজস্থান রয়্যালসের কাছে হারের দিনে নিশ্চিত হয়েছে ১৭ বছরের ক্যারিয়ার শেষ করছেন দীনেশ কার্তিক। এলিমিনেটরে হেরে আরও একটা মৌসুম হতাশায় শেষ করেছে আরসিবি। তাতেই বিদায় নিশ্চিত হয়েছে এই উইকেটরক্ষক-ব্যাটারের। অবশ্য ঘোষণাটা কার্তিক নিজে দেননি। স্টার স্পোর্টসের ব্রডকাস্টাররা নিশ্চিত করেছে এটিই ছিল পেশাদার ক্রিকেটে তার শেষ ম্যাচ।
অবশ্য পুরো আসরের পারফরম্যান্স বিবেচনায় বেশ ভালো সময় পার করেছেন অভিজ্ঞ এই ব্যাটার। ১৩ ইনিংসে ব্যাটিং করতে নেমে ৩২৬ রান সংগ্রহ করেন। দুটি হাফ-সেঞ্চুরি আসে তার ব্যাটে। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৮৩ রানের। ১৮৭.৩৫ স্ট্রাইক-রেটে রান করেছেন। ২৭টি চারের সঙ্গে মারেন ২২টি ছক্কা।
এরআগে ২০০৪ সালের অক্টোবর মাসে ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছিলেন এই ৩৮ বছর বয়সী কার্তিক। ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল ছাড়াও, খেলেছেন রঞ্জি খেলেছেন তামিলনাড়ুর হয়ে। এছাড়াও ঢাকার আবাহনী লিমিটেড, আইপিএল-এর দিল্লি ডেয়ারডেভিলস, মুম্বাই ইন্ডিয়ান্স, কিংস ইলেভেন পঞ্জাব, কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে চুটিয়ে খেলেছেন দীনেশ কার্তিক। সেইসঙ্গে জাতীয় দলের জার্সি গায়েও জাত চিনিয়েছেন এই ডানহাতি ব্যাটার।
টেস্ট, টি-টোয়েন্টি এবং ওয়ানডে মিলিয়ে সব ফরম্যাটেই বেশ স্বচ্ছন্দ ছিলেন কার্তিক। নিজের জীবনের প্রথম টেস্ট ম্যাচটি তিনি খেলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আর শেষ ম্যাচটি খেলেন ইংল্যান্ডের বিরুদ্ধে। দীনেশ কার্তিক তার নিজের ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক একদিনের ম্যাচটি খেলতে নামেন সেই ব্রিটিশদের বিরুদ্ধেই। আর শেষ ম্যাচটি খেলেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
সব ফরম্যাট মিলিয়ে দিনেশ কার্তিক সংগ্রহ করেন মোট ৮৩০৫ রান। উইকেটরক্ষক হিসেবে ৯০০-র বেশি ক্যাচ নিয়েছেন ডিকে। ষ্ট্যাম্পও করেছেন প্রায় ১৮০টি। বিদায় বেলায় সতীর্থদের তরফ থেকে গার্ড অফ অনার নিয়েই ড্রেসিংরুমের দিকে হাঁটা দেন তিনি। আর বিরাট কোহলির আলিঙ্গনে কিছুটা আবেগপ্রবণও হতে দেখা যায় ভারতের এই অন্যতম উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিককে।
সবমিলিয়ে আইপিএল ক্যারিয়ারে ১৭ বছরে ২৫৭ ম্যাচ খেলেছেন কার্তিক। ২২টি হাফ সেঞ্চুরিতে চার হাজার ৮৪২ রান এসেছে তার ব্যাটে।