Dhaka মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

১২ ঘণ্টা পর দক্ষিণাঞ্চলের রেল চলাচল স্বাভাবিক

ফরিদপুর জেলা প্রতিনিধি : 

ফরিদপুরের ভাঙ্গায় পয়েন্টম্যানের ভুলে ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতির ঘটনায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের সব রুটে রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (১০ মে) সকাল ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগি ভাঙ্গা জংশন এলাকায় লাইনচ্যুতের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে নজরুল ইসলাম নামে এক পয়েন্টস ম্যানকে সামায়িক করা হয়েছে। ঘটনা তদন্তে গঠিত হয়েছে কমিটি।

ভাঙ্গা জংশনের সহকারী রেল স্টেশন মাস্টার সুমন বাড়ে জানান, শুক্রবার রাতে ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেসটি ভাঙ্গা রেল জংশনে লাইনচ্যুত হওয়ার পর তা শনিবার ভোরে উদ্ধার করা হয়। এরপর সকালে দুর্ঘটনা কবলিত জাহানাবাদ এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, নকশিকাঁথা ট্রেনটি নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ভাঙ্গা রেল জংশন অতিক্রম করেছে।

ভাঙ্গা বামনকান্দা রেল ফাঁড়ির ইনচার্জ খায়রুজ্জামান সিকদার বলেন, ট্রেন লাইনচ্যুত হওয়ার পর যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। কিছু যাত্রী রাতেই সড়ক পথে তাদের গন্তব্যে রওনা দেয়। ট্রেনটি উদ্ধারের পর শনিবার সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ রেলওয়ের পাকশী অঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন জানান, ভাঙ্গার রেলওয়ে জংশনে জাহানাবাদ এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় পাকশী এবং খুলনা থেকে দুটি রেলওয়ের ক্রেন গাড়ি আনা হয়েছে। দুটি গাড়ির কাজ শেষে লাইন ক্লিয়ার করা হয়েছে। সকাল ৯ টা ২৩ মিনিট থেকে গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে। জাহানাবাদ এক্সপ্রেস লাইনচ্যুতির ব্যাপারে তদন্ত চলছে। পয়েন্টম্যান নজরুল ইসলামের ভুলের কারণে এই দুর্ঘটনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সিগন্যাল পরিবর্তন করেছে। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে এবং তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এর আগে শুক্রবার রাত ৯টার দিকে ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগি ভাঙ্গা জংশন এলাকায় লাইনচ্যুত হয়। এতে হতাহতের ঘটনা ঘটেনি। তবে ঢাকা-খুলনা, বেনাপোল ও রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল প্রায় ১২ ঘণ্টা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

১২ ঘণ্টা পর দক্ষিণাঞ্চলের রেল চলাচল স্বাভাবিক

প্রকাশের সময় : ০১:১৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

ফরিদপুর জেলা প্রতিনিধি : 

ফরিদপুরের ভাঙ্গায় পয়েন্টম্যানের ভুলে ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতির ঘটনায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের সব রুটে রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (১০ মে) সকাল ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগি ভাঙ্গা জংশন এলাকায় লাইনচ্যুতের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে নজরুল ইসলাম নামে এক পয়েন্টস ম্যানকে সামায়িক করা হয়েছে। ঘটনা তদন্তে গঠিত হয়েছে কমিটি।

ভাঙ্গা জংশনের সহকারী রেল স্টেশন মাস্টার সুমন বাড়ে জানান, শুক্রবার রাতে ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেসটি ভাঙ্গা রেল জংশনে লাইনচ্যুত হওয়ার পর তা শনিবার ভোরে উদ্ধার করা হয়। এরপর সকালে দুর্ঘটনা কবলিত জাহানাবাদ এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, নকশিকাঁথা ট্রেনটি নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ভাঙ্গা রেল জংশন অতিক্রম করেছে।

ভাঙ্গা বামনকান্দা রেল ফাঁড়ির ইনচার্জ খায়রুজ্জামান সিকদার বলেন, ট্রেন লাইনচ্যুত হওয়ার পর যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। কিছু যাত্রী রাতেই সড়ক পথে তাদের গন্তব্যে রওনা দেয়। ট্রেনটি উদ্ধারের পর শনিবার সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ রেলওয়ের পাকশী অঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন জানান, ভাঙ্গার রেলওয়ে জংশনে জাহানাবাদ এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় পাকশী এবং খুলনা থেকে দুটি রেলওয়ের ক্রেন গাড়ি আনা হয়েছে। দুটি গাড়ির কাজ শেষে লাইন ক্লিয়ার করা হয়েছে। সকাল ৯ টা ২৩ মিনিট থেকে গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে। জাহানাবাদ এক্সপ্রেস লাইনচ্যুতির ব্যাপারে তদন্ত চলছে। পয়েন্টম্যান নজরুল ইসলামের ভুলের কারণে এই দুর্ঘটনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সিগন্যাল পরিবর্তন করেছে। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে এবং তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এর আগে শুক্রবার রাত ৯টার দিকে ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগি ভাঙ্গা জংশন এলাকায় লাইনচ্যুত হয়। এতে হতাহতের ঘটনা ঘটেনি। তবে ঢাকা-খুলনা, বেনাপোল ও রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল প্রায় ১২ ঘণ্টা।