বিনোদন ডেস্ক :
শাকিব খানের ঈদুল আজহার ছবি ‘প্রিয়তমা’। এই সিনেমায় শাকিবের নায়িকা বলিউড থেকে নেওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত প্রযোজনা প্রতিষ্ঠান পরবর্তী ছবিতে সেটা চূড়ান্ত করেছে। আর ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিবের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন কলকাতার সিরিয়ালের অভিনেত্রী ইধিকা পাল। বিষয়টি এর নির্মাতা হিমেল আশরাফ নিশ্চিত করেছেন।
ঈদুল ফিতর তো গেল, এবার জোরকদমে প্রস্তুতি চলছে ঈদুল আজহার। চলচ্চিত্র নির্মাতা হিমেল আশরাফ ঘোষণা দিয়েছেন তার ‘প্রিয়তমা’ ছবিটি আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে। এই ছবিতে শাকিবের বিপরীতে নায়িকা অর্থাৎ ‘প্রিয়তমা’ চরিত্রে কে থাকবেন সেটা নিয়ে চমক উপহার দিতে চেয়েছিলেন নির্মাতা হিমেল আশরাফ। কিন্তু তার আগেই বাতাসে জোর গুঞ্জন কলকাতার সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল হচ্ছেন শাকিবের ‘প্রিয়তমা’। জানা গেছে, ইতোমধ্যে ইধিকা বাংলাদেশে আসার ভিসা হাতে পেয়েছেন। ১১ মে ঢাকায় প্রিয়তমার শুটিংয়ে যোগ দিচ্ছেন তিনি।
এরই মধ্যে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। নির্মাতা হিমেল আশরাফ জানালেন, ৮ মে থেকে শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান।
শুক্রবার (৫ মে) দুপুরে হিমেল আশরাফ নিশ্চিত করে বলেন, পশ্চিমবঙ্গের টিভি পর্দার পরিচিত মুখ ইধিকা হচ্ছেন ‘প্রিয়তমা’র নায়িকা। শাকিব ভাইয়ের সঙ্গে আগে কখনও স্ক্রিনে দেখা যায়নি এবং অতি পরিচিত মুখ না- এমন কাউকে চাচ্ছিলাম। ইধিকার অভিনয়, এক্সপ্রেশন, উচ্চতা, নাচে পারদর্শিতা দেখে মনে হয়েছে যে তিনি আমাদের গল্প ও চরিত্রের সাথে মানানসই হবেন।
আশরাফও নিশ্চিত বলেন, ইধিকা পালের ভিসা হয়েছে। প্রিয়তমা ছবিতে শাকিব খানের নায়িকা হিসেবে আমরা তাকেই চূড়ান্ত করেছি। শাকিব ভাই ৮ তারিখে শুটিংয়ে অংশ নেবেন আর ইধিকা যোগ দেবেন ১১ মে ।
শাকিবের সিনেমায় নতুনভাবে হাজির হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেছেন তিনি। পরিবর্তন এনেছেন নিজের লুকেও। নির্মাতা জানান, অপরিপাটি, অগোছাল লুকের একটি চরিত্র থাকবে। এ কারণে শাকিব ভাই ওজন কমিয়েছেন। চরিত্র ও ছবির গল্প ডিমান্ড করে নতুন লুক ক্রিয়েট করা হয়েছে।
আগামী ৮ মে থেকে ছবির দৃশ্যধারণের কাজ শুরু হবে। এর মাধ্যমে এক বছর পর নতুন সিনেমার শুটিংয়ে দেখা যাবে শাকিব খানকে। ভার্সেটাইল মিডিয়ার আরশাদ আদনানা প্রযোজিত ‘প্রিয়তমা’র কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। ছবিটির শুটিং হবে ঢাকা, সুনামগঞ্জ, সিলেট, কক্সবাজার ও বান্দরবান।
এদিকে ইধিকা পালের ছবি ঘুরে বেড়াচ্ছে শাকিবের বিভিন্ন ফ্যান গ্রুপে। বেশিরভাগ নেটিজেন তাদের প্রিয় নায়কের সঙ্গে তাকে মেনে নিতে পারছেন না। তারা প্রত্যাশা করেছিলেন শ্রাবন্তী, মিমি চক্রবর্তী কিংবা কৌশানিকে। তবে অনেকে খুশি এটা ভেবে যে, বুবলীর বলয় থেকে বেরিয়েছেন ঢালিউড ভাইজান!
ইধিকা পাল কলকাতার জনপ্রিয় টিভি অভিনেত্রী। ২০২২ সালে জি-বাংলায় প্রচারিত ধারাবাহিক ‘পিলু’ সিরিয়ালে অভিনয় করেন ইধিকা। নিজের অভিনয়ের পাশাপাশি নাচেও দুর্দান্ত পারদর্শী এই সুন্দরী। প্রথম ধারাবাহিক ছিল স্টার জলসার ‘কপালকুণ্ডলা’। এই ধারাবাহিকে ‘পদ্মাবতী’র চরিত্রে অভিনয় করে প্রশংসিত হোন। পরে জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক ‘রিমলির’ প্রধান চরিত্রে তাকে দেখা যায়। এছাড়াও দুটি জনপ্রিয় ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন।