প্রধানমন্ত্রী আল-সুদানির গণমাধ্যম দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, এই বিমানবন্দর মসুল এবং অন্যান্য ইরাকি শহর ও আঞ্চলিক গন্তব্যের মধ্যে একটি নতুন সংযোগ হিসেবে কাজ করবে।
বুধবার (১৬ জুলাই) আল-সুদানিকে বহনকারী উড়োজাহাজটি অবতরণের মধ্য দিয়ে মসুল বিমানবন্দরে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কর্তৃপক্ষের প্রত্যাশা, আগামী দুই মাসের মধ্যেই এই বিমানবন্দরকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত করা যাবে। প্রায় তিন বছর আগে তৎকালীন প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমি বিমানবন্দরটির পুনর্নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।
বিমানবন্দরের পরিচালক আমার আল-বায়াতি বার্তা সংস্থা এএফপিকে বলেন, বিমানবন্দরটি এখন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত। তিনি বলেন, কয়েক বছর ধরে এই বিমানবন্দর থেকে তুরস্ক ও জর্ডানে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
মসুল বিমানবন্দরের নতুন যাত্রা শহরটির দীর্ঘদিনের ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় একটি মাইলফলক হয়ে থাকবে।