Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

১০ বছরের মধ্যে এবার সর্বোচ্চ দামে চামড়া বেচাকেনা হয়েছে : বাণিজ্য উপদেষ্টা

নাটোর জেলা প্রতিনিধি : 

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, গত ১০ বছরের মধ্যে এবার সর্বোচ্চ দামে কোরবানির পশুর চামড়া বেচাকেনা হয়েছে। আর এটা সম্ভব হয়েছে বিনামূল্যে লবণ সরবরাহসহ চামড়া বাজারে পণ্যের চাহিদা তৈরি করতে পারায়।

মঙ্গলবার (১০ জুন) দুপুরে নাটোরের চক বৈর্ধ্যনাথ চামড়ার আড়ত পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এতে জেলার চামড়া ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, আগামী বছর আরও দাম বাড়বে বলে আমরা আশা করছি। এজন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমাদের অর্থনীতির প্রসারের জন্য বাণিজ্য সম্প্রসারণে মনোযোগ দিতে হবে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, আমাদের দেশে এবছর লবণের উৎপাদন অনেক বেশি হয়েছে। সরকার সাড়ে ৭ লাখ মণ লবণ কিনেছে। সেজন্য লবণ চাষীদেরও একটা উপায় হয়েছে। বর্তমান বাজার দর ১ হাজার টাকা মণ। তাতেও চাষী বাঁচবে না। সরকারকে সবসময় সামগ্রিকভাবে চিন্তা করতে হয়। শিল্প মন্ত্রণালয় সাড়ে ৭ লাখ মণ লবণ কিনেছে মাদ্রাসায় বিনামূল্যে দেওয়ার জন্য। এর ফলে বাজারে একটা সুষম কাঠামো তৈরি হয়েছে।

তিনি বলেন, তাদেরও কিছু ভুল রয়েছে। সেই ভুল থেকেই তারা জানতে ও শিখতে চান। অনেক মাদ্রাসা বিনামূল্যে লবণ পেয়েও কাঁচা চামড়া ও লবণ আলাদা করে বিক্রি করেছে।

চামড়া সংরক্ষণ প্রসঙ্গে তিনি বলেন, সরকার লবণ দিয়ে চামড়া সংরক্ষণের উদ্যোগ নিয়েছে, যাতে চামড়া নষ্ট না হয় এবং ব্যবসায়ীরা ভালো দাম পান। বাজারে একদিনে প্রচুর সরবরাহ হলে দামে কিছুটা প্রভাব পড়ে। তবে সংরক্ষণ করে ধীরে ধীরে বিক্রি করলে আরও ভালো দাম পাওয়া সম্ভব। সরকার বিসিকের মাধ্যমে ট্যানারি মালিকদের তিন ধরনের লবণের নমুনা দিয়েছে। তারা পরীক্ষার পর উপযুক্ত লবণ নির্ধারণ করেছেন। কেউ কেউ লবণের দাম বাড়ার কথা বলছেন, কিন্তু আমাদের লবণচাষীদের কথাও চিন্তা করতে হবে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, আমরা অন্তর্ভুক্তিমূলক ব্যবসা চাই। শুধু একটি বা দুটি দেশের সঙ্গে নয়, বরং ভারত, চীন, পাকিস্তান, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সব দেশের সঙ্গে বাণিজ্য করতে চাই। একইভাবে বৈশ্বিক বাজার থেকেও পণ্য আমদানি করব।

বাংলাদেশ সারা বিশ্বের সঙ্গে বাণিজ্যে আগ্রহী বলে মন্তব্য করে শেখ বশিরউদ্দীন বলেন, আমরা অন্তর্ভুক্তিমূলক ব্যবসা করতে চাই। শুধুমাত্র এক বা দুই দেশের সঙ্গে নয়, আমরা ভারত, পাকিস্তান, চীন, যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের সঙ্গে বাণিজ্য করতে চাই। একইভাবে পণ্য ক্রয়ের ক্ষেত্রেও আমরা বিশ্বের যেকোনো দেশ থেকে আমদানি করব।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমানসহ পুলিশ কর্মকর্তারা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

১০ বছরের মধ্যে এবার সর্বোচ্চ দামে চামড়া বেচাকেনা হয়েছে : বাণিজ্য উপদেষ্টা

প্রকাশের সময় : ০৮:৫৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫

নাটোর জেলা প্রতিনিধি : 

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, গত ১০ বছরের মধ্যে এবার সর্বোচ্চ দামে কোরবানির পশুর চামড়া বেচাকেনা হয়েছে। আর এটা সম্ভব হয়েছে বিনামূল্যে লবণ সরবরাহসহ চামড়া বাজারে পণ্যের চাহিদা তৈরি করতে পারায়।

মঙ্গলবার (১০ জুন) দুপুরে নাটোরের চক বৈর্ধ্যনাথ চামড়ার আড়ত পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এতে জেলার চামড়া ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, আগামী বছর আরও দাম বাড়বে বলে আমরা আশা করছি। এজন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমাদের অর্থনীতির প্রসারের জন্য বাণিজ্য সম্প্রসারণে মনোযোগ দিতে হবে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, আমাদের দেশে এবছর লবণের উৎপাদন অনেক বেশি হয়েছে। সরকার সাড়ে ৭ লাখ মণ লবণ কিনেছে। সেজন্য লবণ চাষীদেরও একটা উপায় হয়েছে। বর্তমান বাজার দর ১ হাজার টাকা মণ। তাতেও চাষী বাঁচবে না। সরকারকে সবসময় সামগ্রিকভাবে চিন্তা করতে হয়। শিল্প মন্ত্রণালয় সাড়ে ৭ লাখ মণ লবণ কিনেছে মাদ্রাসায় বিনামূল্যে দেওয়ার জন্য। এর ফলে বাজারে একটা সুষম কাঠামো তৈরি হয়েছে।

তিনি বলেন, তাদেরও কিছু ভুল রয়েছে। সেই ভুল থেকেই তারা জানতে ও শিখতে চান। অনেক মাদ্রাসা বিনামূল্যে লবণ পেয়েও কাঁচা চামড়া ও লবণ আলাদা করে বিক্রি করেছে।

চামড়া সংরক্ষণ প্রসঙ্গে তিনি বলেন, সরকার লবণ দিয়ে চামড়া সংরক্ষণের উদ্যোগ নিয়েছে, যাতে চামড়া নষ্ট না হয় এবং ব্যবসায়ীরা ভালো দাম পান। বাজারে একদিনে প্রচুর সরবরাহ হলে দামে কিছুটা প্রভাব পড়ে। তবে সংরক্ষণ করে ধীরে ধীরে বিক্রি করলে আরও ভালো দাম পাওয়া সম্ভব। সরকার বিসিকের মাধ্যমে ট্যানারি মালিকদের তিন ধরনের লবণের নমুনা দিয়েছে। তারা পরীক্ষার পর উপযুক্ত লবণ নির্ধারণ করেছেন। কেউ কেউ লবণের দাম বাড়ার কথা বলছেন, কিন্তু আমাদের লবণচাষীদের কথাও চিন্তা করতে হবে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, আমরা অন্তর্ভুক্তিমূলক ব্যবসা চাই। শুধু একটি বা দুটি দেশের সঙ্গে নয়, বরং ভারত, চীন, পাকিস্তান, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সব দেশের সঙ্গে বাণিজ্য করতে চাই। একইভাবে বৈশ্বিক বাজার থেকেও পণ্য আমদানি করব।

বাংলাদেশ সারা বিশ্বের সঙ্গে বাণিজ্যে আগ্রহী বলে মন্তব্য করে শেখ বশিরউদ্দীন বলেন, আমরা অন্তর্ভুক্তিমূলক ব্যবসা করতে চাই। শুধুমাত্র এক বা দুই দেশের সঙ্গে নয়, আমরা ভারত, পাকিস্তান, চীন, যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের সঙ্গে বাণিজ্য করতে চাই। একইভাবে পণ্য ক্রয়ের ক্ষেত্রেও আমরা বিশ্বের যেকোনো দেশ থেকে আমদানি করব।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমানসহ পুলিশ কর্মকর্তারা।