Dhaka বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

হ্যালোউইন ডে’তে নিজের ছবি পোস্ট করলেন সানি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:১৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
  • ২১০ জন দেখেছেন

অদ্ভুদ সাজে সানি

৩১ অক্টোবর ‘হ্যালোউইন ডে’ তে ‘হ্যালোউইন লুক’র ছবি পোস্ট করেছেন সানি নিজেই। সেই ছবিতে সানির স্বামীও আছেন। অদ্ভুত সাজে স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে ক্যমেরাবন্দী সানি লিওন।

ছবিগুলো পোস্ট করে সানি লিখেছেন, শুভ হ্যালোইন! আমি আশা করি, সবাই এ বছর মজা পেয়েছে, আমি এই বছরে সবচেয়ে বেশি ছুটি পেয়েছি।

‘হ্যালোইন’ বা ‘হ্যালোউইন’ শব্দটি এসেছে স্কটিশ ভাষার শব্দ ‘অল হ্যালোজ’ ইভ থেকে। হ্যালোউইন শব্দের অর্থ ‘পবিত্র সন্ধ্যা’। সময়ের সঙ্গে পরিবর্তিত হয়ে ‘হ্যালোজ ইভ’ শব্দটি এক সময় ‘হ্যালোউইন’তে রূপান্তরিত হয়েছে।

আরও পড়ুন : এবার নুসরাত ফারিয়া ফরাসি পণ্য বর্জনের ডাক দিলেন

কথিত আছে, অক্টোবরের ৩১ তারিখ মৃতের দেবতা নাকি মৃত আত্মাদের পৃথিবীতে আহ্বান জানান। ওইদিন উড়ন্ত ঝাড়ুতে করে হ্যালোউইন ডাইনি সারা উড়ে বেড়ায় আকাশ জুড়ে।

কখনো আবার সবুজ খরখরে দেহের ডাইনি বুড়ি কড়া নাড়ে কোনো বাড়ির দরজায়। সেই সব ভূত-প্রেতদের খুশি করতে না পারলে তো বিপদ! আর সে জন্যই এই রাতটিতে পালন করা হয় ‘হ্যালোউইন’ উৎসব।

৩১ অক্টোবর রাতে ভূতের মুখোশ পরে, কিংবা বিভিন্ন রকম সেজে লোকজন হ্যালোইনের দিবস পালন করে থাকেন। সাধারণত ইউরোপ ও আমেরিকাতেই এই দিনটি পালিত হয়।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

রাকিবের গোলে হংকংয়ের বিপক্ষে ড্র করল বাংলাদেশ

হ্যালোউইন ডে’তে নিজের ছবি পোস্ট করলেন সানি

প্রকাশের সময় : ০৭:১৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০

৩১ অক্টোবর ‘হ্যালোউইন ডে’ তে ‘হ্যালোউইন লুক’র ছবি পোস্ট করেছেন সানি নিজেই। সেই ছবিতে সানির স্বামীও আছেন। অদ্ভুত সাজে স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে ক্যমেরাবন্দী সানি লিওন।

ছবিগুলো পোস্ট করে সানি লিখেছেন, শুভ হ্যালোইন! আমি আশা করি, সবাই এ বছর মজা পেয়েছে, আমি এই বছরে সবচেয়ে বেশি ছুটি পেয়েছি।

‘হ্যালোইন’ বা ‘হ্যালোউইন’ শব্দটি এসেছে স্কটিশ ভাষার শব্দ ‘অল হ্যালোজ’ ইভ থেকে। হ্যালোউইন শব্দের অর্থ ‘পবিত্র সন্ধ্যা’। সময়ের সঙ্গে পরিবর্তিত হয়ে ‘হ্যালোজ ইভ’ শব্দটি এক সময় ‘হ্যালোউইন’তে রূপান্তরিত হয়েছে।

আরও পড়ুন : এবার নুসরাত ফারিয়া ফরাসি পণ্য বর্জনের ডাক দিলেন

কথিত আছে, অক্টোবরের ৩১ তারিখ মৃতের দেবতা নাকি মৃত আত্মাদের পৃথিবীতে আহ্বান জানান। ওইদিন উড়ন্ত ঝাড়ুতে করে হ্যালোউইন ডাইনি সারা উড়ে বেড়ায় আকাশ জুড়ে।

কখনো আবার সবুজ খরখরে দেহের ডাইনি বুড়ি কড়া নাড়ে কোনো বাড়ির দরজায়। সেই সব ভূত-প্রেতদের খুশি করতে না পারলে তো বিপদ! আর সে জন্যই এই রাতটিতে পালন করা হয় ‘হ্যালোউইন’ উৎসব।

৩১ অক্টোবর রাতে ভূতের মুখোশ পরে, কিংবা বিভিন্ন রকম সেজে লোকজন হ্যালোইনের দিবস পালন করে থাকেন। সাধারণত ইউরোপ ও আমেরিকাতেই এই দিনটি পালিত হয়।