স্পোর্টস ডেস্ক :
২০১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই ওয়ানডেতে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল ইংল্যান্ড। তবে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর এবারের বিশ্বকাপে তা ধরে রাখার মিশনে এসে চরম ভাবে ব্যর্থ হয়েছে ইংলিশরা। দশ দলের লড়াইয়ে আট নম্বর স্থানে থেকে ভারত বিশ্বকাপ শেষ করেছে জস বাটলারের দল। তবে বিশ্বকাপ ব্যর্থতা ভুলে নতুন শুরুর লক্ষ্যে মাঠে নেমেও হতাশা উপহার দিয়েছে ইংল্যান্ড। ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৩২৬ রানের বড় লক্ষ্য দিয়েও হারের মুখ দেখল থ্রি লায়ন্সরা। অ্যান্টিগায় সাই হোপের দুর্দান্ত শতকে রেকর্ড গড়ে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
রোববার (৩ ডিসেম্বর) শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। অ্যান্টিগার নর্থ সাউন্ডে স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩২৫ রানের বিশাল স্কোর গড়েও হারতে হলো ইংলিশদের। ৭ বল হাতে রেখেই ৪ উইকেটের ব্যবধানে জয় তুলে নেয় ক্যারিবীয়রা।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। ব্যাট করতে নেমে খারাপ করেনি ইংলিশ ব্যাটাররা। নির্ধারিত ৫০ ওভারে ৩২৫ রান তুলে অলআউট হয় তারা। সর্বোচ্চ ৭১ রান করেন হ্যারি ব্রুক। ৭১ বলে ৭টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন তিনি।
জ্যাক ক্রাউলি ৬৩ বলে করেন ৪৮ রান। ফিল সল্ট ২৮ বলে করেন ৪৫ রান। ২৬ বলে ৩৮ রান করে রানআউট হন স্যাম কারান। ব্রাইডন কার্স ২১ বলে অপরাজিত থাকেন ৩১ রান করে। ২৬ রান করেন উইল জ্যাক। ২০ রান আসে বেন ডাকেটের ব্যাট থেকে। জস বাটলার ৩ রান করে আউট হয়ে যান।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে রোমারিও শেফার্ড, গুদাকেশ মোতি এবং ওশানে থমাস নেন ২টি করে উইকেট। ১টি করে উইকেট নেন অ্যালজারি জোসেফ এবং ইয়ানিক ক্যারিয়াহ।
৩২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে উড়ন্ত সূচনা পায় স্বাগতিকরা। অ্যালিক অ্যাথানাজ ও ব্র্যান্ডন কিংয়ের উদ্বোধনী জুটিতে ১০৪ রান তুলে বড় লক্ষ্য তাড়ার জন্য আদর্শ সূচনা পায়্য ক্যারিবিয়রা। তবে ১৮তম ওভারে অ্যালিককে ফিরিয়ে ইংলিশদের প্রথম আঘাত এনে দেন রেহান আহমেদ। এরপর লিভিংস্টোনের শিকার হন আরেক ওপেনার কিং। দলীয় ১০৪ রানে শূন্য উইকেট থেকে ২ রানের ব্যবধানে দুই উকেত হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।
এরপর দলের হাল ধরেন অধিনায়ক শাই হোপ। এক প্রান্তে এই ডনাহাতি ব্যাটার দাঁড়িয়ে থাকলেও অপরপ্রান্ত থেকে তেমন বড় সঙ্গ পাননি। ৩৯ তম ওভারে দলের বিপর্যয় বাড়িয়ে ২১৩ রানে পঞ্চম উইকেটের পতন ঘটলে স্বাগতিকরা ম্যাচ থেকে এক প্রকার ছিটকে যায়।
ষষ্ঠ উইকেট জুটিতে রোমারিও শেফার্ডকে সঙ্গে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শাই হোপ। অলরাউন্ডার শেফার্ডের ব্যাট থেকে আসে ২৮ বলে ৪৯ রানের দুর্দান্ত এক ক্যামিও ইনিংস। তাতেই জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় স্বাগতিকরা। শেষ দুই ওভারে ১৯ রানের প্রয়োজন হলে দায়িত্ব নিজের কাঁধে নিয়ে স্য্যাম কারানের ৪৯তম ওভারের ৫ বলেই দলের জয় নিশ্চিত করেন শাই হোপ। ক্যারিবিয়ান অধিনায়কের ব্যাট হতে আসে ৮৩ বলে ১০৯ রানের দুর্দান্ত এক শতক। এই জয়ে অ্যান্টিগায় সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডও নিজের নামে করেছে ওয়েস্ট ইন্ডিজ।
এর আগে আগে ব্যাট করতে নেমে হায়রি ব্রুকের ৭১ রান ও লোয়ার অর্ডার ব্যাটারদের ক্যামিও ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৩২৫ রান তুলে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। তিন ম্যাচে সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামী ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।