Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

হুইপ শামসুল হক চৌধুরী করোনায় আক্রান্ত

হুইপ শামসুল হক চৌধুরী

জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রামের পটিয়ার সংসদ সদস্য শামসুল হক চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমান চট্টগ্রাম শহরের নিজ বাসায় আইসোলেশনে আছেন।

শনিবার (২৬ ডিসেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন তার ছেলে চট্টগ্রাম চেম্বারের পরিচালক নাজমুল করিম চৌধুরী শারুন।

তিনি জানান, ২০ ডিসেম্বর বন্দর উপদেষ্টা কমিটির সভায় অংশ নেন শামসুল হক। এরপর থেকে তিনি শারীরিক অসুস্থতা বোধ করতে থাকেন। স্বাস্থ্য কর্মীরা করোনা পরীক্ষার জন্য ২৩ ডিসেম্বর তার নমুনা সংগ্রহ করেন। পরে প্রতিবেদন করোনা পজেটিভ আসে।

আরও পড়ুন : ক্যান্সারের কাছে হেরে গেলেন আভিনেতা আব্দুল কাদের

সূত্র জানায়, করোনাকালে পটিয়ার মানুষের খাদ্যসামগ্রী ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শামসুল হক মাঠ পর্যায়ে দিনরাত কাজ করেছেন। পটিয়ায় তার ব্যক্তিগত উদ্যোগে অন্তত ৬৫ হাজার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

সেই সাথে তিনি পটিয়া হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন ও স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা করোনা ওয়ার্ড স্থাপন করেন।

এছাড়াও সংসদের অধিবেশনসহ রাজনৈতিক কর্মসূচিতেও নিয়মিত অংশ নেন শামসুল হক।

তার নির্বাচনী এলাকা পটিয়ায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ নানা শ্রেণি পেশার মানুষ তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

হুইপ শামসুল হক চৌধুরী করোনায় আক্রান্ত

প্রকাশের সময় : ০৬:৪৩:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০

জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রামের পটিয়ার সংসদ সদস্য শামসুল হক চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমান চট্টগ্রাম শহরের নিজ বাসায় আইসোলেশনে আছেন।

শনিবার (২৬ ডিসেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন তার ছেলে চট্টগ্রাম চেম্বারের পরিচালক নাজমুল করিম চৌধুরী শারুন।

তিনি জানান, ২০ ডিসেম্বর বন্দর উপদেষ্টা কমিটির সভায় অংশ নেন শামসুল হক। এরপর থেকে তিনি শারীরিক অসুস্থতা বোধ করতে থাকেন। স্বাস্থ্য কর্মীরা করোনা পরীক্ষার জন্য ২৩ ডিসেম্বর তার নমুনা সংগ্রহ করেন। পরে প্রতিবেদন করোনা পজেটিভ আসে।

আরও পড়ুন : ক্যান্সারের কাছে হেরে গেলেন আভিনেতা আব্দুল কাদের

সূত্র জানায়, করোনাকালে পটিয়ার মানুষের খাদ্যসামগ্রী ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শামসুল হক মাঠ পর্যায়ে দিনরাত কাজ করেছেন। পটিয়ায় তার ব্যক্তিগত উদ্যোগে অন্তত ৬৫ হাজার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

সেই সাথে তিনি পটিয়া হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন ও স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা করোনা ওয়ার্ড স্থাপন করেন।

এছাড়াও সংসদের অধিবেশনসহ রাজনৈতিক কর্মসূচিতেও নিয়মিত অংশ নেন শামসুল হক।

তার নির্বাচনী এলাকা পটিয়ায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ নানা শ্রেণি পেশার মানুষ তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন।