নিজস্ব প্রতিবেদক :
আশরাফুল আলম ওরফে হিরো আলমকে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকিদাতা আবু আহমেদ (২৪) নামের একজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৫ জুলাই) বিকেল চারটার দিকে সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকা থেকে তাকে আটক করে হাতিরঝিল থানার পুলিশ।
সন্ধ্যায় হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সহভয়তায় আবু আহমেদকে সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকা থেকে আটক করা হয়। তাকে ঢাকায় আনা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।
পুলিশ জানায়, সোমবার (২৫ জুলাই) রাত পৌনে ১০টার দিকে হিরো আলমের ব্যক্তিগত মুঠোফোন নম্বরে ফোন করে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি রাতেই হাতিরঝিল থানায় জিডি করেন।
জিডিতে হিরো আলম বলেন, ওই ব্যক্তি তাকে গালি দেওয়ার পাশাপাশি সাত দিনের মধ্যে হত্যা করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। এতে তিনি শঙ্কা বোধ করায় মধ্যরাতে হাতিরঝিল থানায় জিডি করেছেন। তাকে হুমকি দেওয়ার ১৮ ঘণ্টার মধ্যে হুমকিদাতাকে আটক করা হলো।