Dhaka মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

হিন্দু নাকি মুসলিম জানালেন দীঘি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:৫৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
  • ১৯৯ জন দেখেছেন

বিনোদন ডেস্ক :

শিশুশিল্পী হিসেবে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন প্রার্থনা ফারদিন দিঘী। তার অভিনয়ে অভিভূত হননি এমন মানুষ কমই আছেন। ফলস্বরুপ তার অনুরাগীরা সংখ্যাও বেশ। তবে অনেকের মনেই দীঘিকে নিয়ে একটি প্রশ্ন ঘুরে বেড়ায়। সেটি হলো দীঘি হিন্দু না মুসলিম?

কেননা দীঘির মা অভিনেত্রী দোয়েল ইসলাম ধর্মের অনুসারী হলেও বাবা সুব্রত চক্রবর্তীকে হিন্দু ধর্মের অনুসারী বলেন জানেন দর্শক। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঁকি দেয় কার ধর্ম বেছে নিয়েছেন দীঘি, বাবা নাকি মায়ের?

সম্প্রতি একটি টেলিভিশনের মুখোমুখি হয়েছিলেন এই অভিনেত্রী। সেখানে ঝাপসা এই প্রশ্নকে স্বচ্ছ করেছেন।

দীঘি বলেন, অনেকের মধ্যে আমাকে নিয়ে এই প্রশ্ন উঁকি দেয়। আমার বাবা চিত্রনায়ক সুব্রত হিন্দু ধর্মের অনুসারী ছিলেন। কিন্তু মাকে বিয়ের পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তারপর থেকে আমাদের পরিবার ইসলাম ধর্মের অনুসারী। আমি, আমার ভাই তারপর থেকে আমার বাবা আমরা সবাই ইসলাম ধর্ম পালন করি। মুসলিম ধর্মেও উৎসব আমরা একসাথে পালন করি। কিন্তু আমার কাছে মনে হয় ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা আমি মানি, কেও মানুক আর না মানুক আমি মানি।

তিনি বলেন, শুধু তাই নয় পূজার সময় কিংবা যে কোন আমি ফিস্টটি দেখা যায় আমি আমার বাড়িতেও যাই বাবার বাড়িতেও যাই। ওখানে যেমন আমার কিছু ফ্যামেলি মেম্বার আছে। তাদের সঙ্গে আমি উৎসবটা উপভোগ করি। কিংবা আমি ঢাকায় থাকলেও উপভোগ করি। এমন না যে আমরা কেও কোন উৎসব উপভোগ করি না। তারপর আমার যে ফ্যামেলি মেম্বাররা এখন হিন্দু আছে তারাও আমাদের সাথে ঈদটা উপভোগ করে।

ছোটবেলায় গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে পথচলা শুরু হয়েছিল দীঘির। প্রথম কাজেই পেয়েছিলেন জনপ্রিয়তা। তারপরের গল্প সবার জানা। পরিণত বয়সে চিত্রনায়িকা হিসেবে দীঘির শুরু নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর হাত ধরে। তার নির্মিত ‘তুমি আছ, তুমি নাই’ ছবিতে অভিনয় করেচন তিনি। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিতে অভিনয় করেছেন।

অভিনয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন দীঘি। ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘মার্ডার নাইন্টিজ’। এটি নির্মাণ করেছেন আবু হায়াৎ মাহমুদ ভূঁইয়া।

জনপ্রিয় খবর

আবহাওয়া

গফরগাঁওয়ের সাবেক মেয়রসহ আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

হিন্দু নাকি মুসলিম জানালেন দীঘি

প্রকাশের সময় : ০৪:৫৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩

বিনোদন ডেস্ক :

শিশুশিল্পী হিসেবে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন প্রার্থনা ফারদিন দিঘী। তার অভিনয়ে অভিভূত হননি এমন মানুষ কমই আছেন। ফলস্বরুপ তার অনুরাগীরা সংখ্যাও বেশ। তবে অনেকের মনেই দীঘিকে নিয়ে একটি প্রশ্ন ঘুরে বেড়ায়। সেটি হলো দীঘি হিন্দু না মুসলিম?

কেননা দীঘির মা অভিনেত্রী দোয়েল ইসলাম ধর্মের অনুসারী হলেও বাবা সুব্রত চক্রবর্তীকে হিন্দু ধর্মের অনুসারী বলেন জানেন দর্শক। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঁকি দেয় কার ধর্ম বেছে নিয়েছেন দীঘি, বাবা নাকি মায়ের?

সম্প্রতি একটি টেলিভিশনের মুখোমুখি হয়েছিলেন এই অভিনেত্রী। সেখানে ঝাপসা এই প্রশ্নকে স্বচ্ছ করেছেন।

দীঘি বলেন, অনেকের মধ্যে আমাকে নিয়ে এই প্রশ্ন উঁকি দেয়। আমার বাবা চিত্রনায়ক সুব্রত হিন্দু ধর্মের অনুসারী ছিলেন। কিন্তু মাকে বিয়ের পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তারপর থেকে আমাদের পরিবার ইসলাম ধর্মের অনুসারী। আমি, আমার ভাই তারপর থেকে আমার বাবা আমরা সবাই ইসলাম ধর্ম পালন করি। মুসলিম ধর্মেও উৎসব আমরা একসাথে পালন করি। কিন্তু আমার কাছে মনে হয় ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা আমি মানি, কেও মানুক আর না মানুক আমি মানি।

তিনি বলেন, শুধু তাই নয় পূজার সময় কিংবা যে কোন আমি ফিস্টটি দেখা যায় আমি আমার বাড়িতেও যাই বাবার বাড়িতেও যাই। ওখানে যেমন আমার কিছু ফ্যামেলি মেম্বার আছে। তাদের সঙ্গে আমি উৎসবটা উপভোগ করি। কিংবা আমি ঢাকায় থাকলেও উপভোগ করি। এমন না যে আমরা কেও কোন উৎসব উপভোগ করি না। তারপর আমার যে ফ্যামেলি মেম্বাররা এখন হিন্দু আছে তারাও আমাদের সাথে ঈদটা উপভোগ করে।

ছোটবেলায় গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে পথচলা শুরু হয়েছিল দীঘির। প্রথম কাজেই পেয়েছিলেন জনপ্রিয়তা। তারপরের গল্প সবার জানা। পরিণত বয়সে চিত্রনায়িকা হিসেবে দীঘির শুরু নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর হাত ধরে। তার নির্মিত ‘তুমি আছ, তুমি নাই’ ছবিতে অভিনয় করেচন তিনি। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিতে অভিনয় করেছেন।

অভিনয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন দীঘি। ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘মার্ডার নাইন্টিজ’। এটি নির্মাণ করেছেন আবু হায়াৎ মাহমুদ ভূঁইয়া।