Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

হিথ্রো বিমানবন্দরে এবার ধর্মঘট, শত শত ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক : 

জার্মানির পর এবার বেতন-ভাতা বাড়ানোর দাবিতে ধর্মঘটে নেমেছেন যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা।

শুক্রবার (৩১ মার্চ) বিমানবন্দরের অন্তত ১৪শ’ কর্মী ১০ দিনের ধর্মঘটে নামেন। এতে কয়েকশ’ ফ্লাইট বাতিল করে কর্তৃপক্ষ। এ অবস্থায় যাত্রী ভোগান্তি কমাতে এক হাজার নতুন কর্মী নিয়োগ দেয়া হয়েছে।

যুদ্ধের প্রভাবে চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ মূল্যস্ফীতির মুখে পড়েছে ব্রিটেন। এই বৃদ্ধির হার প্রায় ১০ শতাংশ। এতে হু হু করে বাড়ছে নিত্যপণ্যর দাম। এ অবস্থায় বেতন-ভাতা বাড়ানোর দাবিতে বিক্ষোভে নেমেছেন যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা।

শুক্রবার (৩১ মার্চ) বিমানবন্দরের প্রায় দেড় হাজার কর্মী ধর্মঘট শুরু করেন। জানান, কর্তৃপক্ষের সঙ্গে বেতন বৃদ্ধি নিয়ে আলোচনা ভেস্তে যাওয়ার পর তারা কর্মবিরতিতে নামতে বাধ্য হন। একইসঙ্গে নিজেদের দাবি যৌক্তিক বলেও উল্লেখ করেন কর্মীরা।

এদিকে, এ ধর্মঘটের কারণে হিথ্রো বিমানবন্দরের শত শত ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। এতে নির্দিষ্ট সময়ে গন্তব্য পৌঁছাতে না পেরে বিপাকে পড়েন যাত্রীরা। তবে ভোগান্তি কমাতে এরই মধ্যে নতুন একহাজার কর্মী নিয়োগ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন বাশার গ্রেফতার

হিথ্রো বিমানবন্দরে এবার ধর্মঘট, শত শত ফ্লাইট বাতিল

প্রকাশের সময় : ০৮:০০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

জার্মানির পর এবার বেতন-ভাতা বাড়ানোর দাবিতে ধর্মঘটে নেমেছেন যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা।

শুক্রবার (৩১ মার্চ) বিমানবন্দরের অন্তত ১৪শ’ কর্মী ১০ দিনের ধর্মঘটে নামেন। এতে কয়েকশ’ ফ্লাইট বাতিল করে কর্তৃপক্ষ। এ অবস্থায় যাত্রী ভোগান্তি কমাতে এক হাজার নতুন কর্মী নিয়োগ দেয়া হয়েছে।

যুদ্ধের প্রভাবে চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ মূল্যস্ফীতির মুখে পড়েছে ব্রিটেন। এই বৃদ্ধির হার প্রায় ১০ শতাংশ। এতে হু হু করে বাড়ছে নিত্যপণ্যর দাম। এ অবস্থায় বেতন-ভাতা বাড়ানোর দাবিতে বিক্ষোভে নেমেছেন যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা।

শুক্রবার (৩১ মার্চ) বিমানবন্দরের প্রায় দেড় হাজার কর্মী ধর্মঘট শুরু করেন। জানান, কর্তৃপক্ষের সঙ্গে বেতন বৃদ্ধি নিয়ে আলোচনা ভেস্তে যাওয়ার পর তারা কর্মবিরতিতে নামতে বাধ্য হন। একইসঙ্গে নিজেদের দাবি যৌক্তিক বলেও উল্লেখ করেন কর্মীরা।

এদিকে, এ ধর্মঘটের কারণে হিথ্রো বিমানবন্দরের শত শত ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। এতে নির্দিষ্ট সময়ে গন্তব্য পৌঁছাতে না পেরে বিপাকে পড়েন যাত্রীরা। তবে ভোগান্তি কমাতে এরই মধ্যে নতুন একহাজার কর্মী নিয়োগ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।