Dhaka শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

হাসিনা আমলের শেষ পাঁচ বছরে সাড়ে ১৬ হাজার খুন

নিজস্ব প্রতিবেদক : 

ছাত্র-জনতার অভ্যুত্থানে পতিত শেখ হাসিনা সরকারের শেষ পাঁচ বছরে রাজধানী ঢাকাসহ সারাদেশে ১৬ হাজারের বেশি মানুষ খুন হয়েছেন। অর্থাৎ, দৈনিক গড়ে ৯টির বেশি খুনের ঘটনা ঘটেছে।

পুলিশ সদর দফতরের ওয়েবসাইটে প্রকাশ করা অপরাধ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। পাঁচ বছরের বেশি সময় বন্ধ রাখার পর গত বৃহস্পতিবার পুলিশ ‘অপরাধ পরিসংখ্যান’ প্রকাশ করেছে।

পুলিশ সদর দফতরের হিসাব অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে প্রায় ১৬ হাজার ৫৫৫টি হত্যাকাণ্ড হয়েছে। পারিবারিক, সন্ত্রাসী বা দুর্বৃত্তের হাতে এসব খুনের ঘটনা ঘটে। এই হিসাবটি শুধু দায়ের হওয়া মামলার সংখ্যা থেকে নেয়া। তবে বেনামি খুনের সংখ্যা ধরলে খুনের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এতে আরো দেখা গেছে, দেশে বছরে গড়ে খুনের ঘটনা ঘটেছে ৩ হাজার ৩১১টি। এমনকি করোনা অতিমারির সময় ২০২০ সালেও প্রায় সাড়ে তিন হাজার খুনের ঘটনা ঘটেছে।

গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন নবনিযুক্ত আইজিপি বাহারুল আলম। এ সময় সাংবাদিকরা পুলিশ সদর দফতরের ওয়েবসাইটে অপরাধের পরিসংখ্যান প্রকাশ বন্ধ রাখার বিষয়টি তুলে ধরেন। এরপর একসঙ্গে পাঁচ বছর আট মাসের (২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত) তথ্য প্রকাশ করা হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

হাসিনা আমলের শেষ পাঁচ বছরে সাড়ে ১৬ হাজার খুন

প্রকাশের সময় : ০৯:৫২:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

ছাত্র-জনতার অভ্যুত্থানে পতিত শেখ হাসিনা সরকারের শেষ পাঁচ বছরে রাজধানী ঢাকাসহ সারাদেশে ১৬ হাজারের বেশি মানুষ খুন হয়েছেন। অর্থাৎ, দৈনিক গড়ে ৯টির বেশি খুনের ঘটনা ঘটেছে।

পুলিশ সদর দফতরের ওয়েবসাইটে প্রকাশ করা অপরাধ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। পাঁচ বছরের বেশি সময় বন্ধ রাখার পর গত বৃহস্পতিবার পুলিশ ‘অপরাধ পরিসংখ্যান’ প্রকাশ করেছে।

পুলিশ সদর দফতরের হিসাব অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে প্রায় ১৬ হাজার ৫৫৫টি হত্যাকাণ্ড হয়েছে। পারিবারিক, সন্ত্রাসী বা দুর্বৃত্তের হাতে এসব খুনের ঘটনা ঘটে। এই হিসাবটি শুধু দায়ের হওয়া মামলার সংখ্যা থেকে নেয়া। তবে বেনামি খুনের সংখ্যা ধরলে খুনের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এতে আরো দেখা গেছে, দেশে বছরে গড়ে খুনের ঘটনা ঘটেছে ৩ হাজার ৩১১টি। এমনকি করোনা অতিমারির সময় ২০২০ সালেও প্রায় সাড়ে তিন হাজার খুনের ঘটনা ঘটেছে।

গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন নবনিযুক্ত আইজিপি বাহারুল আলম। এ সময় সাংবাদিকরা পুলিশ সদর দফতরের ওয়েবসাইটে অপরাধের পরিসংখ্যান প্রকাশ বন্ধ রাখার বিষয়টি তুলে ধরেন। এরপর একসঙ্গে পাঁচ বছর আট মাসের (২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত) তথ্য প্রকাশ করা হয়।