Dhaka মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হাসপাতাল থেকে বাসায় খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক : 

ছয়দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এই দফায় এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফেরেন তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসন প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

এর আগে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশান-২ নম্বরে অবস্থিত বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া।

গত ১২ সেপ্টেম্বর রাতে হঠাৎ অসুস্থ অনুভব করলে বেগম খালেদা জিয়াকে রাজধানীরর এভার কেয়ার হাসপাতালে নেয়া। সেখানে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তক্রমে কিছু জরুরি শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, লিভারের রোগ, হৃদরোগে ভুগছেন। ২০২১ সালের এপ্রিলে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতা নিয়ে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

হাসপাতাল থেকে বাসায় খালেদা জিয়া

প্রকাশের সময় : ০৯:৩৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

ছয়দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এই দফায় এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফেরেন তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসন প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

এর আগে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশান-২ নম্বরে অবস্থিত বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া।

গত ১২ সেপ্টেম্বর রাতে হঠাৎ অসুস্থ অনুভব করলে বেগম খালেদা জিয়াকে রাজধানীরর এভার কেয়ার হাসপাতালে নেয়া। সেখানে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তক্রমে কিছু জরুরি শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, লিভারের রোগ, হৃদরোগে ভুগছেন। ২০২১ সালের এপ্রিলে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতা নিয়ে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।