Dhaka রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

হাসপাতালে ভর্তি পণ্ডিত অজয় চক্রবর্তী

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৪০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
  • ২১০ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

অসুস্থ অবস্থায় উপমহাদেশের প্রখ্যাত শাস্ত্রীয় সংগীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন তিনি।

শুক্রবার (৮ মার্চ) ভারতীয় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন অজয় চক্রবর্তীর মেয়ে কৌশিকী চক্রবর্তী।

ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘বাবাকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। আমি এখন হাসপাতালেই আছি। সবাইকে জানাতে চাই, চিন্তার কোনো কারণ নেই। সাধারণ চেকআপ করা হবে। বাবা এমনিতে ঠিক আছেন।’

বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যায় বুকে ব্যথা নিয়ে বিএম বিড়লা হাসপাতালে ভর্তি হন অজয় চক্রবর্তী। তার তিনটি আর্টারিতে সম্পূর্ণ ব্লকেজ পাওয়া গিয়েছে। এ সংগীতশিল্পীর অ্যাঞ্জিওপ্লাস্টি করাতে হবে বলে মনে করছেন চিকিৎসকরা। হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অনিল কাপুরের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

সংগীত ক্যারিয়ারে অজয় চক্রবর্তীর শতাধিক গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। এর অধিকাংশই ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য ও জার্মানি থেকে বের হয়েছে। এ রেকর্ডগুলোতে বিশুদ্ধ শাস্ত্রীয় সুরের সম্মিলন ঘটেছে। এছাড়া ঠুমরি, দাদরা, ভজন এবং শ্যামাসংগীতের ন্যায় আধ্যাত্মিক গানও অন্তর্ভুক্ত রয়েছে।

ভারতীয় শাস্ত্রীয় সংগীতের পুরোধা ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয় অজয় চক্রবর্তীকে। পদ্মশ্রী পুরস্কার (২০১১), দিল্লির সংগীত নাটক আকাদেমি পুরস্কার (২০০০), জাতীয় পুরস্কার কুমার গৌরবসহ (১৯৯৩) নানা পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সীমানা পুননির্ধারণে পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজের চেষ্টা করা হয়েছে : সিইসি

হাসপাতালে ভর্তি পণ্ডিত অজয় চক্রবর্তী

প্রকাশের সময় : ০৯:৪০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪

বিনোদন ডেস্ক : 

অসুস্থ অবস্থায় উপমহাদেশের প্রখ্যাত শাস্ত্রীয় সংগীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন তিনি।

শুক্রবার (৮ মার্চ) ভারতীয় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন অজয় চক্রবর্তীর মেয়ে কৌশিকী চক্রবর্তী।

ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘বাবাকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। আমি এখন হাসপাতালেই আছি। সবাইকে জানাতে চাই, চিন্তার কোনো কারণ নেই। সাধারণ চেকআপ করা হবে। বাবা এমনিতে ঠিক আছেন।’

বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যায় বুকে ব্যথা নিয়ে বিএম বিড়লা হাসপাতালে ভর্তি হন অজয় চক্রবর্তী। তার তিনটি আর্টারিতে সম্পূর্ণ ব্লকেজ পাওয়া গিয়েছে। এ সংগীতশিল্পীর অ্যাঞ্জিওপ্লাস্টি করাতে হবে বলে মনে করছেন চিকিৎসকরা। হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অনিল কাপুরের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

সংগীত ক্যারিয়ারে অজয় চক্রবর্তীর শতাধিক গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। এর অধিকাংশই ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য ও জার্মানি থেকে বের হয়েছে। এ রেকর্ডগুলোতে বিশুদ্ধ শাস্ত্রীয় সুরের সম্মিলন ঘটেছে। এছাড়া ঠুমরি, দাদরা, ভজন এবং শ্যামাসংগীতের ন্যায় আধ্যাত্মিক গানও অন্তর্ভুক্ত রয়েছে।

ভারতীয় শাস্ত্রীয় সংগীতের পুরোধা ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয় অজয় চক্রবর্তীকে। পদ্মশ্রী পুরস্কার (২০১১), দিল্লির সংগীত নাটক আকাদেমি পুরস্কার (২০০০), জাতীয় পুরস্কার কুমার গৌরবসহ (১৯৯৩) নানা পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।