Dhaka শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

হাসপাতালে ভর্তি অভিনেত্রী ঊর্মিলা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:১৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
  • ২০৬ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন ছোট পর্দার অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। তাকে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (১১ ডিসেম্বর) সকালে নিজ বাসায় এই দুর্ঘটনার শিকার হন ঊর্মিলা। এতে মাথায় মারাত্মকভাবে জখম হয়েছে অভিনেত্রীর।

হাসপাতালের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস অফিসার সি এফ জামান জানিয়েছেন, বর্তমানে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন ঊর্মিলা। ১২ ঘণ্টা যাওয়ার পর বলা যাবে কবে বা কখন বাসায় ফিরতে পারবেন তিনি। সিটি স্ক্যানও করা হয়েছে, সেটার রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে তার আঘাত কতটা গুরুতর।

ঊর্মিলার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাবশত সিঁড়ি থেকে পড়ে মাথা এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পান। তিনি ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন। বর্তমানে শঙ্কামুক্ত আছেন তিনি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রাম নিচ্ছেন।

এর আগে ২১ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ঊর্মিলা। বেশ কিছুদিন থাকতে হয়েছিল হাসপাতালে। তার আট মাসের মাথায় দুর্ঘটনার কবলে পড়লেন অভিনেত্রী।

ঊর্মিলা শোবিজে পা রাখেন ২০০৯ সালে। সে বছর লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে এ যাত্রা শুরু হয় তার। এরপর থেকেই শুরু করেন অভিনয়।

২০১০ সালে পরিচালক তাহের শিপনের ‘জটিল প্রেম’র হাত ধরে তার অভিনয়ে হাতেখড়ি। পরবর্তীসময়ে মেঘে ঢাকা শহর, বউ-বিবি-বেগম, আয়নাবাজি, অচেনা, প্রতিবিম্বসহ একাধিক নাটকে অভিনয় করেন। অভিনয় ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতন ডিগ্রি রয়েছেন ঊর্মিলা শ্রাবন্তী করের।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

হাসপাতালে ভর্তি অভিনেত্রী ঊর্মিলা

প্রকাশের সময় : ০৬:১৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক : 

সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন ছোট পর্দার অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। তাকে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (১১ ডিসেম্বর) সকালে নিজ বাসায় এই দুর্ঘটনার শিকার হন ঊর্মিলা। এতে মাথায় মারাত্মকভাবে জখম হয়েছে অভিনেত্রীর।

হাসপাতালের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস অফিসার সি এফ জামান জানিয়েছেন, বর্তমানে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন ঊর্মিলা। ১২ ঘণ্টা যাওয়ার পর বলা যাবে কবে বা কখন বাসায় ফিরতে পারবেন তিনি। সিটি স্ক্যানও করা হয়েছে, সেটার রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে তার আঘাত কতটা গুরুতর।

ঊর্মিলার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাবশত সিঁড়ি থেকে পড়ে মাথা এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পান। তিনি ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন। বর্তমানে শঙ্কামুক্ত আছেন তিনি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রাম নিচ্ছেন।

এর আগে ২১ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ঊর্মিলা। বেশ কিছুদিন থাকতে হয়েছিল হাসপাতালে। তার আট মাসের মাথায় দুর্ঘটনার কবলে পড়লেন অভিনেত্রী।

ঊর্মিলা শোবিজে পা রাখেন ২০০৯ সালে। সে বছর লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে এ যাত্রা শুরু হয় তার। এরপর থেকেই শুরু করেন অভিনয়।

২০১০ সালে পরিচালক তাহের শিপনের ‘জটিল প্রেম’র হাত ধরে তার অভিনয়ে হাতেখড়ি। পরবর্তীসময়ে মেঘে ঢাকা শহর, বউ-বিবি-বেগম, আয়নাবাজি, অচেনা, প্রতিবিম্বসহ একাধিক নাটকে অভিনয় করেন। অভিনয় ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতন ডিগ্রি রয়েছেন ঊর্মিলা শ্রাবন্তী করের।