বিনোদন ডেস্ক :
হাসপাতালে ভর্তি ‘দ্য কেরালা স্টোরি’র নায়িকা আদা শর্মা। জানা যাচ্ছে, গুরুতর ডায়রিয়া এবং খাবার থেকে অ্যালার্জিতে আক্রান্ত হয়েছে তিনি। আর সেকারণেই গুরুতর অসুস্থ অবস্থায় মঙ্গলবার রাতে অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানা যাচ্ছে, এখন বেশ সুস্থ আছেন আদা শর্মা। তবে আপাতত হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। এই মুহূর্তে ‘কম্যান্ডো’র প্রচারে ব্যস্ত ছিলেন আদা। সেখানে তাকে ভাবনা রেড্ডির ভূমিকায় দেখা যাবে।
প্রসঙ্গত, ২০১৩ সালে ‘কম্যান্ডো: দ্য ওয়ান ম্যান আর্মি’র মাধ্যমে কম্যান্ডো সিরিজের যাত্রা শুরু হয়েছিল অভিনেতা বিদ্যুৎ জামালের হাত ধরে। সেই সিনেমার স্পিন অফ হিসাবে একটি সিরিজ আসতে চলেছে। সেখানেই ভাবনা রেড্ডির ভূমিকায় দেখা যাবে আদা শর্মাকে।
জানা যাচ্ছে সিনেমা এবং সিরিজের মধ্যে সংযোগকারী ফ্যাক্টর হবেন আদার চরিত্রটি। এই সিরিজে তিনি অভিনয় করবেন নবাগত অভিনেতা প্রেম পারিজার সঙ্গে। আগামী ১১ আগস্ট ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেতে চলেছে কম্যান্ডো সিরিজটি।