Dhaka বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

হারানো বিড়ালের জন্য পুরস্কার ঘোষণা

বরগুনা জেলা প্রতিনিধি : 

বরগুনার তালতলী উপজেলায় হারিয়ে যাওয়া একটি বিড়াল খুঁজে পেতে অভিনব উদ্যোগ নিয়েছেন মোসা. মারিয়া নামের এক কলেজছাত্রী। প্রিয় পোষা বিড়ালকে খুঁজে পেতে শহরের বিভিন্ন এলাকায় পোস্টার সাঁটিয়েছেন তিনি। কেউ ওই বিড়ালকে খুঁজে দিলে ১ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছেন মারিয়া।

প্রায় তিন মাস ধরে বিড়ালটি লালন-পালন করেছেন মোসা. মারিয়া। তিনি তালতলী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি বড়বগী সদর ইউনিয়নের উপজেলা সড়কের পাশে।

মারিয়া বিড়ালের ছবি দিয়ে পোস্টারে লিখেছেন, “আমাদের সাদা-ক্রিম রঙের লম্বা লোমওয়ালা বড় চোখের প্রিয় বিড়ালটি গত ১৯ মে ২০২৫ তারিখ থেকে নিখোঁজ। সম্ভবত হারিয়ে গেছে বা কেউ ভুল করে নিয়ে গেছে। বিড়ালটি কেউ খুঁজে দিলে তাকে ১০০০ টাকা পুরস্কার দেওয়া হবে।” পোস্টারে একটি মোবাইল নম্বর দেওয়া হয়েছে।

এ বিষয়ে মোসা. মারিয়া বলেছেন, আমি শখ করে মার্চ মাসে বরিশাল থেকে বিড়ালটি ৫ হাজার টাকায় কিনেছি। তখন ওর বয়স ছিল ১ মাস ১৭ দিন। এরপর থেকে তাকে পোষা শুরু করি। ধীরে ধীরে সে আমার খুব আপন হয়ে ওঠে। আদর করে নাম রেখেছি ‘সিম্বা’। ওরে ‘সিম্বা’ বলে ডাক দিলেই সাড়া দিত। গত ১৮ মে আমাদের বাসায় মেহমান আসে। তার পরের দিন সন্ধ্যায় প্রিয় বিড়ালটি নিখোঁজ হয়ে যায়।

তিনি আরো বলেন, জানি না, বিড়ালটা কোথায় আছে, কী হালে আছে? কী খাচ্ছে, এই চিন্তায় আমি পাগল হয়ে যাচ্ছি। আমার ‘সিম্বা’ হয়ত আমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে।

পোস্টার সাঁটানের প্রসঙ্গে তিনি বলেন, ‘সিম্বা’কে হারানোর কষ্ট থেকেই পোস্টার ছাপিয়েছি। কত স্মৃতি বিড়ালটির সঙ্গে। নইলে কি আর কেউ এরকম করে পোস্টার ছাপায়?

জনপ্রিয় খবর

আবহাওয়া

নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

হারানো বিড়ালের জন্য পুরস্কার ঘোষণা

প্রকাশের সময় : ০৩:৪০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

বরগুনা জেলা প্রতিনিধি : 

বরগুনার তালতলী উপজেলায় হারিয়ে যাওয়া একটি বিড়াল খুঁজে পেতে অভিনব উদ্যোগ নিয়েছেন মোসা. মারিয়া নামের এক কলেজছাত্রী। প্রিয় পোষা বিড়ালকে খুঁজে পেতে শহরের বিভিন্ন এলাকায় পোস্টার সাঁটিয়েছেন তিনি। কেউ ওই বিড়ালকে খুঁজে দিলে ১ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছেন মারিয়া।

প্রায় তিন মাস ধরে বিড়ালটি লালন-পালন করেছেন মোসা. মারিয়া। তিনি তালতলী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি বড়বগী সদর ইউনিয়নের উপজেলা সড়কের পাশে।

মারিয়া বিড়ালের ছবি দিয়ে পোস্টারে লিখেছেন, “আমাদের সাদা-ক্রিম রঙের লম্বা লোমওয়ালা বড় চোখের প্রিয় বিড়ালটি গত ১৯ মে ২০২৫ তারিখ থেকে নিখোঁজ। সম্ভবত হারিয়ে গেছে বা কেউ ভুল করে নিয়ে গেছে। বিড়ালটি কেউ খুঁজে দিলে তাকে ১০০০ টাকা পুরস্কার দেওয়া হবে।” পোস্টারে একটি মোবাইল নম্বর দেওয়া হয়েছে।

এ বিষয়ে মোসা. মারিয়া বলেছেন, আমি শখ করে মার্চ মাসে বরিশাল থেকে বিড়ালটি ৫ হাজার টাকায় কিনেছি। তখন ওর বয়স ছিল ১ মাস ১৭ দিন। এরপর থেকে তাকে পোষা শুরু করি। ধীরে ধীরে সে আমার খুব আপন হয়ে ওঠে। আদর করে নাম রেখেছি ‘সিম্বা’। ওরে ‘সিম্বা’ বলে ডাক দিলেই সাড়া দিত। গত ১৮ মে আমাদের বাসায় মেহমান আসে। তার পরের দিন সন্ধ্যায় প্রিয় বিড়ালটি নিখোঁজ হয়ে যায়।

তিনি আরো বলেন, জানি না, বিড়ালটা কোথায় আছে, কী হালে আছে? কী খাচ্ছে, এই চিন্তায় আমি পাগল হয়ে যাচ্ছি। আমার ‘সিম্বা’ হয়ত আমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে।

পোস্টার সাঁটানের প্রসঙ্গে তিনি বলেন, ‘সিম্বা’কে হারানোর কষ্ট থেকেই পোস্টার ছাপিয়েছি। কত স্মৃতি বিড়ালটির সঙ্গে। নইলে কি আর কেউ এরকম করে পোস্টার ছাপায়?