Dhaka শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

হায়দরাবাদকে উড়িয়ে সেরা চারে লখনৌ

স্পোর্টস ডেস্ক : 

১৮২ রান করে সানরাইজার্স হায়দরাবাদ অধিকাংশ সময় ম্যাচের নিয়ন্ত্রণ রেখেছিল। শেষ সাত ওভারে লখনৌ সুপার জায়ান্টসের লাগতো ৯৪ রান। কিন্তু ১৪তম ওভার থেকে মার্কাস স্টয়নিস, প্রেরাক মানকাড ও নিকোলাস পুরান ম্যাচের গতি পাল্টে দেন। চার বল হাতে রেখে ৭ উইকেটের দারুণ জয়ে লখনৌ আদায় করলো গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট। তিন ম্যাচ পর জয়ে ফিরে পয়েন্ট টেবিলের চারে উঠে গেলো তারা।

Prerak Mankad and Nicholas Pooran celebrate after completing the job, Sunrisers Hyderabad vs Lucknow Super Giants, IPL 2023, Hyderabad, May 13, 2023

টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৮২ রান তোলে হায়দরাবাদ। ফিফটি ছুঁতে পারেননি কোনো ব্যাটারই। ২৯ বলে তিনটি করে চার ও ছক্কায় সর্বোচ্চ ৪৭ রান করেন হাইনরিখ ক্লাসেন। এছাড়া বলে ২৫ বলে ১ চার ও ৪ ছক্কায় ৩৭ রানে অপরাজিত ছিলেন আব্দুল সামাদ। লখনৌয়ের হয়ে দুটি উইকেট অধিনায়ক ক্রুনাল পান্ডিয়ার। এছাড়া একটি করে শিকার যুদবির সিং, আভেশ খান, যশ ঠাকুর ও অমিত মিশ্রার।

Marcus Stoinis picked up speed after a slow start, Sunrisers Hyderabad vs Lucknow Super Giants, IPL 2023, Hyderabad, May 13, 2023

জবাবে প্রথম দুই ওভারে কেবল চার রান তোলে লখনৌ। প্রথম ১০ বল খেলে রানের খাতা খুলতেই পারেননি কাইল মেয়ার্স। পরে ১৪ বলে ২ রানে সাজঘরে ফেরেন তিনি। ভালো শুরুর পর ১৯ বলে ২৯ রানে থামেন কুইন্টন ডি কক। তার বিদায়ের পর রানের গতি কমতে থাকায় জয় অনেকটা কঠিনই মনে হচ্ছিলল লখনৌর। তবে অভিষেক শর্মার করা ১৬ তম ওভারে ৫ ছক্কায় ৩১ রান নিয়ে ম্যাচের নাটাই নিজেদের হাতে নিয়ে আসেন স্টইনিস ও পুরান।

Glenn Phillips enjoyed instant success against Kyle Mayers, Sunrisers Hyderabad vs Lucknow Super Giants, IPL 2023, Hyderabad, May 13, 2023

স্টইনিস অবশ্য সেই ওভারেই সাজঘরে ফিরে যান। তবে ২৫ বলে ৪০ রান করে যাওয়ার আগে তিনটি ছক্কা হাঁকান তিনি, বাকি দুটি মারেন পুরান। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি লখনৌকে। ১৩ বলে ৩ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৪৪ রানের টর্নেডো ইনিংস খেলেন পুরান। একপ্রান্ত আগলে রেখে ৪৫ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬৪ রানে অপরাজিত ছিলেন প্রেরাক মানকাড়। স্টইনিসের সঙ্গে ৭৩ ও পুরানের সঙ্গে ৫৮ রানের জুটি গড়ায় ম্যাচসেরার পুরস্কার ওঠে ডানহাতি এই ব্যাটারের হাতে।

এই জয়ে ১২ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে লখনৌ। ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে নয়ে রয়েছে হায়দরাবাদ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজকে অদপস্ত ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে : নাহিদ ইসলাম

হায়দরাবাদকে উড়িয়ে সেরা চারে লখনৌ

প্রকাশের সময় : ১১:২২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

১৮২ রান করে সানরাইজার্স হায়দরাবাদ অধিকাংশ সময় ম্যাচের নিয়ন্ত্রণ রেখেছিল। শেষ সাত ওভারে লখনৌ সুপার জায়ান্টসের লাগতো ৯৪ রান। কিন্তু ১৪তম ওভার থেকে মার্কাস স্টয়নিস, প্রেরাক মানকাড ও নিকোলাস পুরান ম্যাচের গতি পাল্টে দেন। চার বল হাতে রেখে ৭ উইকেটের দারুণ জয়ে লখনৌ আদায় করলো গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট। তিন ম্যাচ পর জয়ে ফিরে পয়েন্ট টেবিলের চারে উঠে গেলো তারা।

Prerak Mankad and Nicholas Pooran celebrate after completing the job, Sunrisers Hyderabad vs Lucknow Super Giants, IPL 2023, Hyderabad, May 13, 2023

টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৮২ রান তোলে হায়দরাবাদ। ফিফটি ছুঁতে পারেননি কোনো ব্যাটারই। ২৯ বলে তিনটি করে চার ও ছক্কায় সর্বোচ্চ ৪৭ রান করেন হাইনরিখ ক্লাসেন। এছাড়া বলে ২৫ বলে ১ চার ও ৪ ছক্কায় ৩৭ রানে অপরাজিত ছিলেন আব্দুল সামাদ। লখনৌয়ের হয়ে দুটি উইকেট অধিনায়ক ক্রুনাল পান্ডিয়ার। এছাড়া একটি করে শিকার যুদবির সিং, আভেশ খান, যশ ঠাকুর ও অমিত মিশ্রার।

Marcus Stoinis picked up speed after a slow start, Sunrisers Hyderabad vs Lucknow Super Giants, IPL 2023, Hyderabad, May 13, 2023

জবাবে প্রথম দুই ওভারে কেবল চার রান তোলে লখনৌ। প্রথম ১০ বল খেলে রানের খাতা খুলতেই পারেননি কাইল মেয়ার্স। পরে ১৪ বলে ২ রানে সাজঘরে ফেরেন তিনি। ভালো শুরুর পর ১৯ বলে ২৯ রানে থামেন কুইন্টন ডি কক। তার বিদায়ের পর রানের গতি কমতে থাকায় জয় অনেকটা কঠিনই মনে হচ্ছিলল লখনৌর। তবে অভিষেক শর্মার করা ১৬ তম ওভারে ৫ ছক্কায় ৩১ রান নিয়ে ম্যাচের নাটাই নিজেদের হাতে নিয়ে আসেন স্টইনিস ও পুরান।

Glenn Phillips enjoyed instant success against Kyle Mayers, Sunrisers Hyderabad vs Lucknow Super Giants, IPL 2023, Hyderabad, May 13, 2023

স্টইনিস অবশ্য সেই ওভারেই সাজঘরে ফিরে যান। তবে ২৫ বলে ৪০ রান করে যাওয়ার আগে তিনটি ছক্কা হাঁকান তিনি, বাকি দুটি মারেন পুরান। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি লখনৌকে। ১৩ বলে ৩ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৪৪ রানের টর্নেডো ইনিংস খেলেন পুরান। একপ্রান্ত আগলে রেখে ৪৫ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬৪ রানে অপরাজিত ছিলেন প্রেরাক মানকাড়। স্টইনিসের সঙ্গে ৭৩ ও পুরানের সঙ্গে ৫৮ রানের জুটি গড়ায় ম্যাচসেরার পুরস্কার ওঠে ডানহাতি এই ব্যাটারের হাতে।

এই জয়ে ১২ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে লখনৌ। ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে নয়ে রয়েছে হায়দরাবাদ।