Dhaka রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

হামজা-শমিত-ফাহামিদুলকে নিয়ে সিঙ্গাপুর ম্যাচের প্রাথমিক দল

স্পোর্টস ডেস্ক : 

সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। ২৬ সদস্যের এই স্কোয়াডে অনুমিতভাবে আছেন ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী ও ইতালি প্রবাসী ফাহামেদুল ইসলাম। তাদের পাশাপাশি প্রথমবারের মতো লাল-সবুজ জার্সিতে ডাক পেয়েছেন কানাডা প্রবাসী ফুটবলার শমিত সোম।

বুধবার (২৮ মে) বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা ঘোষণা করেছেন প্রাথমিক স্কোয়াড। আগামী ১০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের মুখোমুখি হবে স্বাগতিক দল।

তিন প্রবাসীর মধ্যে সামিত কাভারলি এফসির মিডফিল্ডার, হামজা সবশেষ ধারে শেফিল্ড শিল্ডে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলেছেন এবং সেরি ডি’র দল অবলিও কালসিওর ফাহামেদুল ফরোয়ার্ড। সামিত ও হামজার উপস্থিতিতে বাংলাদেশের মাঝমাঠ দক্ষিণ এশিয়ার অন্য দলগুলোর চেয়ে শক্তিশালী মনে হচ্ছে কাবরেরার।

“আমি নিশ্চিত নই (দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে আমাদের মিডফিল্ড সবার সেরা কিনা), তবে দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে আমাদের মাঝমাঠ অবশ্যই দারুণ শক্তিশালী। বিশেষ করে আমাদের গ্রুপে (এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপ)। যদি সেরা নাও হই, সম্ভবত খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মিডফিল্ড আমাদের।”

“সামিত মানসম্পন্ন মিডফিল্ডার। তবে তার ব্যাপারে আমাদের ধৈর্য্য ধরতে হবে। কেননা, ৪ তারিখে ঢাকায় এসে সবকিছুর সাথে মানিয়ে নেওয়ার জন্য সে খুবই অল্প সময় পাচ্ছে। কানাডা থেকে থেকে লম্বা ভ্রমণ করে আসবে, এখানকার কন্ডিশন ভিন্ন, তবে আমরা তাকে নিয়ে ইতিবাচক।”

গত মার্চে ভারতের বিপক্ষে বাছাইয়ের ম্যাচের আগে সৌদি আরবের ক্যাম্পে ছিলেন ফাহামিদুল। কিন্তু সৌদি থেকে তাকে ইতালি ফিরে যেতে হয় চূড়ান্ত দলে জায়গা না পাওয়ায়। এ নিয়ে তখন বিতর্কও হয়েছিল ঢের। দলের মধ্যে ‘সিন্ডিকেট’ থাকায় ফাহামিদুল উপেক্ষার শিকার হয়েছেন-উঠেছিল এমন তীর্যক অভিযোগও।

ফাহামিদুল বুধবার সকালে ঢাকায় ফিরে উঠেছেন টিম হোটেলে। ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড গোলের দাবি মেটাতে পারবেন বলে আশাবাদী কাবরেরা।

“আমি ফাহামিদুলের ব্যাপারে খোঁজ খবর রাখছিলাম। গত মার্চে তাকে ডেকেছিলাম, ক্যাম্পও করেছিল আমাদের সাথে। তার সাথে, তার ক্লাব পরিচালকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছিলাম। দলের যেটা প্রয়োজন, আমার বিশ্বাস, সেটা মেটানোর সামর্থ্য তার আছে।”

ইংল্যান্ড থেকে হামজার ঢাকায় আসার কথা ২ বা ৩ জুন। গত মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ এই খেলোয়াড়ের। তবে দেশের মাটিতে তাকে ভুটান নাকি সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম খেলার সুযোগ দেবেন, সে ব্যাপারে এখনও নিশ্চিত নন কোচ।

“হামজার ব্যাপারটা আমি নিশ্চিত করতে পারছি না এখন। তবে সে ফেরার পর আমি চেষ্টা করব, এখানকার আবহাওয়ায় তাকে খেলার অভিজ্ঞতা দেওয়ার। তবে এখনও বিষয়টি আমি চূড়ান্ত করিনি।”

প্রশ্ন ওঠে কিউবা মিচেলকে নিয়েও, সান্দারল্যান্ডের যুব দলে খেলা এই তরুণ মিডফিল্ডারের বাংলাদেশি পাসপোর্ট নেওয়ার প্রক্রিয়া শুরুর ছবিও চাউর হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে তাকে নিয়ে তেমন কিছুই বললেন না কাবরেরা।

“মিচেলের ব্যাপারটা ন্যাশনাল টিমস কমিটি বলতে পারবে। এ ব্যাপারে তারাই ভালো বলতে পারে, কেননা, তাদের কাছে সব তথ্য-উপাত্ত আছে। অবশ্যই তার সম্ভাবনা আছে। আমরা তরুণ ও সম্ভাবনাময়দের ডাকব, তবে আমি মনে করি, তাদের ব্যাপারে আমাদের সতর্ক ও যত্নবান হওয়া উচিত।”

বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলাকালীন ম্যাচ কমিশনারকে ধাক্কা মেরে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়া সাদ উদ্দিন আছেন প্রাথমিক দল। এই রাইট-ব্যাকের শাস্তি চার ম্যাচে নেমে আসার পেছনে কাবরেরা প্রভাব রেখেছেন বলে গুঞ্জন আছে। এই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন কোচ।

“না, এমন কিছু হয়নি (আমি কোনো প্রভাব রাখিনি)। সে ফিট আছে, আমার কাছে সে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। অবশ্যই সে একটা ভুল করেছে, শাস্তি পেয়েছে। শেখ মোরসালিন কালও গোল করেছে, এর আগের রাউন্ডেও গোল করেছে। আমি বিশ্বাস করি, সেরা পর্যায়ে থেকে সে দলে আসছে। এছাড়া সুমন রেজা অনেক দিন পর ফিরেছে, সে বক্স প্লেয়ার। আশা করি, সে ভালো করবে।”

এশিয়ান কাপের বাছাইয়ে ‘ভালো ফল’ পাওয়ার স্বপ্নও এখন উঁকি দিচ্ছে কাবরেরার চোখে। ভারত ম্যাচের প্রসঙ্গ টেনে ৪০ বছর বয়সী কোচ শোনালেন সিঙ্গাপুর ম্যাচের প্রত্যাশা।

“নিজেদের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। ভারতে আমরা দারুণ একটা ম্যাচ খেলেছি। আরও ভালো ফল হতে পারত। জিততেও পারতাম। যদি কমপক্ষে একই মানের খেলা সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে পারি, তাহলে আমরা ভালো ফল পেতে পারি। তিন পয়েন্ট পেতে পারি। ক্যাম্পে আমরা আট থেকে দশটি ট্রেনিং সেশন করতে পারব। ভুটান ম্যাচে আমি ২৫ জনকে রাখব, সামিতকে ছাড়া। এরপর ২৩ জনের দল চূড়ান্ত করব।”

শিলংয়ে গত মার্চে এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। ওই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক মঞ্চে অভিষেকের স্বাদ পান ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাব শেফিল্ড ইউনাইটেডের মিডফিল্ডার হামজা। আর মিডফিল্ডার শমিত ও ফরোয়ার্ড ফাহামেদুল আছেন লাল-সবুজ জার্সিতে প্রথমবারের মতো মাঠে নামার অপেক্ষায়।

ভারতের বিপক্ষে ঘোষিত ৩০ জনের প্রাথমিক ক্যাম্পে থাকলেও কোচের সিদ্ধান্তে চূড়ান্ত স্কোয়াডে ছিলেন না ১৮ বছর বয়সী ফাহামেদুল। তার বাদ পড়া নিয়ে প্রবল আলোচনা-সমালোচনা হয়েছিল সেসময়। তিনি এখন খেলছেন ইতালিয়ান সিরি ডির ক্লাব ওলবিয়া কালচিওতে। অন্যদিকে, ২৭ বছর বয়সী শমিত বাংলাদেশের পক্ষে খেলার জন্য চলতি মাসের শুরুর দিকে ফিফার কাছ থেকে অনুমোদন পান। তিনি বর্তমানে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসির প্রতিনিধিত্ব করছেন।

দলে ফিরেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিফেন্ডার জাহিদ হাসান শান্ত ও আবাহনী লিমিটেডের ফরোয়ার্ড সুমন রেজা। ভারতের বিপক্ষে ক্যাম্পে থাকাদের মধ্যে বাদ পড়েছেন ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা, তিন মিডফিল্ডার মোহাম্মদ সোহেল রানা, পাপন সিং ও চন্দন রায় এবং দুই ফরোয়ার্ড আরিফ হোসেন ও পিয়াস আহমেদ নোভা। এদের মধ্যে সোহেল ও চন্দন চূড়ান্ত স্কোয়াডেও ছিলেন।

স্প্যানিশ কোচ কাবরেরার অধীনে আগামী ৩০ মে শুরু হবে ক্যাম্প। সেখানে যোগ দিতে আজ সকালেই ফাহামেদুল এসে পৌঁছালেও হামজা ও শমিত যথাক্রমে আগামী ২ ও ৩ জুন বাংলাদেশে পা রাখবেন।

সিঙ্গাপুরকে মোকাবিলার আগে আগামী ৪ জুন ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

বাংলাদেশের ২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াড:

গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ

ডিফেন্ডার: শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, রহমত মিয়া, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক রায়হান কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন

মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, মজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, শমিত সোম

ফরোয়ার্ড: ফাহামেদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, সুমন রেজা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে-অনলাইনে পরে থাকতে হবে : তারেককে ইঙ্গিত করে পাটওয়ারী

হামজা-শমিত-ফাহামিদুলকে নিয়ে সিঙ্গাপুর ম্যাচের প্রাথমিক দল

প্রকাশের সময় : ০৯:০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। ২৬ সদস্যের এই স্কোয়াডে অনুমিতভাবে আছেন ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী ও ইতালি প্রবাসী ফাহামেদুল ইসলাম। তাদের পাশাপাশি প্রথমবারের মতো লাল-সবুজ জার্সিতে ডাক পেয়েছেন কানাডা প্রবাসী ফুটবলার শমিত সোম।

বুধবার (২৮ মে) বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা ঘোষণা করেছেন প্রাথমিক স্কোয়াড। আগামী ১০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের মুখোমুখি হবে স্বাগতিক দল।

তিন প্রবাসীর মধ্যে সামিত কাভারলি এফসির মিডফিল্ডার, হামজা সবশেষ ধারে শেফিল্ড শিল্ডে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলেছেন এবং সেরি ডি’র দল অবলিও কালসিওর ফাহামেদুল ফরোয়ার্ড। সামিত ও হামজার উপস্থিতিতে বাংলাদেশের মাঝমাঠ দক্ষিণ এশিয়ার অন্য দলগুলোর চেয়ে শক্তিশালী মনে হচ্ছে কাবরেরার।

“আমি নিশ্চিত নই (দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে আমাদের মিডফিল্ড সবার সেরা কিনা), তবে দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে আমাদের মাঝমাঠ অবশ্যই দারুণ শক্তিশালী। বিশেষ করে আমাদের গ্রুপে (এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপ)। যদি সেরা নাও হই, সম্ভবত খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মিডফিল্ড আমাদের।”

“সামিত মানসম্পন্ন মিডফিল্ডার। তবে তার ব্যাপারে আমাদের ধৈর্য্য ধরতে হবে। কেননা, ৪ তারিখে ঢাকায় এসে সবকিছুর সাথে মানিয়ে নেওয়ার জন্য সে খুবই অল্প সময় পাচ্ছে। কানাডা থেকে থেকে লম্বা ভ্রমণ করে আসবে, এখানকার কন্ডিশন ভিন্ন, তবে আমরা তাকে নিয়ে ইতিবাচক।”

গত মার্চে ভারতের বিপক্ষে বাছাইয়ের ম্যাচের আগে সৌদি আরবের ক্যাম্পে ছিলেন ফাহামিদুল। কিন্তু সৌদি থেকে তাকে ইতালি ফিরে যেতে হয় চূড়ান্ত দলে জায়গা না পাওয়ায়। এ নিয়ে তখন বিতর্কও হয়েছিল ঢের। দলের মধ্যে ‘সিন্ডিকেট’ থাকায় ফাহামিদুল উপেক্ষার শিকার হয়েছেন-উঠেছিল এমন তীর্যক অভিযোগও।

ফাহামিদুল বুধবার সকালে ঢাকায় ফিরে উঠেছেন টিম হোটেলে। ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড গোলের দাবি মেটাতে পারবেন বলে আশাবাদী কাবরেরা।

“আমি ফাহামিদুলের ব্যাপারে খোঁজ খবর রাখছিলাম। গত মার্চে তাকে ডেকেছিলাম, ক্যাম্পও করেছিল আমাদের সাথে। তার সাথে, তার ক্লাব পরিচালকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছিলাম। দলের যেটা প্রয়োজন, আমার বিশ্বাস, সেটা মেটানোর সামর্থ্য তার আছে।”

ইংল্যান্ড থেকে হামজার ঢাকায় আসার কথা ২ বা ৩ জুন। গত মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ এই খেলোয়াড়ের। তবে দেশের মাটিতে তাকে ভুটান নাকি সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম খেলার সুযোগ দেবেন, সে ব্যাপারে এখনও নিশ্চিত নন কোচ।

“হামজার ব্যাপারটা আমি নিশ্চিত করতে পারছি না এখন। তবে সে ফেরার পর আমি চেষ্টা করব, এখানকার আবহাওয়ায় তাকে খেলার অভিজ্ঞতা দেওয়ার। তবে এখনও বিষয়টি আমি চূড়ান্ত করিনি।”

প্রশ্ন ওঠে কিউবা মিচেলকে নিয়েও, সান্দারল্যান্ডের যুব দলে খেলা এই তরুণ মিডফিল্ডারের বাংলাদেশি পাসপোর্ট নেওয়ার প্রক্রিয়া শুরুর ছবিও চাউর হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে তাকে নিয়ে তেমন কিছুই বললেন না কাবরেরা।

“মিচেলের ব্যাপারটা ন্যাশনাল টিমস কমিটি বলতে পারবে। এ ব্যাপারে তারাই ভালো বলতে পারে, কেননা, তাদের কাছে সব তথ্য-উপাত্ত আছে। অবশ্যই তার সম্ভাবনা আছে। আমরা তরুণ ও সম্ভাবনাময়দের ডাকব, তবে আমি মনে করি, তাদের ব্যাপারে আমাদের সতর্ক ও যত্নবান হওয়া উচিত।”

বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলাকালীন ম্যাচ কমিশনারকে ধাক্কা মেরে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়া সাদ উদ্দিন আছেন প্রাথমিক দল। এই রাইট-ব্যাকের শাস্তি চার ম্যাচে নেমে আসার পেছনে কাবরেরা প্রভাব রেখেছেন বলে গুঞ্জন আছে। এই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন কোচ।

“না, এমন কিছু হয়নি (আমি কোনো প্রভাব রাখিনি)। সে ফিট আছে, আমার কাছে সে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। অবশ্যই সে একটা ভুল করেছে, শাস্তি পেয়েছে। শেখ মোরসালিন কালও গোল করেছে, এর আগের রাউন্ডেও গোল করেছে। আমি বিশ্বাস করি, সেরা পর্যায়ে থেকে সে দলে আসছে। এছাড়া সুমন রেজা অনেক দিন পর ফিরেছে, সে বক্স প্লেয়ার। আশা করি, সে ভালো করবে।”

এশিয়ান কাপের বাছাইয়ে ‘ভালো ফল’ পাওয়ার স্বপ্নও এখন উঁকি দিচ্ছে কাবরেরার চোখে। ভারত ম্যাচের প্রসঙ্গ টেনে ৪০ বছর বয়সী কোচ শোনালেন সিঙ্গাপুর ম্যাচের প্রত্যাশা।

“নিজেদের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। ভারতে আমরা দারুণ একটা ম্যাচ খেলেছি। আরও ভালো ফল হতে পারত। জিততেও পারতাম। যদি কমপক্ষে একই মানের খেলা সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে পারি, তাহলে আমরা ভালো ফল পেতে পারি। তিন পয়েন্ট পেতে পারি। ক্যাম্পে আমরা আট থেকে দশটি ট্রেনিং সেশন করতে পারব। ভুটান ম্যাচে আমি ২৫ জনকে রাখব, সামিতকে ছাড়া। এরপর ২৩ জনের দল চূড়ান্ত করব।”

শিলংয়ে গত মার্চে এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। ওই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক মঞ্চে অভিষেকের স্বাদ পান ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাব শেফিল্ড ইউনাইটেডের মিডফিল্ডার হামজা। আর মিডফিল্ডার শমিত ও ফরোয়ার্ড ফাহামেদুল আছেন লাল-সবুজ জার্সিতে প্রথমবারের মতো মাঠে নামার অপেক্ষায়।

ভারতের বিপক্ষে ঘোষিত ৩০ জনের প্রাথমিক ক্যাম্পে থাকলেও কোচের সিদ্ধান্তে চূড়ান্ত স্কোয়াডে ছিলেন না ১৮ বছর বয়সী ফাহামেদুল। তার বাদ পড়া নিয়ে প্রবল আলোচনা-সমালোচনা হয়েছিল সেসময়। তিনি এখন খেলছেন ইতালিয়ান সিরি ডির ক্লাব ওলবিয়া কালচিওতে। অন্যদিকে, ২৭ বছর বয়সী শমিত বাংলাদেশের পক্ষে খেলার জন্য চলতি মাসের শুরুর দিকে ফিফার কাছ থেকে অনুমোদন পান। তিনি বর্তমানে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসির প্রতিনিধিত্ব করছেন।

দলে ফিরেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিফেন্ডার জাহিদ হাসান শান্ত ও আবাহনী লিমিটেডের ফরোয়ার্ড সুমন রেজা। ভারতের বিপক্ষে ক্যাম্পে থাকাদের মধ্যে বাদ পড়েছেন ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা, তিন মিডফিল্ডার মোহাম্মদ সোহেল রানা, পাপন সিং ও চন্দন রায় এবং দুই ফরোয়ার্ড আরিফ হোসেন ও পিয়াস আহমেদ নোভা। এদের মধ্যে সোহেল ও চন্দন চূড়ান্ত স্কোয়াডেও ছিলেন।

স্প্যানিশ কোচ কাবরেরার অধীনে আগামী ৩০ মে শুরু হবে ক্যাম্প। সেখানে যোগ দিতে আজ সকালেই ফাহামেদুল এসে পৌঁছালেও হামজা ও শমিত যথাক্রমে আগামী ২ ও ৩ জুন বাংলাদেশে পা রাখবেন।

সিঙ্গাপুরকে মোকাবিলার আগে আগামী ৪ জুন ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

বাংলাদেশের ২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াড:

গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ

ডিফেন্ডার: শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, রহমত মিয়া, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক রায়হান কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন

মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, মজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, শমিত সোম

ফরোয়ার্ড: ফাহামেদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, সুমন রেজা।