নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর যাত্রাবাড়ীর চৌরাস্তা এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজের উপর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. শরিফ হোসেন (৩৮) নামে এক চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতের ভাই রাজিব বলেন, আমার ভাই একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। তিনি সূত্রাপুরে ৭/৮ নম্বর বাসায় থাকতেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ফারজানা আক্তার বলেন, ঢাকা-কলকাতা রুটের দেশ ট্রাভেলসের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল নিয়ে পড়ে গিয়ে ঘটনাস্থলে নিহত হন চালক। এই ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। একই সঙ্গে চালককে আটক করেছে পুলিশ।
সূত্রাপুরের নওয়াবপুর এলাকার বাসিন্দা শরিফ হোসেন অ্যাপে রাইড শেয়ারের কাজ করতেন। তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 























