নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর হানিফ ফ্লাইওভারে একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দু’টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজধানীর হানিফ ফ্লাইওভারে একটি হাইস মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে চালক ও যাত্রীরা নিরাপদে বেরিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং ৮টা ২ মিনিটে তারা আগুন নির্বাপন করতে সক্ষম হয়।
তবে আগুনে গাড়ির প্রায় পুরোটাই পুড়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহত নেই। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণও জানাতে পারেননি তিনি।