নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর হানিফ ফ্লাইওভারে সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারে মধ্যে সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে নগর ভবন সংলগ্ন হানিফ ফ্লাইওভারের ওপরে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অটোরিকশাচালক তুষারকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফ্লাইওভারের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ওরিয়ন গ্রুপের সেফটি ইন্সপেক্টর মো. রাকিব জানান, চানখারপুলগামী অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রশি দিয়ে বানানো রোড ডিভাইডার ভেদ করে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে এ দুর্ঘটনা ঘটে।
বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুম্মান খান জানান, দুর্ঘটনায় অটোরিকশাচালক তুষার গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাকে ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অটোরিকশাটিতে দুজন শিক্ষার্থী ছিলেন। তারা সামান্য আহত হয়েছেন। তবে ঘটনার পর তাদের আর পাওয়া যায়নি। প্রাইভেটকারের কেউ আহত হননি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি গাড়ি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।