স্পোর্টস ডেস্ক :
চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ দলের প্রধান কোচ হয়ে আসার পরই জানা গিয়েছিল তার সহকারী হিসেবে আরও একজন কোচ নিয়োগ দেবে বিসিবি। এবার হাথুরুর সেই সহকারী ঠিক করে ফেলেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। নিক পোথাস সহকারী কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন। সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার এর আগে ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।
মূলত বাংলাদেশ দলের সাথে আগামী দুই বছরের চুক্তিতে যুক্ত হয়েছেন তিনি। সর্বশেষ কাউন্ট্রির দল হ্যাম্পশায়ারের উইকেট কিপার কোচের দায়িত্ব পালন করেন নিক। বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পেয়ে অবশ্য খুশি তিনি। আগামী মাসে যুক্তরাজ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
প্রায় এক দশক ধরেই বিভিন্ন দেশের কোচের দায়িত্ব পালন করে আসছেন নিক পোথাস। এর আগে ওয়েস্ট ইন্ডিজ (২০১৮-২০১৯) এবং শ্রীলঙ্কার (২০১৭-২০১৮) প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।
এছাড়া ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সহকারী এবং ফিল্ডিং কোচের দায়িত্বও পালন করেন পোথাস। বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়ার আগ মুহূর্তে পোথাস হ্যাম্পশায়ার ক্রিকেট দলের উইকেটরক্ষক কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।
ডানহাতি এই ব্যাটার তার খেলোয়াড়ি জীবনে দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি ওয়ানডে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন। এছাড়া প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্রিকেটে তিনি প্রায় ১৬ হাজার রান করেছেন।
বাংলাদেশ দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর পোথাস জানান, তিনি খুবই উত্তেজিত যে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করবেন। তিনি বলেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি। বাংলাদেশ দলের গভীরতা এবং প্রতিভা অন্বেষণের যে বিষয়টা, তা অন্যরকম। আমি বিশ্বাস করি, বেশ কয়েকটি দুর্দান্ত বছর আমাদের সামনে অপেক্ষা করছে।