নিজস্ব প্রতিবেদক :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়া হলে, তৎক্ষণাৎ দাঁতভাঙা জবাব দিতে হবে। হাতুড়ি পার্টি নামলে হাত-পা ভেঙে দিতে হবে।
শনিবার (১৯ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত পদযাত্রা কর্মসূচির আগে দেয়া বক্তব্যে একথা বলেন তিনি।
গয়েশ্বর বলেন, শান্তিপূর্ণভাবে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে চায় বিএনপি। শেখ হাসিনার নির্দেশে হাতুড়ি পার্টি হাত-পা ভাঙতে আসলে, পাল্টা জবাব দেবে বিএনপি। দলীয় কর্মী মারা গেছে, প্রয়োজনে আরও যাবে; সব হিসাব একবারে দিতে হবে।
তিনি বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে কেউ অশান্তি করতে চায় তাদেরকে জবাব দেওয়া হবে। পুলিশ দেখলে পালানো যাবে না। আমরা অনেক রক্ত দিয়েছি। অনেকে প্রাণ দিয়েছে। অনেকে জেলখানায় গেছে। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে সবকিছুর হিসেব নেওয়া হবে। শেখ হাসিনার পতন মানে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র।
তিনি আরো বলেন, সরকারের কাছে খালেদা জিয়ার সুচিকিৎসা দাবি করে না বিএনপি, স্থায়ী মুক্তি দিতে হবে। বেগম জিয়ার এ অবস্থার জন্য শেখ হাসিনা দায়ী। তাকে ক্ষমতায় রেখে বেগম জিয়ার সুচিকিৎসা হবে না। যখন যেমন পরিস্থিতি হবে, তখন তার জবাব দিতে হবে। কদিন আগে একজন বিশিষ্ট আলেম দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজা নিয়ে কী করলো? হাসিনা ক্ষমতায় থাকলে আমাদের নেত্রীর জানাজা আমরা ঠিকমত দিতে পারব না।
বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে শেখ হাসিনার নির্দেশে যদি কোনো হামলা হয়, তবে খালি হাতে নয়, সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে মোকাবিলা করতে নেতাকর্মীদের নির্দেশ দেন গয়েশ্বর।
তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তি চাই। তিনি কোনো অন্যায় করেননি। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে করতে এতদূর এসেছি। আমরা শান্তিপূর্ণভাবে শেখ হাসিনার পদত্যাগ চাই, এই সংসদের বিলুপ্তি চাই।