Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

‘হাতি’ বলে কটাক্ষ অভিনেত্রী বিপাশাকে

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:১৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
  • ১৮৯ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

বলিউড ব্ল্যাক ডায়মন্ড বিপাশা বসু অনেক আগেই বিয়ে থা করে পুরোদস্তর সংসারী হয়েছেন। গত বছর সন্তান জন্মের পর সেই জালে আরও আঁটসাঁটভাবে যেন জড়িয়েছেন। সংসার সামলাতে গিয়ে হয়তো নিজের দিকে তাকানোর খুব একটা সময় পাননি নায়িকা। এই সুযোগটা নিয়েছে মেদ। শরীরে বিস্তার করেছে আধিপত্য।

দীর্ঘদিন পর ফ্যাশন শোয়ে দেখা মিলল বলিউড অভিনেত্রী বিপাশা বসুকে। যে বিপাশা এক সময় ফ্যাশন শোয়ে নজর কাড়তেন, সেই বিপাশা কিন্তু এতদিন পরও র‌্যাম্পে এসে প্রমাণ করলেন, তিনি আছেন ও থাকবেন।

তবে এই র‌্যাম্পে আগমণ নেটিজেনদের বড় একটি অংশ বিপাশার রূপের প্রশংসা করছেন। তবে খুব একটা পছন্দ হল না নেটিজেনদের আরেক অংশের। বরং ফ্যাশন শোয়ের ভিডিও ভাইরাল হতেই বিপাশাকে হাতি বলে কটাক্ষ করলেন তারা। ভাগ্যিস নিজ কানে এমন কটাক্ষ শুনতে হয়নি। কান নিশ্চয়ই গরম হয়ে যেত তার।

র‌্যাম্পে হাঁটার বেশ কিছু ভিডিও বিপাশা তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তা ছাড়াও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একাধিক ভিডিও। তাতে দেখা যায়, মা হওয়ার কারণে ওজন বেড়ে গেছে বিপাশার। ওজন বাড়লে মঞ্চে তার সাবলীল উপস্থিতি নজর কেড়েছে বিপাশা ভক্তদের। সেখানে নেটিজেনদের অনেকেই ট্রলে মেতেছেন তার মুটিয়ে যাওয়া শরীর নিয়ে। এক সময়ের তন্বী তরুণীকে কেউ লিখেছেন, ‘ওই দেখো হাতি হাঁটছে!’

নেটিজেনদের বড় একটি অংশ বিপাশার রূপের প্রশংসা করছেন। কিন্তু একাংশ তাকে নিয়ে কটাক্ষ করে মন্তব্য করেছেন। জয় নামে একজন লিখেছেন, ‘কীভাবে ক্যাট ওয়ার্ক করতে হয় তা কি সে ভুলে গেছে?’ কিরন শালিনি লিখেছেন, ‘এত মুটিয়ে গেছেন?’ ডলি শর্মা লিখেছেন, ‘ক্যাট ওয়ার্কের আগে মর্নিং ওয়ার্ক করুন।’ কটাক্ষ করে পাঠান তারিক লিখেছেন, ‘হাতি।’ অন্য একজন গন্ডারের সঙ্গে তুলনা করে মন্তব্য করেছেন।

মডেল হিসেবে মুম্বাইয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন বিপাশা। শোনা যায়, সেই সময় ডিনো মোরিয়ার সঙ্গে তার সম্পর্ক ছিল। পরে সিনেমার জগতে প্রবেশ করেন অভিনেত্রী। সেই সময় জন আব্রাহামের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। জনের সঙ্গে বিচ্ছেদের বেশ কিছুদিন পর করণ গ্রোভারের প্রেমে পড়েন বিপাশা।

গত বছরের ১২ সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ৪৪ বছর বয়সী বিপাশা। করণ সিং গ্রোভার-বিপাশা দম্পতির এটি প্রথম সন্তান।

২০১৫ সালে ‘অ্যালোন’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময়ই নাকি দু’জনের সম্পর্কের সূত্রপাত। ২০১৬ সালে বিয়ে করেন করণ-বিপাশা। বিয়ের পাঁচ বছর পর ২০২২ সালের ১২ সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ৪৪ বছর বয়সী বিপাশা। করণ সিং গ্রোভার-বিপাশা দম্পতির এটি প্রথম সন্তান।

বিপাশার সঙ্গে সংসার শুরুর আগে দুই বার বিয়ে ভেঙেছে করণের। বলিউড নায়িকার সঙ্গে তার সম্পর্ক টিকবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। দুজনের বিয়ে নিয়ে চর্চাও কম হয়নি। যাবতীয় সমালোচনা, নেতিবাচকতাকে উড়িয়ে দিয়ে একসঙ্গে রয়েছেন তারা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংযোগ সড়ক না থাকায় ব্রিজের সুফল পাচ্ছে না সাত গ্রামের মানুষ

‘হাতি’ বলে কটাক্ষ অভিনেত্রী বিপাশাকে

প্রকাশের সময় : ০৬:১৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩

বিনোদন ডেস্ক : 

বলিউড ব্ল্যাক ডায়মন্ড বিপাশা বসু অনেক আগেই বিয়ে থা করে পুরোদস্তর সংসারী হয়েছেন। গত বছর সন্তান জন্মের পর সেই জালে আরও আঁটসাঁটভাবে যেন জড়িয়েছেন। সংসার সামলাতে গিয়ে হয়তো নিজের দিকে তাকানোর খুব একটা সময় পাননি নায়িকা। এই সুযোগটা নিয়েছে মেদ। শরীরে বিস্তার করেছে আধিপত্য।

দীর্ঘদিন পর ফ্যাশন শোয়ে দেখা মিলল বলিউড অভিনেত্রী বিপাশা বসুকে। যে বিপাশা এক সময় ফ্যাশন শোয়ে নজর কাড়তেন, সেই বিপাশা কিন্তু এতদিন পরও র‌্যাম্পে এসে প্রমাণ করলেন, তিনি আছেন ও থাকবেন।

তবে এই র‌্যাম্পে আগমণ নেটিজেনদের বড় একটি অংশ বিপাশার রূপের প্রশংসা করছেন। তবে খুব একটা পছন্দ হল না নেটিজেনদের আরেক অংশের। বরং ফ্যাশন শোয়ের ভিডিও ভাইরাল হতেই বিপাশাকে হাতি বলে কটাক্ষ করলেন তারা। ভাগ্যিস নিজ কানে এমন কটাক্ষ শুনতে হয়নি। কান নিশ্চয়ই গরম হয়ে যেত তার।

র‌্যাম্পে হাঁটার বেশ কিছু ভিডিও বিপাশা তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তা ছাড়াও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একাধিক ভিডিও। তাতে দেখা যায়, মা হওয়ার কারণে ওজন বেড়ে গেছে বিপাশার। ওজন বাড়লে মঞ্চে তার সাবলীল উপস্থিতি নজর কেড়েছে বিপাশা ভক্তদের। সেখানে নেটিজেনদের অনেকেই ট্রলে মেতেছেন তার মুটিয়ে যাওয়া শরীর নিয়ে। এক সময়ের তন্বী তরুণীকে কেউ লিখেছেন, ‘ওই দেখো হাতি হাঁটছে!’

নেটিজেনদের বড় একটি অংশ বিপাশার রূপের প্রশংসা করছেন। কিন্তু একাংশ তাকে নিয়ে কটাক্ষ করে মন্তব্য করেছেন। জয় নামে একজন লিখেছেন, ‘কীভাবে ক্যাট ওয়ার্ক করতে হয় তা কি সে ভুলে গেছে?’ কিরন শালিনি লিখেছেন, ‘এত মুটিয়ে গেছেন?’ ডলি শর্মা লিখেছেন, ‘ক্যাট ওয়ার্কের আগে মর্নিং ওয়ার্ক করুন।’ কটাক্ষ করে পাঠান তারিক লিখেছেন, ‘হাতি।’ অন্য একজন গন্ডারের সঙ্গে তুলনা করে মন্তব্য করেছেন।

মডেল হিসেবে মুম্বাইয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন বিপাশা। শোনা যায়, সেই সময় ডিনো মোরিয়ার সঙ্গে তার সম্পর্ক ছিল। পরে সিনেমার জগতে প্রবেশ করেন অভিনেত্রী। সেই সময় জন আব্রাহামের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। জনের সঙ্গে বিচ্ছেদের বেশ কিছুদিন পর করণ গ্রোভারের প্রেমে পড়েন বিপাশা।

গত বছরের ১২ সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ৪৪ বছর বয়সী বিপাশা। করণ সিং গ্রোভার-বিপাশা দম্পতির এটি প্রথম সন্তান।

২০১৫ সালে ‘অ্যালোন’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময়ই নাকি দু’জনের সম্পর্কের সূত্রপাত। ২০১৬ সালে বিয়ে করেন করণ-বিপাশা। বিয়ের পাঁচ বছর পর ২০২২ সালের ১২ সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ৪৪ বছর বয়সী বিপাশা। করণ সিং গ্রোভার-বিপাশা দম্পতির এটি প্রথম সন্তান।

বিপাশার সঙ্গে সংসার শুরুর আগে দুই বার বিয়ে ভেঙেছে করণের। বলিউড নায়িকার সঙ্গে তার সম্পর্ক টিকবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। দুজনের বিয়ে নিয়ে চর্চাও কম হয়নি। যাবতীয় সমালোচনা, নেতিবাচকতাকে উড়িয়ে দিয়ে একসঙ্গে রয়েছেন তারা।