নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার এলাকায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন।
তিনি বলেন, সন্ধ্যা ৬টার পর পর আগুনের খবর পেয়ে প্রথম ইউনিট ৬টা ১৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তারা আগুন নেভাতে কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।