নোয়াখালী জেলা প্রতিনিধি :
নোয়াখালীর হাতিয়ার হরণী ইউনিয়নের চেয়ারম্যান ঘাট এলাকায় চোর সন্দেহে মোহাম্মদ খবির উদ্দিন (৬৪) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
এর আগে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত দুইটার দিকে চেয়ারম্যান ঘাটের কুদ্দুস মিয়ার বাড়িতে চোর সন্দেহে তাঁকে ধরে গণপিটুনি দেওয়া হয়।
নিহত মোহাম্মদ খবির উদ্দিন উপজেলার বুড়িরচর ইউনিয়নের বুড়িরচর গ্রামের খবির ডুবাইয়ের বাড়ির আহম্মদ করিমের ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত দুইটার দিকে চেয়ারম্যান ঘাট পুলিশ ক্যাম্পের পূর্ব দিকে কুদ্দুসের বাড়িতে চোর ঢুকে বসতঘরের একটি জানালা খোলার চেষ্টা করছিলেন। তখন বাড়ির লোকজন টের পেয়ে তাঁকে ধাওয়া করেন। এ সময় তাঁদের চিৎকারে আশপাশের প্রতিবেশীরাও এগিয়ে আসেন। সবাই মিলে তাঁকে ধরে মারধর করেন। একপর্যায়ে ওই ব্যক্তি দৌড়ে পাশের জঙ্গলের ভেতর গিয়ে লুকিয়ে যান। ভোরের দিকে সেখানে খবির উদ্দিনের লাশ পাওয়া যায়।
হরণী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আক্তার হোসেন বলেন, মারধরের পর হৃদ্রোগে আক্রান্ত হয়ে খবির উদ্দিন মারা যান বলে ধারণা করা হচ্ছে। রাতেই ঘটনাটি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে।
হাতিয়ার মোরশেদ বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও পুলিশ পরিদর্শক শফিকুর রহমান বলেন, চোর সন্দেহে খবির উদ্দিন নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছেন উত্তেজিত লোকজন। নিহত ব্যক্তির মাথার পেছনে আঘাতের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে অভিযোগের আলোকে এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।