Dhaka শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হাতকড়া লাগানো অবস্থায় যুবকের গানের ভিডিও ভাইরাল

গাইবান্ধা জেলা প্রতিনিধি : 

হাতে হাতকড়া, হাসপাতালের জরুরি বিভাগের রুমে বসে অটোরিকশা চুরির অভিযোগে আটক যুবকের গানেরে এক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, হামিন্দপুর কৈপাড়া এলাকায় অটো ছিনতাইয়ের অভিযোগে অভিযুক্ত ওই যুবককে স্থানীয়রা মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করে। সাদুল্লাপুর থানা পুলিশ ওই যুবককে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে জরুরি বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমন রঞ্জন ও দুই পুলিশ সদস্যের উপস্থিতিতে হাতকড়া পরিহিত অবস্থায় ওই যুবক গান গাইতে শুরু করেন। সেই ফাঁকে কেউ একজন ঘটনাটি ভিডিও করে ফেসবুকে শেয়ার করে। ১ মিনিট ৩১ সেকেন্ডের সেই গানের ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দীন বলেন, ঘটনাটি নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংস্কারের ভবিষ্যৎ পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেব না : নাহিদ ইসলাম

হাতকড়া লাগানো অবস্থায় যুবকের গানের ভিডিও ভাইরাল

প্রকাশের সময় : ০৩:৫৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪

গাইবান্ধা জেলা প্রতিনিধি : 

হাতে হাতকড়া, হাসপাতালের জরুরি বিভাগের রুমে বসে অটোরিকশা চুরির অভিযোগে আটক যুবকের গানেরে এক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, হামিন্দপুর কৈপাড়া এলাকায় অটো ছিনতাইয়ের অভিযোগে অভিযুক্ত ওই যুবককে স্থানীয়রা মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করে। সাদুল্লাপুর থানা পুলিশ ওই যুবককে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে জরুরি বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমন রঞ্জন ও দুই পুলিশ সদস্যের উপস্থিতিতে হাতকড়া পরিহিত অবস্থায় ওই যুবক গান গাইতে শুরু করেন। সেই ফাঁকে কেউ একজন ঘটনাটি ভিডিও করে ফেসবুকে শেয়ার করে। ১ মিনিট ৩১ সেকেন্ডের সেই গানের ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দীন বলেন, ঘটনাটি নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।