Dhaka বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হাওরে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৫:১৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
  • ১৮৭ জন দেখেছেন

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : 

কিশোরগঞ্জের মিঠামইন হাওরে নৌকা থেকে পড়ে নিখোঁজের ৪২ ঘণ্টা পর অন্তর চক্রবর্তী (৩১) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রোববার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে নবনির্মিত আব্দুল হামিদ সেনানিবাসের পশ্চিম প্রান্ত এলাকার ঘোড়াউত্রা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মৃত অন্তর চক্রবর্তী ঝালকাঠি জেলার কাটপট্টি এলাকার উত্তম চক্রবর্তীর ছেলে। তিনি ঢাকার মহাখালীর একটি প্রাইভেট কোম্পানির হিসাব রক্ষক হিসাবে কর্মরত ছিলেন। অন্তর চক্রবর্তী বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বরিশাল জেলা শাখার সাবেক সভাপতি। তিনি বর্তমানে যুব ইউনিয়ন জাতীয় কমিটির সদস্য ও ঢাকা উত্তরের তথ্য ও গবেষণা সম্পাদক।

ফায়ার সার্ভিস কিশোরগঞ্জের স্টেশন কর্মকর্তা আবুজর গিফারী এসব তথ্য নিশ্চিত করেছেন।

অন্তর চক্রবর্তীর সহকর্মী সুব্রত কুমার দে জানান, শুক্রবার (১১ আগস্ট) সকালে ঢাকা থেকে ১০ জনের একটি দল কিশোরগঞ্জের হাওর এলাকায় ঘুরতে আসি। এসময় নিকলী থেকে নৌকা করে মিঠামইন অলওয়েদার সড়কে যাওয়ার পথে ঘোড়াউত্রা নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ হন অন্তর। নিখোঁজের সময় নৌকার গলুইয়ে বসে বোতল দিয়ে ঘোড়াউত্রা নদী থেকে পানি নিয়ে গোসল করছিলেন তিনি। এসময় তাকে বাঁচানোর জন্য সহকর্মীরা চেষ্টা করেন। কিন্তু নদীতে স্রোত বেশি থাকায় আমাদের চেষ্টা ব্যর্থ হয়। পরে ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ও ডুবুরি দল গিয়ে উদ্ধার অভিযান চালায়।

ফায়ার সার্ভিস কিশোরগঞ্জের স্টেশন অফিসার আবুজর গিফারী জানান, ঘটনার খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের ডুবুরি দল গিয়ে পর্যটক অন্তর চক্রবর্তীকে উদ্ধার অভিযান চালায়। আজ রোববার সকাল ৯টার দিকে অন্তর চক্রবর্তীর মরদেহ ঘটনাস্থল থেকে একটু দূরে ভেসে ওঠে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৮ জনের অবস্থা আশঙ্কাজনক : পরিচালক

হাওরে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৫:১৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : 

কিশোরগঞ্জের মিঠামইন হাওরে নৌকা থেকে পড়ে নিখোঁজের ৪২ ঘণ্টা পর অন্তর চক্রবর্তী (৩১) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রোববার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে নবনির্মিত আব্দুল হামিদ সেনানিবাসের পশ্চিম প্রান্ত এলাকার ঘোড়াউত্রা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মৃত অন্তর চক্রবর্তী ঝালকাঠি জেলার কাটপট্টি এলাকার উত্তম চক্রবর্তীর ছেলে। তিনি ঢাকার মহাখালীর একটি প্রাইভেট কোম্পানির হিসাব রক্ষক হিসাবে কর্মরত ছিলেন। অন্তর চক্রবর্তী বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বরিশাল জেলা শাখার সাবেক সভাপতি। তিনি বর্তমানে যুব ইউনিয়ন জাতীয় কমিটির সদস্য ও ঢাকা উত্তরের তথ্য ও গবেষণা সম্পাদক।

ফায়ার সার্ভিস কিশোরগঞ্জের স্টেশন কর্মকর্তা আবুজর গিফারী এসব তথ্য নিশ্চিত করেছেন।

অন্তর চক্রবর্তীর সহকর্মী সুব্রত কুমার দে জানান, শুক্রবার (১১ আগস্ট) সকালে ঢাকা থেকে ১০ জনের একটি দল কিশোরগঞ্জের হাওর এলাকায় ঘুরতে আসি। এসময় নিকলী থেকে নৌকা করে মিঠামইন অলওয়েদার সড়কে যাওয়ার পথে ঘোড়াউত্রা নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ হন অন্তর। নিখোঁজের সময় নৌকার গলুইয়ে বসে বোতল দিয়ে ঘোড়াউত্রা নদী থেকে পানি নিয়ে গোসল করছিলেন তিনি। এসময় তাকে বাঁচানোর জন্য সহকর্মীরা চেষ্টা করেন। কিন্তু নদীতে স্রোত বেশি থাকায় আমাদের চেষ্টা ব্যর্থ হয়। পরে ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ও ডুবুরি দল গিয়ে উদ্ধার অভিযান চালায়।

ফায়ার সার্ভিস কিশোরগঞ্জের স্টেশন অফিসার আবুজর গিফারী জানান, ঘটনার খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের ডুবুরি দল গিয়ে পর্যটক অন্তর চক্রবর্তীকে উদ্ধার অভিযান চালায়। আজ রোববার সকাল ৯টার দিকে অন্তর চক্রবর্তীর মরদেহ ঘটনাস্থল থেকে একটু দূরে ভেসে ওঠে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।