নিজস্ব প্রতিবেদক :
বিএনপি-জামায়াত ও তাদের সমমনা দলগুলোর ডাকা হরতালে দিনের শুরুতে রাজধানীর বিভিন্ন জায়গায় যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আর এই আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
রোববার (২৯ অক্টোবর) সকালে এ তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া শাখার প্রধান (ভারপ্রাপ্ত) শাহজাহান শিকদার।
তিনি বলেন, সকাল থেকে তিনটি জায়গায় বাসে আগুন নেভানোর কাজ করেছে ফায়ার সার্ভিস। সকাল ৯টা ৬ মিনিটে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ‘শিকড়’ পরিবহনের একটি গাড়িতে অগ্নিনির্বাপণ করে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট। সকাল ১০টা ২২ মিনিটে মোহাম্মদপুরের টাউনহল বাজারে ‘পরিস্থান’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিনির্বাপণ করে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট।
তিনি আরও বলেন, সকাল ১০টা ২৮ মিনিটে বংশালের তাঁতীবাজার মোড়ে ‘বিহঙ্গ’ পরিবহনের একটি বাসে আগুন লাগলে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ নিরাপত্তায় আগুন নির্বাপণ করে।
সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বংশাল থানার পাশে তাঁতীবাজার মোড়ে একটি বাসে আগুন দিয়েছে যাত্রীবেশী কয়েকজন। এ সময় একজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। তিনি যুবদলের কর্মী বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঢাকা মহানগর পুলিশের লালবাগ জোনের (ডিসি) উপপুলিশ কমিশনার জাফর আহমেদ বলেন, গুলিস্তান থেকে যাত্রী বেশে চারজন বাসে ওঠে।তারা ভাড়াও দেয়। তাঁতীবাজার মোড়ে এসে তারা বাসে আগুন ধরিয়ে দিয়ে বাসের চালক ও হেলপারকে কিল-ঘুষি দিয়ে পালাতে চেষ্টা করে। চালক, হেলপার ও জনগণের সহযোগিতায় আমরা একজনকে আটক করতে সক্ষম হই।